আসছালামু আলাইকুম? সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক বাচ্চাদের ছোট ছোট কবিতা আমরা সকলেই পছন্দ করি। এবং বাচ্চারা ও কবিতা শুনতে পছন্দ করে। ছোট বাচ্চাদের কবিতা গুলো মজার মজার হয়ে থাকে। সেই রকম মজার মজার কবিতার পিফিএফ নিয়ে আজকের আমাদের এই আর্টিকেল। এখানে আমরা শিশুদের ছড়ার বই pdf -খুকুমনির ছড়া pdf – ছোটদের কবিতা ডাউনলোড শেয়ার করবো।
শিশুদের বাংলা ছড়া
আয় রে পাখি
আয় রে পাখি লেজ ঝোলা ,
খোকন নিয়ে করে খেলা ।
খাবি – দাবি কলকলাবি
খোকাকে মোর ঘুম পাড়াবি ।
ফিং ফিঙেটি
ফিং ফিঙেটি বাবুইহাটি
কোন্খানে তোর বাসা ?
আমার যাদুর বিয়ে হবে ,
বউটি হবে খাসা !