(a) What do you mean by etiquette and good manners? (b) How do etiquette and good manners help you? (c) Which institution is best for children to learn etiquette? (d) What do you mean by social etiquette? (e) Why is it important to be well mannered and have the proper sense of etiquette?
Etiquette and Manners
শিষ্ঠাচার ও আচার-আচরণ
আমাদের সামাজিক আচরণ বর্ণনা করার জন্য দু’টি শব্দ রয়েছে- ‘etiquette’ এবং ‘manners’. প্রথমটি একটি ফরাসি শব্দ। শিষ্ঠাচার বলতে সমাজে সঠিক আচার-আচরণের নিয়মাবলীকে বোঝায়। যেকোনো সভ্যতার জন্য শিষ্ঠাচার এবং ভালো আদব-কায়দা অত্যাবশ্যক। বছরের পর বছর ধরে পৃথিবীর মহান ব্যক্তিরা শিষ্ঠাচার ও ভালো ব্যবহারের উপর গুরুত্বারোপ করে আসছেন। ভালো আচরণ তোমাকে একজন ব্যক্তি হিসেবে পরিচিত করে, যেখানে শিষ্ঠাচার তোমাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। শিষ্ঠাচার তোমাকে সমাজে ও পরিবারে সম্মান এনে দেয়। শিশুদের জন্য পরিবার হচ্ছে শিষ্ঠাচার শেখার উত্তম প্রতিষ্ঠান। এখানে শিশুরা পরিবারের অন্য সদস্যদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করতে শিখে। এখানে তারা সকল সামাজিক শিষ্ঠাচারের ভিত্তিগুলোও অনুশীলন করে। সামাজিক শিষ্ঠাচারের অর্থ হচ্ছে তুমি যেভাবে তোমার বন্ধু, প্রতিবেশী ও অপরিচিতদের সঙ্গে আচরণ কর। তুমি যদি তোমার বন্ধু ও প্রতিবেশীদের শ্রদ্ধা প্রদর্শন কর এবং তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখো, তাহলে নিঃসন্দেহে তুমি তাদের পছন্দের মানুষের তালিকায় থাকবে। তারা তোমাকে বিশ্বাস করবে এবং তোমার ব্যাপারে যত্নবান হবে। আমাদের এটা মনে রাখতে হবে যে, বর্তমানে প্রত্যেকে আমাদের পর্যবেক্ষণ করে। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ও আমাদের পরিবারেরই প্রতিনিধিত্ব করি না বরং আমরা প্রতিনিধিত্ব করি আমাদের সমাজের, আমাদের জাতির। তাই ভালো আচরণকারী হওয়া ও শিষ্ঠাচার জ্ঞান থাকাটা গুরুত্বপূর্ণ।