১. দিনেমাররা কোন দেশের অধিবাসী?
ক. হল্যান্ড
খ. ফ্রান্স
গ. সুইডেন
ঘ. ডেনমার্ক
২. কাজের দিক দিয়ে হেরোডোটাসের সাথে কার মিল রয়েছে?
ক. নেপোলিয়ন
খ. আলেকজান্ডার
গ. ভাস্কো-ডা-গামা
ঘ. মেগাস্থিনিস
৩. পর্তুগিজদের পতনের কারণ ছিল-
i. দুর্নীতিপরায়নতা
ii. অর্থের অভাব
iii. পর্তুগিজ সরকারের উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪. নবাব আলীবর্দী খান কাদেরকে দমন করেন?
ক. আফগান মারাটাকে
খ. ডাচ-মর্গীকে
গ. বর্গী-মারাঠাকে
ঘ. আফগান-বর্গীকে
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
সন্তানহীন গনি মিয়া ছোট বোনের ছেলে ভরসাকে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে তিনি তার ভালো জমিগুলো ভরসার নামে লিখে দেন। ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হন।
৫. উদ্দীপকের গনি মিয়ার সাথে নিচের কোন নবাবের মিল আছে?
ক. শায়েস্তা খান
খ. মুর্শিদকুলী খান
গ. সরফরাজ খান
ঘ. আলীবর্দী খান
৬. উদ্দীপকের ভরসা বলতে যাকে বোঝানো হয়েছে-
ক. শওকত জং
খ. নাজিমউদ্দৌলা
গ. সিরাজউদ্দৌলা
ঘ. সুজাউদদেŠলা
৭. ভারতসংক্রান্ত নতুন আইন পাস হয় কোথায়?
ক. আমেরিকান পার্লামেন্টে
খ. ভারতীয় পার্লামেন্টে
গ. ব্রিটিশ পার্লামেন্টে
ঘ. অস্ট্রেলিয়ান পার্লামেন্টে
৮. গণতন্ত্রের পথপ্রদর্শকরূপে ভারতীয়দের নিকট স্মরণীয় হয়ে আছেন-
ক. লর্ড ক্যানিং
খ. লর্ড লরেন্স
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড রিপন
৯. ভূসম্পত্তি বিষয়ক সংস্কার করেন কে?
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড রিপন
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মিনেটা
১০. আইয়ুব খানের সামরিক শাসনামলের অভিনব সৃষ্টি কোনটি?
ক. মৌলিক গণতন্ত্র
খ. সাংবিধানিক গণতন্ত্র
গ. ধনতান্ত্রিক গণতন্ত্র
ঘ. রাজতান্ত্রিক গণতন্ত্র
১১. ১৯৫৪ সালের নির্বাচনে কৃষক-শ্রমিক পার্টির আসন সংখ্যা কত?
ক. ৪৮
খ. ৫২
গ. ৫৯
ঘ. ৬১
১২. বৈদেশিক সাহায্যের ব্যয় বেশি করা হয় কোথায়?
ক. পশ্চিম পাকিস্তানে
খ. পূর্ব পাকিস্তানে
গ. ঢাকায়
ঘ. করাচিতে
১৩. পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা-
i. শিক্ষার মান উন্নয়নের জন্য
ii. শিল্প ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য
iii. জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. বর্তমানে পূর্ব বাংলা পূর্বে কী নামে পরিচিত ছিল?
ক. পূর্ব পাকিস্তান
খ. আসাম
গ. পশ্চিমবঙ্গ
ঘ. পশ্চিম পাকিস্তান
১৫. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
ক. রাওয়ালপিন্ডি
খ. পাঞ্জাব
গ. কাশ্মীর সীমামেত্ম
ঘ. করাচি
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:
শাখালিন দ্বীপপুঞ্জ রাশিয়া ও জাপানের মধ্যবর্তী স্থানে অবস্থিত। উক্ত দ্বীপপুঞ্জের অধিকার নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
১৬. উদ্দীপকের যুদ্ধের সাথে নিচের কোন যুদ্ধের সাদৃশ্য আছে?
ক. পাক-বাংলাদেশ যুদ্ধ
খ. পাক-ভারত যুদ্ধ
গ. ভারত-অস্ট্রেলিয়া যুদ্ধ
ঘ. পাক-আফগান যুদ্ধ
১৭. উক্ত যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে?
ক. সিমলা চুক্তি
খ. পূনা চুক্তি
গ. তাসখন্দ চুক্তি
ঘ. জেনেভা চুক্তি
১৮. পাকিস্তানি আমলে চাকরিতে অগ্রাধিকার পেত কারা?
ম. পূর্ব পাকিস্তানিরা
খ. পশ্চিম পাকিস্তানিরা
গ. পূর্ব বাংলার মুসলমানরা
ঘ. বাঙালিরা
১৯. ঐতিহাসিক ৬ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল?
ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
খ. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
গ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
ঘ. ধর্ম নিরপেক্ষতা
২০. এগার দফা কখন ঘোষণা করা হয়?
ক. ১৯৬৯
খ. ১৯৭০
গ. ১৯৭১
ঘ. ১৯৭২
২১. ‘আগরতলা মামলা’র ফলাফল কী?
ক. আইয়ুব শাসনের পতন
খ. রাজবন্দীদের মুক্তি
গ. ছয় দফা বাস্তবায়ন
ঘ. ২১ দফা বাস্তবায়ন
২২.আগরতলা মামলার বিরুদ্ধে ছাত্রজনত আন্দোলন করে যে কারণে তা হলো-
i. ভারত শাসন আইন প্রত্যাহার
ii. শেখ মুজিবুর রহমানের মুক্তি
iii. জরুরি আইন প্রত্যাহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে?
ক. বাংলাদেশ ও ফ্রান্স
খ. যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া
গ. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের
ঘ. বাংলাদেশ ও যুক্তরাজ্য
২৪. ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী প্রথম কোথায় আক্রমণ চালায়?
ক. ফার্মগেট এলাকায়
খ. রাজারবাগ পুলিশ লাইনে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. ইপিআর সদর দপ্তরে
২৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম কী?
ক. জহুরুল হক হল
খ. জগন্নাথ হল
গ. ফজলুল হক হল
ঘ. রোকেয়া হল
‘ক’ ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে তার অবদান অপরিসীম।
২৬. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির সাথে নিচের কোন ব্যক্তির মিল রয়েছে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দিন আহমেদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মনসুর আলী
২৭. তিনি মুজিবনগর সরকারের কোন পদে দায়িতেব ছিলেন?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. অস্থায়ী রাষ্ট্রপতি
ঘ. উপদেষ্টা
২৮. কোথায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের জায়গা করে দেওয়া হয়?
ক. বৈদ্যনাথ তলায়
খ. ঢাকায়
গ. মুজিবনগরে
ঘ. কলকাতা রেডিও স্টেশনে
২৯. মুক্তি যুদ্ধের পক্ষে অবস্থান না নেওয়া পরাশক্তি হলো-
i. সোভিয়েত ইউনিয়ন
ii. মার্কিন যুক্তরাষ্ট্র
iii. চীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি?
ক. মধ্যএশিয়ার দেশগুলো
খ. দক্ষিণ এশিয়ার দেশগুলো
গ. আরব দেশগুলো
ঘ. ইউরোপের দেশগুলো
উত্তরমালাঃ
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
ঘ |
ঘ |
ক |
গ |
ঘ |
গ |
গ |
ঘ |
গ |
ক |
ক |
ক |
ঘ |
ক |
ঘ |
১৬ |
১৭ |
১৮ |
১৯ |
২০ |
২১ |
২২ |
২৩ |
২৪ |
২৫ |
২৬ |
২৭ |
২৮ |
২৯ |
৩০ |
খ |
গ |
খ |
গ |
ক |
ক |
গ |
গ |
ক |
ক |
ক |
খ |
ঘ |
গ |
গ |