HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২ ~ Exam Cares

১. ‘Ager’ Ges ‘Cultura’ কোন ভাষার শব্দ?

✅ ল্যাটিন

[খ] গ্রিক

[গ] ফরাসি

[ঘ] ইংরেজি

২. ‘Ager’ শব্দের অর্থ কী?

✅ মাঠ

[খ] লাঙল

[গ] রোপণ করা

[ঘ] চাষ

৩. ‘Cultura’ শব্দের অর্থ কী?

[ক] ভূমি

✅ চাষ করা

[গ] কর্ষণ

[ঘ] কৃষি

৪. ‘Agriculture’ কোন ভাষার শব্দ?

✅ ইংরেজি

[খ] গ্রিক

[গ] স্প্যানিশ

[ঘ] হিব্রু

৫. কোনটি পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প?

[ক] ভূমি

[খ] চাষ করা

[গ] কর্ষণ

✅ কৃষি

৬. কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশে?

✅ প্যালেস্টাইনে

[খ] মিশরে

[গ] প্রাচীন গ্রিসে

[ঘ] আফ্রিকায়

৭. আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল?

[ক] প্রায় ২ হাজার

✅ প্রায় ৮ হাজার

[গ] প্রায় ৫ হাজার

[ঘ] প্রায় ২০ হাজার

৮. কোনটির মধ্যদিয়ে মানবসভ্যতার যাত্রা শুরু হয়েছে?

[ক] ভূমি

[খ] চাষ করা

[গ] কর্ষণ

✅ কৃষি

৯. কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কী বলে?

[ক] শ্রমিক

[খ] মহাজন

✅ ক্ষেত্রকর

[ঘ] ভূ-স্বামী

১০. ‘পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি’- কে বলেছেন?

[ক] জি. ও. ব্রায়েন

[খ] এম.এম আকাশ

✅ আর. এল. কোহেন

[ঘ] এ. আর. খান

১১. কোন কাজের সাথে প্রাকৃতিক পরিবেশের বিরাট যোগসূত্র রয়েছে?

[ক] ভূমি

[খ] চাষ করা

[গ] কর্ষণ

✅ কৃষি

১২. সোনিয়ার বাবা তাদের জমিতে ধান, পাট ও নানারকম শাকসবজি উৎপাদন করে। সোনিয়ার বাবার পেশাটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?

[ক] ভূমি

[খ] চাষ করা

[গ] কর্ষণ

✅ কৃষি

১৩. বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো হলো-

i. উফশী প্রযুক্তি ব্যবহার

ii. কীটনাশক ব্যবহার

iii. উৎপাদন কৌশল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৪. কৃষির মূল লক্ষ্য হলো-

i. শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ

ii. শস্য-উদ্ভিদ উৎপাদন

iii. খাদ্য উৎপাদন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৫. প্রাচীনকালে কৃষি উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলো বাণী ঘুরে দেখতে চায় । তাহলে তাকে ভ্রমণ করতে হবে-

i. ইতালিতে

ii. চীনে

iii. তুরস্কে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৬. উদ্ভিজ্জ পণ্য বলতে বোঝায়-

i. মাঠ ফসলকে

ii. উদ্যান ফসলকে

iii. বনজ সম্পদকে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

ভূপৃষ্ঠে স্থায়িভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণিজগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মিটানোর জন্য উদ্ভিদ ও প্রাণিজ দ্রব্য উৎপন্ন করে।

১৭. মানুষের উলিস্নখিত কর্মকান্ডকে কী বলা হয়?

[ক] ভূমি

[খ] চাষ করা

[গ] কর্ষণ

✅ কৃষি

১৮. মানুষের উক্ত কর্মকান্ড- নিয়ামক হিসেবে কাজ করে-

i. জলবায়ু

ii. ভূপ্রকৃতি

iii. মূলধন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৯. কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া?

✅ জৈবিক ও প্রাথমিক

[খ] সামাজিক

[গ] চূড়vন্ত

[ঘ] মাধ্যমিক

২০. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?

[ক] ভূমি

[খ] চাষ করা

[গ] কর্ষণ

✅ কৃষি

২১. দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে নিয়োজিত?

[ক] ৪৫.৫০ ভাগ

✅ ৪৫.১ ভাগ

[গ] ৪৭.১০ ভাগ

[ঘ] ৬৩ ভাগ

২২. কোন ধরনের খামার বাংলাদেশের কৃষিতে লক্ষ করা যায়?

[ক] মাঝারি

✅ ক্ষুদ্রায়তন

[গ] বাণিজ্যিক

[ঘ] বৃহৎ

২৩. বাংলাদেশের কৃষিতে কত ধরনের ফসল উৎপাদিত হয়?

✅ দুই

[খ] তিন

[গ] এক

[ঘ] চার

২৪. বাংলাদেশে ০.৫-২.৪৯ একরের খামার হলো মোট খামারের কত ভাগ?

[ক] প্রায় ৫০% ভাগ

[খ] প্রায় ৬০% ভাগ

[গ] প্রায় ৭০% ভাগ

✅ প্রায় ৯০% ভাগ

২৫. করিমের বাবা জমিতে চাষ করতে গরু, কাঠের লাঙল ও জোয়াল ব্যবহার করেন। করিমের বাবার চাষ পদ্ধতিটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?

[ক] বৈজ্ঞানিক পদ্ধতি

[খ] উচ্চ ফলনশীল পদ্ধতি

✅ সনাতন পদ্ধতি

[ঘ] আধুনিক পদ্ধতি

২৬. কোন ধরনের কৃষক বর্গাচাষ করেন?

✅ যাদের নিজের অল্প জমি আছে

[খ] যাদের নিজের জমি নেই

[গ] যারা ক্ষেতমজুর

[ঘ] যারা দিনমজুর

২৭. কৃষক আফজাল মিয়া অন্যের তামিতে মজুরির ভিত্তিতে কৃষিকাজ করে জীবন নির্বাহ করেন। আফজাল মিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?

[ক] ক্ষুদ্র কৃষক

[খ] বর্গাচাষী

✅ ভূমিহীন কৃষক

[ঘ] রায়তদার

২৮. বাংলাদেশে ভূমিহীন কৃষক পরিবার রয়েছে শতকরা কত ভাগ?

[ক] ৩০

✅ ৫০

[গ] ৬০

[ঘ] ৭৭

২৯. কারিগরি জ্ঞানের অভাবে কৃষকরা কী সম্পর্কে অজ্ঞ ও উদাসীন থাকেন?

✅ আধুনিক কলা-কৌশল

[খ] সনাতন চাষ পদ্ধতি

[গ] বাজার

[ঘ] সরকারি প্রণোদনা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. তাসমিয়ার বাবা এবার লাভের আশায় তাদের জমিতে অর্থকরী ফসল ফলিয়েছেন। তাসমিয়াদের জমিতে উৎপাদিত হয়েছে-

i. আখ

ii. তেলবীজ

iii. পাট

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩১. পরিবারভিত্তিক কৃষি খামারের মূল উদ্দেশ্য হচ্ছেত

i. পরিবারের জন্য খাদ্য উৎপাদন করা

ii. পরিবারের ভরণপোষণ করা

iii. মুনাফা অর্জন করা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩২. বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রমিকদের মজুরি কাঠামোর ধরন হলো-

i. আর্থিক মজুরির সাথে খাবার দেওয়া হয়

ii. শুধু আর্থিক মজুরি দেওয়া হয়

iii. ফসল সংগ্রহের সময় মজুরির হার বেশি থাকে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৩৩. কৃষির উন্নতির ওপরই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল কারণ কৃষি-

i. খাদ্যের যোগান দেয়

ii. রাজস্ব বৃদ্ধি করে

iii. ঋণের সমস্যা দূর করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:

আফ্রিকার একটি দেশে ব্যবসায়িক কাজে যান শামীম আহমেদ চৌধুরী। তিনি সেখানে দেখতে পান কৃষকরা রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ যান্ত্রিক পানিসেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ ও ছোটখাটো যন্ত্রপাতি ব্যবহার করছেন।

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৩৪. আফ্রিকার দেশটিতে কোন ধরনের চাষাবাদ পদ্ধতি চালু রয়েছে?

[ক] আদিম যুগের

[খ] সনাতনী

✅ আধুনিক

[ঘ] মধ্যযুগীয়

৩৫. এই ধরনের চাষাবাদ পদ্ধতিতে-

i. কৃষক লাভবান হন

ii. জমির মালিক লাভবান হন

iii. মাটির উর্বরতা নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৬. বাংলাদেশের কৃষির কয়টি উপখাত রয়েছে?

[ক] ২টি

✅ ৪টি

[গ] ৩টি

[ঘ] ৫টি

৩৭. কৃষির চারটি উপখাতের মধ্যে কোনটির উৎপাদন অন্যগুলোর চেয়ে বেশি?

[ক] বনজসম্পদ

[খ] মৎস্য সম্পদ

[গ] প্রাণিসম্পদ

✅ শস্য ও শাকসবজি

৩৮. কোন খাতকে পূর্বে কৃষিখাতের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে তা কৃষিখাত বহির্ভূত ধরা হয়?

[ক] শস্য ও শাকসবজি খাতকে

[খ] পশু সম্পদ খাতকে

✅ মৎস্য খাতকে

[ঘ] বনজ সম্পদ খাতকে

৩৯. ২০১৬ সালের হিসাব মতে, বাংলাদেশে বনালের পরিমাণ কত মিলিয়ন হেক্টর?

[ক] ৩.৮০

✅ ১.৬০

[গ] ২.৩

[ঘ] ৩.৩০

৪০. ২০১৬-১৭ অর্থবছরে এউচ-তে কৃষির অবদান কত?

[ক] ১৩.৭৯%

✅ ১৪.৭৯%

[গ] ১৩.৩৩%

[ঘ] ১৬.২১%

৪১. ২০১৬-১৭ অর্থবছরে এউচ তে শস্য ও শাকসবজি উপখাতের অবদান কত?

[ক] ৩.৭৯%

✅ ৭.৯২%

[গ] ১৩.৩৩%

[ঘ] ১৬.২১%

৪২. কাঠ, বেত, মোম, মধু, রাবার নিয়ে কোন উপখাতটি গঠিত হয়?

[ক] শস্য ও শাকসবজি

✅ বনজ সম্পদ

[গ] মৎস্য সম্পদ

[ঘ] পশু সম্পদ

৪৩. ২০১৬-১৭ অর্থবছরের এউচ তে বনজ সম্পদ উপখাতের অবদান শতকরা কত?

[ক] ৩.৮০

✅ ১.৬৬

[গ] ২.৩৭

[ঘ] ৩.৩০

৪৪. ২০১৬-১৭ অর্থবছরে এউচ তে পশুসম্পদ উপখাতের অবদান শতকরা কত ভাগ?

[ক] ৩.৮০

✅ ১.৬০

[গ] ২.৩

[ঘ] ৩.৩০

৪৫. ২০১৬-১৭ অর্থবছরে এউচ তে কোন উপখাতের অবদান ৩.৬১%?

[ক] শস্য ও শাকসবজি

[খ] বনজ সম্পদ

✅ মৎস্য সম্পদ

[ঘ] পশু সম্পদ

৪৬. আত্মকর্মসংস্থানের আশায় রানা দশ শতাংশ জমিতে নার্সারি স্থাপন করে। রানার নার্সারিটি কৃষির কোন উপখাতের অন্তর্ভুক্ত হবে?

[ক] শস্য ও শাকসবজি

✅ বনজ সম্পদ

[গ] মৎস্য সম্পদ

[ঘ] পশু সম্পদ

৪৭. বাংলাদেশের বন খাতের বড় সাফল্য হলো-

i. দারিদ্র্য বিমোচন

ii. সামাজিক বনায়ন কার্যক্রম

iii. নির্মল ও সবুজ পরিবেশ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৪৮. কৃষিখাতের অগ্রগতির সাথে প্রত্যক্ষ যোগসূত্র আছে-

i. দারিদ্র্য বিমোচনে

ii. বৈদেশিক মুদ্রা অর্জনে

iii. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৪৯. বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখে-

i. গ্রামীণ পরিবহণে

ii. জ্বালানি সরবরাহে

iii. আমিষ জাতীয় খাদ্যের যোগানে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও:

বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ফাহিম যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তার বাড়িতে পোল্ট্রি ফার্ম, ফিশারি ও নার্সারি প্রতিষ্ঠা করে। বর্তমানে সে নিজেতো স্বাবলম্বী হয়েছেই, পাশাপাশি বেশ কিছু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

৫০. ফাহিমের কর্মকান্ড- কৃষির কোন উপখাতটির অনুপস্থিতি রয়েছে?

✅ শস্য ও শাকসবজি

[খ] বনজ সম্পদ

[গ] মৎস্য সম্পদ

[ঘ] পশু সম্পদ

৫১. ফাহিমের এ ধরনের উদ্যোগের ফলে-

i. জিডিপিতে কৃষির অবদান বাড়বে

ii. জিডিপিতে শস্য উপখাতের অবদান বাড়বে

iii. বেকারত্ব হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:

জাফর সাতক্ষীরায় বেড়াতে গেল। সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারল এ এলাকার একটি গুরুত্বপূর্ণ কৃষিজ সম্পদ চাষ হয় যা ‘সাদা সোনা’ নামে পরিচিত।

৫২. জাফরের জানা বিষয়টি কৃষির কোন উপখাতের সাথে সম্পৃক্ত?

[ক] শস্য ও শাকসবজি

[খ] বনজ সম্পদ

✅ মৎস্য সম্পদ

[ঘ] পশু সম্পদ

৫৩. এ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব হলোত

i. বৈদেশিক মুদ্রা অর্জন

ii. আত্মকর্মসংস্থান সৃষ্টি

iii. আমিষের ঘাটতি পূরণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৪. একজন সিদ্ধান্ত গ্রহণকারী কৃষকের অধীনে যে ভূমিতে কৃষিকাজ করা হয় তাকে কী বলে?

[ক] কৃষিজাত

✅ কৃষি খামার

[গ] মৎস্য খামার

[ঘ] উর্বর জমি

৫৫. চাষাবাদের উদ্দেশ্যে এবং আয়তনের ভিত্তিতে কৃষি খামারকে কয় ভাগে ভাগ করা যায়?

✅ ২ ভাগে

[খ] ৩ ভাগে

[গ] ৪ ভাগে

[ঘ] ৫ ভাগে

৫৬. মালিকানার ভিত্তিতে কৃষি খামারকে কয় ভাগে ভাগ করা হয়?

[ক] ২ ভাগে

✅ ৩ ভাগে

[গ] ৪ ভাগে

[ঘ] ৫ ভাগে

৫৭. সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয় কোন খামারে?

✅ জীবননির্বাহী

[খ] বিশেষায়িত

[গ] সমবায়

[ঘ] যৌথ

৫৮. কৃষক নিজস্ব ব্যবস্থাপনায় কৃষিকাজ পরিচালনা করে কোন খামারে?

✅ জীবননির্বাহী

[খ] বিশেষায়িত

[গ] সমবায়

[ঘ] যৌথ

৫৯. ফসল উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামারকে কয় ভাগে ভাগ করা যায়?

[ক] ২ ভাগে

✅ ৩ ভাগে

[গ] ৪ ভাগে

[ঘ] ৫ ভাগে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে কোন ধরনের খামারের প্রয়োগ যোগ্যতা বেশি?

✅ জীবননির্বাহী

[খ] বিশেষায়িত

[গ] সমবায়

[ঘ] যৌথ

৬১. মুনাফা অর্জনই কোন খামারের প্রধান উদ্দেশ্য?

✅ বাণিজ্যিক

[খ] বিশেষায়িত

[গ] সমবায়

[ঘ] যৌথ

৬২. কোন খামার ব্যবস্থায় শ্রমিক সংঘের উদ্ভব হতে পারে?

✅ বাণিজ্যিক

[খ] বিশেষায়িত

[গ] সমবায়

[ঘ] যৌথ

৬৩. কোন ধরনের জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ বা সমবায় পদ্ধতিতে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব নয়?

✅ ক্ষুদ্রাকৃতির কৃষিজোতে

[খ] মাঝারি জোতে

[গ] বহুমুখী জোতে

[ঘ] বৃহৎ কৃষি জোতে

৬৪. রহিমের বাবার দশ বিঘা জমি আছে। তারা শুধু প্রতি বছর ধানই উৎপাদন করে। এটি কোন ধরনের খামারের উদাহরণ?

[ক] ব্যক্তিগত

[খ] বাণিজ্যিক

✅ বিশেষায়িত

[ঘ] আত্মপোষণ

৬৫. জাবেদরা তাদের জমিতে ধান, গম, পাট, তৈলবীজ প্রভৃতি উৎপাদন করে। তাদের খামারটি কোন ধরনের?

[ক] বাণিজ্যিক খামার

[খ] জীবননির্বাহী খামার

[গ] বিশেষায়িত খামার

✅ বহুমুখী

৬৬. সমাজতান্ত্রিক দেশসমূহে কোন ধরনের খামার ব্যবস্থা লক্ষ করা যায়?

[ক] আত্মপোষণ খামার

[খ] বাণিজ্যিক খামার

[গ] সমবায় খামার

✅ যৌথ খামার

৬৭. মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাদী অর্থনীতির চর্চা করা হয়। সেদেশে মূলত কৃষিক্ষেত্রে কোন ধরনের খামার ব্যবস্থার প্রাধান্য দেখা যাবে?

✅ বাণিজ্যিক

[খ] বিশেষায়িত

[গ] সমবায়

[ঘ] যৌথ

৬৮. বর্গাচাষ পদ্ধতি কোন ধরনের চাষিকে টিকে থাকতে সাহায্য করে?

[ক] প্রাতিক

[খ] প্রযুক্তিহীন

[গ] ক্ষুদ্র

✅ ভূমিহীন দরিদ্র

৬৯. সোমাদের ৮ একর জমির ওপর একটি কৃষি খামার রয়েছে। আয়তনের দিক থেকে সোমাদের খামারটি কোন ধরনের?

[ক] জীবননির্বাহী

✅ বৃহদায়তন

[গ] যৌথ

[ঘ] সমবায়

৭০. বিলের নিচু জমিগুলো থেকে অধিক ফসল ও মাছ উৎপাদনের জন্য রহিমপুর গ্রামের কৃষকরা তাদের জমিগুলোকে একত্রে চাষাবাদের জন্য খামার তৈরি করেছে। এ খামারটি কোন ধরনের?

[ক] জীবননির্বাহী

[খ] বৃহদায়তন

[গ] যৌথ

✅ সমবায়

৭১. অর্থনৈতিক জোত আলোচনায় প্রাধান্য পায় কয়টি বিষয়?

[ক] ২

[খ] ৩

✅ ৪

[ঘ] ৫

৭২. কোন ধরনের কৃষিজোতে নিয়োজিত শ্রম ও মূলধন পূর্ণভাবে ব্যবহৃত হয় না?

[ক] জীবননির্বাহী

[খ] বৃহদায়তন

[গ] যৌথ

✅ ক্ষুদ্রায়তন

৭৩. কৃষিকাজের প্রধান উদ্দেশ্য হলো-

i. আত্মপোষণের জন্যে কৃষিকাজ

ii. বেকার সমস্যার সমাধান

iii. বাণিজ্যিক উৎপাদনের জন্য কৃষিকাজ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৪. সাম্প্রতিক সময়ে কোন খাদ্যশস্যটির উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছে?

[ক] গম

[খ] যব

[গ] সরিষা

✅ ভুট্টা

৭৫. বাংলাদেশের উৎপন্ন শস্যসমূহেকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

✅ ২ ভাগে

[খ] ৩ ভাগে

[গ] ৪ ভাগে

[ঘ] ৫ ভাগে

৭৬. ইজজও’র জিন ব্যাংক থেকে এ পর্যন্ত কয়টি উচ্চ ফলনশীল ধানের জাত অবমুক্ত করা হয়েছে?

[ক] ৩১টি

[খ] ৫৭টি

✅ ৬১টি

[ঘ] ৫৫টি

৭৭. উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যদ্রব্যে পরিণত হয়েছে কোন খাদ্যশস্যটি?

[ক] গম

[খ] যব

[গ] সরিষা

✅ আলু

৭৮. উচ্চ ফলনশীল ইরি ধানের বীজ কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?

✅ ফিলিপাইন

[খ] ইন্দোনেশিয়া

[গ] থাইল্যান্ড

[ঘ] বাংলাদেশ

৭৯. কোন সালে উচ্চ ফলনশীল ধানের বীজ উদ্ভাবিত হয়?

[ক] ১৯৫০

✅ ১৯৬০

[গ] ১৯৭০

[ঘ] ১৯৮০

৮০. ব্রিটিশ অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞানী জে.পি. হেক্টর কীসের জাতের একটি ক্যাটালগ তৈরি করেন?

✅ ধানের

[খ] গমের

[গ] পাটের

[ঘ] ভুট্টার

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও:

যশোরের অভয়নগর উপজেলার আজিম উদ্দিন তার ফিশারির ওপর মাচা তৈরি করে হাঁসের খামার করেছেন। পাশাপাশি ফিশারির চারপাশে সবজি চাষ করেছেন।

৮১. আজিম উদ্দিনের খামারটি মালিকানার দিক থেকে কোন ধরনের খামার?

✅ ব্যক্তিমালিকানাধীন

[খ] যৌথ

[গ] সমবায়

[ঘ] জীবননির্বাহী

৮২.অনুচ্ছেদের উলিস্নখিত খামারে উপস্থিতি রয়েছে-

i. শস্য ও শাক-সবজি কৃষি উপখাতের

ii. মৎস্য সম্পদ কৃষি উপখাতের

iii. প্রাণিসম্পদ কৃষি উপখাতের

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:

আসছে। তাদের উৎপাদিত ফসল নিজেদের ভোগের কাজে লাগে।

৮৩. শান্তর বাবার কৃষি খামারের প্রকৃতি কী?

[ক] ব্যক্তিমালিকানাধীন

[খ] যৌথ

[গ] সমবায়

✅ জীবননির্বাহী

৮৪. অনুচ্ছেদে উলিস্নখিত কৃষিকাজের বৈশিষ্ট্য হল-

i. নিজেকে ও পরিবারকে টিকিয়ে রাখে

ii. পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে

iii. মালিক নিজে অংশগ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৫. যেসব কার্যকলাপ ব্যবসায়ের মাধ্যমে দ্রব্যসামগ্রী উৎপাদকের কাছ থেকে ভোক্তার হাতে পৌঁছায় তাকে কী বলে?

[ক] উৎপাদন প্রক্রিয়া

[খ] বাজার ব্যবস্থা

[গ] উৎপাদন ব্যবস্থা

✅ বিপণন

৮৬. কৃষিপণ্য বাজারজাতকরণে সবচেয়ে দুর্বল দিক কোনটি?

[ক] সরকারি নীতির অভাব

[খ] দামের ওঠানামা

[গ] সংরক্ষণের অসুবিধা

✅ মধ্যবর্তী ব্যবসায়ী

৮৭. বাংলাদেশে কৃষিপণ্যের বাজার ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত?

[ক] ২

[খ] ৩

✅ ৪

[ঘ] ৫

৮৮. কৃষিপণ্য কোন প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তা শ্রেণির কাছে পৌছায়?

[ক] উৎপাদন প্রক্রিয়া

✅ বিপান প্রক্রিয়া

[গ] বিজ্ঞাপন প্রক্রিয়া

[ঘ] সংরক্ষণ প্রক্রিয়া

৮৯. বেপারি, ফড়িয়া, মজুতদার, আড়ৎদার এরা কারা?

[ক] সরকারি নীতির অভাব

[খ] দামের ওঠানামা

[গ] সংরক্ষণের অসুবিধা

✅ মধ্যবর্তী ব্যবসায়ী

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কোন বাজারে কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে থাকেন?

✅ প্রাথমিক বাজারে

[খ] মাধ্যমিক বাজারে

[গ] বন্দরভিত্তিক বাজারে

[ঘ] শহরে বাজারে

৯১. বাংলাদেশের কৃষিপণ্যের বাজার ব্যবস্থা কোন ধরনের?

[ক] উন্নত

[খ] আধুনিক

✅ ত্রুটিপূর্ণ

[ঘ] প্রাচীন

৯২. কোন দেশে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা প্রচলিত?

[ক] সৌদি আরব

[খ] মালয়েশিয়া

[গ] যুক্তরাজ্য

✅ বাংলাদেশ

৯৩. বাংলাদেশের কৃষকেরা কৃষিপণ্যের গুণগত মান অনুসারে কী করতে পারে না?

[ক] গুদামজাতকরণ

✅ শ্রেণিবিন্যাস

[গ] বাজারজাতকরণ

[ঘ] সংরক্ষণ

৯৪. দারিদ্রে্যর কারণে কৃষক কৃষিপণ্য কী করে থাকে?

✅ স্বল্পমূল্যে বিক্রি করে

[খ] দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করে

[গ] অধিক মূল্যে বিক্রি করে

[ঘ] গুদামজাত করে রাখে

৯৫. কৃষকেরা কেন মধ্যস্বত্বভোগীদের নিকট কৃষিপণ্য কম দামে বিক্রি করে?

[ক] দারিদ্রে্যর কারণে

[খ] গুদামঘরের অভাবে

✅ অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে

[ঘ] অজ্ঞতার কারণে

৯৬. জয় চৌধুরী তার উৎপাদিত পাট, সরিষা ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। জয় চৌধুরীর কাজকে কী বলা যায়?

[ক] বাজার জরিপ

✅ বিপণন

[গ] প্রত্যক্ষ সেবা

[ঘ] বাণিজ্য

৯৭. কার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষিপণ্যে বিদ্যমান সমস্যাগুলো দূর করা সম্ভব?

✅ সরকার/রাষ্ট্রে

[খ] জনগণের

[গ] ব্যবসায়ীদের

[ঘ] ধনীদের

৯৮. উচ্চ ফলনশীল ধানের জাত বিআর-২৮ ও বিআর-২৯ কোন সালে অবমুক্ত করা হয়?

[ক] ১৯৮১

[খ] ১৯৯৬

✅ ১৯৯৪

[ঘ] ১৯৯৯

৯৯. এক সময় পাটকে এড়ষফবহ ঋরনৎব বলা হতো কেন?

[ক] পাট দেখতে সোনার মতো

✅ বৈদেশিক মুদ্রা অর্জিত হতো বলে

[গ] পাটের উজ্জ্বল রং ছিল

[ঘ] বেশি পাট উৎপাদন হতো

১০০. সাম্প্রতিক কালে কোনটি পোলট্রি খাতের খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?

[ক] গম

[খ] যব

[গ] সরিষা

✅ ভুট্টা

Leave a Comment