HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আইডিয়াল কলেজ pdf download ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd paper (mcq) multiple choice questions ideal school and college pdf download.

মডেল টেস্ট

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

২য় পত্র

বহুনির্বাচনি অভীক্ষা

বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper

Board Question Solution

MCQ

Question and Answer

১. ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা?

[ক] আর্য

[খ] শক

[গ] হুন

[ঘ] দ্রাবিড়

২. ভারতবর্ষে ইসলামের বীজ রোপিত হয়-

i. ব্যবসায়িক সম্পর্কের দ্বারা

ii. সুফি-দরবেশদের আগমনে

iii. সিন্ধু বিজয়ের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

একজন স্বনামধন্য শাসক নিজ রাজ্যের নিরাপত্তা বিধান ও রাজ্যকে সমৃদ্ধশীল করার জন্য বার বার পার্শ্ববর্তী সাম্রাজ্যে অভিযান করেন এবং প্রচুর ধন সম্পদ হস্তগত করেন।

৩. উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসকের মিল রয়েছে?

[ক] মুহম্মদ বিন কাশিম

[খ] সুলতান মাহমুদ

[গ] মুহাম্মদ ঘুরী

[ঘ] কুতুবউদ্দিন আইবেক

৪. উদ্দীপকের আলোকে উক্ত শাসকের বার বার অভিযানের কারণ-

i. রাজ্য বিস্তার

ii. সাম্রাজ্যের নিরাপত্তা

iii. অর্থনৈতিক সমৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫. শাহনামা গ্রন্থের রচয়িতা কে?

[ক] আবুল কাশেম ফেরদৌসি

[খ] আল বেরুনী

[গ] আমির খসরু

[ঘ] আবুল ফজল

৬. কুতুবমিনার কোন ধরনের স্থাপত্য কীর্তি?

[ক] মসজিদ

[খ] দরগাহ

[গ] স্মৃতিস্তম্ভ

[ঘ] পর্যবেক্ষণ টাওয়ার

৭. মোঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য বলবন কর্তৃক গৃহীত পদক্ষেপ হলো-

i. পুরাতন দুর্গ সংস্কার ও নতুন দু র্গ নির্মাণ

ii. সেনাবাহিনী পুনর্গঠন

iii. রাজ্য বিস্তার নীতি বর্জন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

জাহান ইন্ডাস্ট্রি লি.-এর মালিক মৃত্যুকালে বুদ্ধিমত্তা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের পরিবর্তে মেয়ে সুহানাকে পরিচালক নিযু ক্ত করে যান। সুহানা দক্ষতা ও যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করেও সমস্যার সম্মুখীন হন।

৮. উদ্দীপকের সুহানা সালতানাতের কোন্ শাসককে নির্দেশ করে?

[ক] আরাম সুলতানা

[খ] সুলতান রাজিয়া

[গ] সুলতানা কামাল

[ঘ] চাঁদ সুলতানা

৯. উক্ত শাসক নিজেকে পুরুষ অপেক্ষা যোগ্যতর প্রমাণ করেছিলেন কীভাবে?

[ক] শাসন ক্ষমতা দ্বারা

[খ] রণকৌশল প্রদর্শন দ্বারা

[গ] চারিত্রিক দৃঢ়তা দ্বারা

[ঘ] ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে

১০. মুহম্মদ বিন তুঘলককে দেবগিরির নাম রাখেন-

[ক] আহমেদাবাদ

[খ] দৌলতাবাদ

[গ] ফিরোজাবাদ

[ঘ] তুঘলোকাবাদ

১১. ‘দস্তরুল আমল’ এ কয়টি আদেশ সনিড়ববেশিত হয়?

[ক] ১২

[খ] ১৩

[গ] ১৪

[ঘ] ১৫

১২. সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে দ্বন্ধের সূত্রপাত হয়-

i. সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব ও পুত্রদের চরিত্রগত পার্থক্য

ii. দারার প্রতি সম্রাটের দুর্বলতা ও আওরঙ্গজেবের প্রতি অবহেলা

iii. শাহজাহানের অসুস্থতা ও হেরেমের কর্তৃত্ব

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :

মান্দোয়ারের জমিদার মাহিন শাহ উদীয়মান জায়গীরদার শাহান শাহের সাথে একটি যুদ্ধে পরাজিত হয়ে জমিদারি হারান। জমিদারি পুনরুদ্ধারের উদ্ধেশ্যে দেশ-দেশান্তরে ঘুরে বেড়াতে থাকেন।

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

১৩. উদ্দীপকে আলোচ্য বিষয়ের সাথে মোঘল আমলের কোন যুদ্ধের সাথে সাদৃশ্যতা বিদ্যমান?

[ক] চৌসার যুদ্ধ

[খ] কনৌজের যুদ্ধ

[গ] মান্দাসোর যুদ্ধ

[ঘ] রাজমহলের যুদ্ধ

১৪. উক্ত যুদ্ধে মাহিন শাহের পরাজয়ের কারণ-

i. অযোগ্যতা

ii. অদূরদর্শিতা

iii. চারিত্রিক দুর্বলতা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫. সম্রাট আওরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেন কেন?

[ক] লোদীদের তৎপরতা রোধে

[খ] খোক্কার উপজাতির বিদ্রোহ দমনে

[গ] মারাঠা অভ্যুত্থান রোধে

[ঘ] জঙ্গিদের অভ্যুত্থান রোধে

১৬. দ্বৈতশাসন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

[ক] ১৭৬৩

[খ] ১৭৬৪

[গ] ১৭৬৫

[ঘ] ১৭৬৬

১৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য ছিল-

i. ভারতীয়দের মধ্যে যোগসূত্র স্থাপন

ii. বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি

iii. সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে ড. আব্দুল্লাহ দেশে এসে একটি ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন। বিদাত বর্জন ও সুন্নাহ্ গ্রহণ ও যথাযথভাবে ইসলাম পালনে জনসাধারণকে উৎসাহিত করেন।

১৮. ড. আব্দুল্লাহ আন্দোলনের সাথে মিল পাওয়া যায়-

[ক] তিতুমীর

[খ] হাজী শরিয়তউল্লাহ

[গ] রহমতউল্লাহ

[ঘ] শাহাদাত উল্লাহ

১৯. এ আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল-

i. ইসলামের শুদ্ধিকরণ

ii. মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সাধন

iii. বিধর্মীদের ইসলামি আদর্শে আকৃষ্ট করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২০. লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন-

[ক] আ. হামিদ খান ভাসানী

[খ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

[গ] শেখ মুজিবুর রহমান

[ঘ] এ. কে. ফজলুল হক

২১. যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট কী?

i. লাহোর প্রস্তাবের সংশোধন

ii. নির্বাচন নিয়ে টালবাহানা

iii. পূর্ব বাংলার স্বার্থ রক্ষায় প্রাদেশিক সরকারের ব্যর্থতা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২২. মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কারা?

[ক] জেনারেল ওসমানী ও এ. কে. নিয়াজী

[খ] এ. কে. নিয়াজী ও জাগজিৎ সিং আরোরা

[গ] এ. কে. খন্দকার ও রাও ফরমান আলী

[ঘ] জগজিৎ সিং আরোরা ও জেনারেল ওসমানী

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

একই দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে অনেক বৈষম্য ছিল। এক অঞ্চলের উৎপাদিত পণ্য দ্বারা অন্য অঞ্চলের লোকজন লাভবান হতো।

২৩. উদ্দীপকে পূর্ব পাকিস্তানের মতো কোন বৈষম্যের চিত্র ফুটে উঠেছে?

[ক] রাজনীতি

[খ] অর্থনৈতিক

[গ] সামাজিক

[ঘ] ধর্মীয়

২৪. উদ্দীপকের মতো পূর্ব পাকিস্তানের নাগরিকরা দিন দিন-

i. অর্থনৈতিক বৈষম্যের স্বীকার হয়

ii. দরিদ্রতায় নিমজ্জিত হয়

iii. নায্যমূল্য থেকে বঞ্চিত হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৫. ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কোনটি?

[ক] ভোট জালিয়াতি

[খ] কম সংখ্যক ভোটর উপস্থিতি

[গ] যুক্তফ্রন্টের অপপ্রচার

[ঘ] জনসংযোগের অভাব

২৬. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

[ক] সৈয়দ নজরুল ইসলাম

[খ] তাজউদ্দিন আহমেদ

[গ] এ. এইচ. এম কামারুজ্জামান

[ঘ] ক্যাপ্টেন এম. মনসুর আলী

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :

X নামক দেশ পরাধীনতা হতে মুক্ত হলো। যুদ্ধ শেষ, সকলে বিজয়ের আনন্দে উলস্নসিত। সব জায়গায় স্বাধীন পতাকা উড়ছে।

২৭. উদ্দীপকের দিবসটির সাথে তোমার পঠিত কোন দিবসের সাদৃশ্য রয়েছে?

[ক] ১১ ডিসেম্বর

[খ] ১৬ ডিসেম্বর

[গ] ২৬ মার্চ

[ঘ] ২১ ফেব্রুয়ারি

২৮. উক্ত দিবসের অন্যতম তাৎপর্য হচ্ছে-

i. স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়

ii. স্বাধীনতার সূর্য উদয়

iii. বাংলাদেশ নামক স্বকীয় সত্তা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৯. স্বাধীনতা সংগ্রামে মুক্তিবাহিনীর অন্যতম তৎপরতা কোনটি?

[ক] গেরিলা আক্রমণ

[খ] কামানের ব্যবহার

[গ] বিমানের ব্যবহার

[ঘ] যুদ্ধ জাহাজের ব্যবহার

৩০. কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সার্বজনীন গণযুদ্ধ বলা হয়ে থাকে?

[ক] আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে যোগ দেয় বলে

[খ] ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করে বলে

[গ] চীন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বলে

[ঘ] যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বলে

উত্তরমালা: ১ [ঘ] ২ [ঘ] ৩ [খ] ৪ [গ] ৫ [ক] ৬ [গ] ৭ [ঘ] ৮ [খ] ৯ [গ] ১০ [খ] ১১ [ক] ১২ [ঘ] ১৩ [খ] ১৪ [গ] ১৫ [গ] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [খ] ১৯ [ঘ] ২০ [ঘ] ২১ [গ] ২২ [খ] ২৩ [খ] ২৪ [ঘ] ২৫ [ঘ] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [ঘ] ২৯ [ক] ৩০ [ক]

Leave a Comment