HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা বোর্ড pdf download ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Economics 1st Paper MCQ with Answer. HSC Economics 1st Paper (mcq) Multiple Choice Question Answers Dhaka Board 2019 pdf download

ঢাকা বোর্ড

অর্থনীতি ১ম পত্র

বহুনির্বাচনি অভীক্ষা

বিষয় কোড: [১০৯]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 1st Paper

Board Question Solution

MCQ

Question and Answer

১. মূলধনের গতিশীলতা হলো−

[ক] মূলধনের যোগান

[খ] মূলধনের চাহিদা

[গ] মূলধন গঠন

[ঘ] মূলধন স্থানান্তর

উত্তর: [ঘ] মূলধন স্থানান্তর

২. কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে?

[ক] ভূমি

[খ] শ্রম

[গ] সংগঠন

[ঘ] মূলধন

উত্তর: [গ] সংগঠন

◈ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

P, AC, MC, AR, MR

AC G E MR F

AR M

৩. উপরিউক্ত উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি?

[ক] E বিন্দু

[খ] F বিন্দু

[গ] G বিন্দু

[ঘ] H বিন্দু

উত্তর: [ক] E বিন্দু

৪. গড় ব্যয় রেখা M বিন্দুতে স্পর্শ করলে−

i. স্বাভাবিক মুনাফা অর্জিত হবে

ii. অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে

iii. মুনাফার ধরন অপরিবর্তিত থাকবে

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] iii

উত্তর: [ক] i

৫. ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী−

[ক] P = T/MV

[খ] P = MV/T

[গ] P = M + V/T

[ঘ] P = T/M + V

উত্তর: [খ] P = MV/T

৬. কোনটি বাণিজ্যিক ব্যাংকের ঋণপত্র?

[ক] চেক

[খ] ব্যাংক নোট

[গ] ক্রেডিট কার্ড

[ঘ] ডেবিট কার্ড

উত্তর: [ক] চেক

৭. “খাজনা হচ্ছে একটি দীর্ঘমেয়াদি ধারণা”− উক্তিটি কার?

[ক] ডেভিড রিকার্ডো

[খ] পল স্যামুয়েলসন

[গ] ডি. স্যালভেটর

[ঘ] জি. স্টিগলার

উত্তর: [গ] ডি. স্যালভেটর

◈ চিত্রে একটি দেশের শ্রমবাজারের অবস্থা দেখানো হলো, এর ভিত্তিতে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:

৮. দেশটির শ্রমবাজারের ভারসাম্য বিন্দু কোনটি?

[ক] K বিন্দু

[খ] L বিন্দু

[গ] E বিন্দু

[ঘ] N বিন্দু

উত্তর: [গ] E বিন্দু

৯. ( W/P)² মজুরি হারে−

i. শ্রমের ঘাটতি দেখা দিবে

ii. বেকারত্ব সৃষ্টি হবে

iii. প্রকৃত মজুরি হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] i ও iii

[ঘ] ii ও iii

উত্তর: [খ] ii

১০. নিম খাজনা পরিমাপের সূত্র কোনটি?

[ক] TR − TC

[খ] TR − TVC

[গ] TR − AC

[ঘ] TR − AVC

উত্তর: [খ] TR − TVC

১১. NNP এর পূর্ণরূপ কোনটি?

[ক] New National Product

[খ] Net National Product

[গ] Nominal National Product

[ঘ] Natural National Product

উত্তর: [খ] Net National Product

১২. অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কতজন?

[ক] ২ থেকে অসংখ্য

[খ] ২ থেকে ৫০

[গ] ২ থেকে ৩০

[ঘ] ২ থেকে ২০

উত্তর: [ঘ] ২ থেকে ২০

১৩. গড় ব্যয় (AC) = প্রান্তিক ব্যয় (MC) হবে যখন−

[ক] AC রেখা নিম্নগামী

[খ] MC রেখা নিম্নগামী

[গ] AC সর্বনিম্ন

[ঘ] MC সর্বনিম্ন

উত্তর: [গ] AC সর্বনিম্ন

◈ উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:

২০১৬ সনের A ও B দেশের অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য নিম্নে দেওয়া হলো−

১৪. A ও B দেশের এঘচ যথাক্রমে−

[ক] ১৮০০, ১৮০০

[খ] ২০০০, ২০০০

[গ] ২০০০, ১৮০০

[ঘ] ১৮০০, ২০০০

উত্তর: [খ] ২০০০, ২০০০

১৫. দুটি দেশের ক্ষেত্রে-

i. অর্থনৈতিক অবস্থা একই রকম

ii. B দেশের অর্থনৈতিক অবস্থা A দেশের চেয়ে ভালো

iii. B দেশের রপ্তানি আমদানির চেয়ে কম

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] ii ও iii

[ঘ] i ও iii

উত্তর: [গ] ii ও iii

১৬. কোন বাজারের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল?

[ক] একচেটিয়া

[খ] অলিগোপলি

[গ] একটিয়ামূলক প্রতিযোগিতা

[ঘ] পূর্ণ প্রতিযোগিতা

উত্তর: [ঘ] পূর্ণ প্রতিযোগিতা

◈ উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:

১৭. ধানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন কত?

[ক] O

[খ] AB

[গ] OA

[ঘ] OB

উত্তর: [ঘ] OB

১৮. চিত্রের কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে?

[ক] A

[খ] B

[গ] C

[ঘ] D

উত্তর: [গ] C

১৯. সংখ্যাগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা কে?

[ক] আর. জি. ডি. এলেন

[খ] পল স্যামুয়েলসন

[গ] মার্শাল

[ঘ] জেভনস

উত্তর: [গ] মার্শাল

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (ঢাকা বোর্ড ২০১৯)

২০. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের?

[ক] অস্থিতিস্থাপক

[খ] স্থিতিস্থাপক

[গ] একক স্থিতিস্থাপক

[ঘ] অসীম স্থিতিস্থাপক

উত্তর: [ক] অস্থিতিস্থাপক

২১. উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি?

[ক] সঞ্চয়

[খ] বিনিয়োগ

[গ] যোগান

[ঘ] মূলধন

উত্তর: [ঘ] মূলধন

২২. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি ভারসাম্য বিন্দুতে-

i. MR – MC

ii. AR = MR

iii. P > MC

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

◈ নিচের ছকটি লক্ষ কর এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:

শ্রমের পরিমাণ মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন

১ একক ১২ একক ১২ একক

২ একক ২০ একক একক

৩ একক একক ৬ একক

২৩. খালিঘরে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে-

[ক] ৩২, ১৮

[খ] ২৬, ৮

[গ] ৮, ২৬

[ঘ] ২, ৬

উত্তর: [খ] ২৬, ৮

২৪. উপরিউক্ত উদ্দীপকে-

i. মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে

ii. গড় উৎপাদন সর্বদা স্থির থাকে

iii. প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [গ] i ও iii

২৫. কোনটি পরিবর্তনশীল ব্যয়?

[ক] স্থায়ী কর্মচারীর বেতন

[খ] বাড়ি ভাড়া

[গ] দীর্ঘমেয়াদি মূলধনের সুদ

[ঘ] শ্রমের মজুরি

উত্তর: [ঘ] শ্রমের মজুরি

২৬. প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র কোনটি?

[ক] W ✕ P

[খ] W ÷ P

[গ] P ÷ W

[ঘ] W + P

উত্তর: [খ] W ÷ P

২৭. বুনন যন্ত্র (Weaving machine) কোন ধরনের মূলধন?

[ক] ঘূর্ণায়মান মূলধন

[খ] নিমজ্জিত মূলধন

[গ] ভাসমান মূলধন

[ঘ] ব্যক্তিগত মূলধন

উত্তর: [খ] নিমজ্জিত মূলধন

◈ নিচের সূচিটি লক্ষ কর এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:

দাম (P) চাহিদা (Q)

১০ টাকা ৫০ একক

৫ টাকা ৫০ একক

২৮. উপরিউক্ত উদ্দীপকে দ্রব্যটির চাহিদার স্থিতিস্থাপকতা কীরূপ?

[ক] সম্পূর্ণ অস্থিতিস্থাপক

[খ] অস্থিতিস্থাপক

[গ] একক স্থিতিস্থাপক

[ঘ] স্থিতিস্থাপক

উত্তর: [ক] সম্পূর্ণ অস্থিতিস্থাপক

২৯. উদ্দীপক থেকে অঙ্কিত চাহিদা রেখাটি হবে-

[ক] বাম থেকে ডানে নিম্নগামী

[খ] বাম থেকে ডানে ঊর্ধ্বগামী

[গ] লম্ব অক্ষের সমান্তরাল

[ঘ] ভূমি অক্ষের সমান্তরাল

উত্তর: [গ] লম্ব অক্ষের সমান্তরাল

৩০. অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?

[ক] দুষ্প্রাপ্যতা

[খ] নির্বাচন

[গ] চাহিদা

[ঘ] যোগান

উত্তর: [ক] দুষ্প্রাপ্যতা

Leave a Comment