Table of Contents

SSC Vocational Class 9-10 Syllabus: Academic year of 2025
Vocational SSC Class 9-10: কারিগরি শিক্ষা ৯ম-১০ম শ্রেণির ২০২৫ নতুন পাঠ্যসূচি পরিচিতি
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির বিষয়সমূহের সাপ্তাহিক পিরিয়ড ও নম্বর বিন্যাস এবং সিলেবাস নিম্নোক্তভাবে করা হলো:-
- এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম ও দশম শ্রেণিতে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৪০ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে।
- এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম ও দশম শ্রেণিতে প্রতি শিক্ষাবর্ষের প্রাতিষ্ঠানিক সময়কাল ৩৬ কার্য সপ্তাহ। প্রতি সপ্তাহ হবে ০৫ দিনের ও প্রতিদিন ০৮ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে।
- এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম ও দশম শ্রেণির প্রতি পিরিয়ডের সময় হবে ৪৫ মিনিট।
- তত্ত্বীয় অনুসন্ধানমূলক কাজগুলো প্রয়োজনে ব্যাবহারিক ক্লাসে সম্পন্ন করতে পারবে।
- এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম ও দশম শ্রেণির বিষয়সমূহ ও পিরিয়ড বিন্যাস সংযুক্ত ছক মোতাবেক হবে।
- জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের সিলেবাস নবম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষা ২০২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ সাল হতে কার্যকর।
If you are a student of Vocational SSC Class 9 or 10, or a guardian, teacher, or institution searching for the updated syllabus for the ২০২৫ শিক্ষাবর্ষ, then you are in the right place. এই পোস্টে আমরা শেয়ার করেছি Vocational SSC (কারিগরি শিক্ষা) ৯ম ও ১০ম শ্রেণির সকল ট্রেডের সিলেবাসের PDF ফাইল – যা আপনি এক ক্লিকে সহজেই ডাউনলোড করতে পারবেন।
The Bangladesh Technical Education Board (BTEB) has officially released the new and updated syllabus for the academic year ২০২৫. এই সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান এবং মূল্যায়ন হবে, তাই সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এটি জানা অত্যন্ত জরুরি। এই সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে কোর্স আউটলাইন, বিষয়ভিত্তিক পাঠ পরিকল্পনা, এবং প্রয়োজনীয় শিক্ষাক্রম পরিবর্তন যা বিগত বছরের তুলনায় বেশ কিছু নতুন বিষয় সংযুক্ত করেছে।
Vocational SSC Class Nine Syllabus 2025: কারিগরি শিক্ষা নবম শ্রেণির সিলেবাস বিষয়ভিত্তিক পিডিএফ ডাউনলোড করুন
Vocational SSC Class Ten Syllabus 2025: কারিগরি শিক্ষা দশম শ্রেণির সিলেবাস বিষয়ভিত্তিক পিডিএফ ডাউনলোড করুন