Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ
আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইংরেজি গ্রামারের Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করবো।
Gender কাকে বলে
Gender-এর বাংলা অর্থ লিঙ্গ। Gender নির্দেশ করে কোন noun বা pronoun পুরুষ, স্ত্রী, ক্লীব না উভয় লিঙ্গ।
Gender কত প্রকার ও কি কি
Gender এর প্রকারভেদ : Gender চার প্রকার ।
যথা :-
Masculine Gender (পুং-লিঙ্গ
Feminine Gender (স্ত্রীলিঙ্গ)
Common Gender (উভয় লিঙ্গ)
Neuter Gender (ক্লীবলিঙ্গ)
Masculine Gender (পুং-লিঙ্গ) কাকে বলে
Masculine Gender (পুং-লিঙ্গ):
————————–
যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender বা পুং-লিঙ্গ বলে ।
যেমন : Man, Father, Brother, Boy, Husband, Kamal, Jamal, Son, Uncle ইত্যাদি ।
Feminine Gender (স্ত্রীলিঙ্গ) কাকে বলে
Feminine Gender (স্ত্রীলিঙ্গ) :
————————-
যে noun বা pronoun নির্দেশ করে যে কোন প্রাণী স্ত্রী বা মেয়ে তাকে Feminine Gender বলে।
Example:
Mother (মাতা),Daughter (কণ্যা),Lioness (সিংহী)
Common Gender (উভয় লিঙ্গ) কাকে বলে
Common Gender (উভয় লিঙ্গ):
———————–
যে noun বা pronoun কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যেকোন অবস্থাকেই নির্দেশ করতে পারে তাকে Common Gender বলে।
Example:
They (তারা বা তাহারা),Teacher (শিক্ষক),Baby (শিশু)
Neuter Gender (ক্লীবলিঙ্গ) কাকে বলে
Neuter Gender (ক্লীবলিঙ্গ) :
———————–
যে noun কোন জড় বস্তুকে বোঝায় যার কোন পুরুষ বা স্ত্রী অবস্থা নেই তাকে Neuter Gender বলে।
Example:
Furniture (আসবাব পত্র)
Book (বই)
Computer (কম্পিউটার)
Gender পরিবর্তন এর নিয়ম
Rule 1:
———
কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন –
Masculine-Feminine
Father-Mother
Brother-Sister
Husband-Wife
King-Queen
Fox-Vixen
Dog-Bitch
Male-Female
Uncle-Aunt
Wizard-Witch
Bull-Cow
Lord-Lady
Sir Madam
Tailor-Seamstress
Papa-Mamma
Rule 2
——
কতগুলো noun এর শেষে “ess” যুক্ত করে Feminine Gender করতে হয়। যেমন-
Masculine – Feminine
Author – Authoress
Baron – Baroness
Count – Countess
Heir – Heiress
Peer – Peeress
Prophet – Prophetess
Steward – Stewardess
Manager – Manageress
God – Goddess
Priest – Priestess
Host – Hostess
Jew – Jewess
Lion – Lioness
Poet – Poetess
Rule 3
——-
কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন –
Masculine – Feminine
Actor – Actress
Conductor – Conductress
Hunter – Huntress
Instructor – Instructress
Songster – Songstress
Traitor – Traitors
Benefactor – Benefactress
Tiger – Tigress
Director directress – directress
Tag:Gender কাকে বলে Gender কত প্রকার ও কি কি উদাহরণ সহ, Masculine Gender (পুং-লিঙ্গ কাকে বলে, Feminine Gender (স্ত্রীলিঙ্গ) কাকে বলে,Common Gender (উভয় লিঙ্গ) কাকে বলে, Neuter Gender (ক্লীবলিঙ্গ) কাকে বলে
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)