HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৬ ~ Exam Cares

একাদশ-দ্বাদশ শ্রেণির (ICT) আইসিটি গাইড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ষষ্ঠ অধ্যায়

Information and Communication Technology pdf download

ICT

MCQ

Question and Answer

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ব্যক্তির নাম কোন ধরনের ডেটা? [রা. বো/দি. বো. ২০২০]

ক. Text

খ. Record

গ. Number

ঘ. Value

উত্তরঃ (ক)

২. কোন সম্পর্কটি সঠিক? [দি. বো. ২০২০]

ক. কুয়েরি-বাছাই

খ. সর্টিং-খোঁজা

গ. ইনডেক্সিং-সাজানো

ঘ. সার্চিং-শনাক্ত

উত্তরঃ (গ)

৩. শর্তসাপেক্ষ ডেটা অনুসন্ধান করাকে কি বলে? [ব. বো. ’২০]

ক. মডিউল

খ. কুয়েরি

গ. সর্টিং

ঘ. ইনডেক্সিং

উত্তরঃ (খ)

৪. ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? [সি.বো. ২০২২]

ক. Size

খ. Name

গ. Face

ঘ. Font

উত্তরঃ (গ)

৫. কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? [ঢা. বো. ২০২০]

ক. টেক্সট

খ. নাম্বার

গ. কারেন্সি

ঘ. মেমো

উত্তরঃ (ঘ)

৬. ডেটাবেজের ভিত্তি কোনটি? [চ. বো. ২০২০]

ক. ফিল্ড

খ. রেকর্ড

গ. টেবিল

ঘ. কুয়েরি

উত্তরঃ (ক)

৭. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? [চ.বো. ২০২২]

ক. ১২৮

খ. ২৫৫

গ. ২৫৬

ঘ. ৫১২

উত্তরঃ (খ)

৮. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? [চ. বো. ২০২০]

ক. ফিল্ড

খ. টেবিল

গ. ডেটাবেজ

ঘ. কী ফিল্ড

উত্তরঃ (খ)

৯. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? [ঢা. বো. ২০২২]

ক. ফিল্ডে

খ. ডেটা টেবিলে

গ. রেকর্ডে

ঘ. সম্পর্কযুক্ত ফিল্ডে

উত্তরঃ (ক)

১০. কোন ধরনের ডেটাটাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিংক করা যায়? [কু. বো. ২০২২]

ক. OLE

খ. Memo

গ. Hyperlink

ঘ. Look up wizard

উত্তরঃ (গ)

১১. Name এর ভিত্তিতে A-Z সর্টেড টেবিলের রেকর্ডগুলোকে Name এর ভিত্তিতে Z-A ইনডেক্সিং করার পর মূল টেবিলে কতগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কিরূপ পরিবর্তন হবে [চ. বো. ২০২০]

ক. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে A-Z সর্টেড হবে

খ. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে Z-A সর্টেড হবে

গ. নতুন এন্ট্রিকৃত রেকর্ডগুলো আনসর্টেড থাকবে

ঘ. শুধু নতুন রেকর্ডগুলো Z-A সর্টেড হবে

উত্তরঃ (গ)

১২. ৩য় টেবিল থাকে কোন রিলেশনে? [য. বো. ২০২০]

ক. One to One

খ. One to Many

গ. Many to One

ঘ. Many to Many

উত্তরঃ (ঘ)

১৩. ডেটা এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশনের নিয়ম কোনটি? [য.বো. ’১৬]

ক. সাইবারনেট্রিক্স

খ. ক্রিপ্টোগ্রাফি

গ. ইনফরমেট্রিক্স

ঘ. সাইটোগ্রাফি

উত্তরঃ (খ)

১৪. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে? [য. বো. ২০২০]

ক. Name

খ. Address

গ. Fee

ঘ. Mobile No.

উত্তরঃ (ঘ)

১৫. ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে? [য. বো. ২০২০]

ক. Select

খ. Crosstab

গ. Parameter

ঘ. Action

উত্তরঃ (খ)

১৬. ডেটাবেজ থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়? [মা. বো. ২০২০]

ক. DBMS

খ. CAESAR

গ. SQL

ঘ. RDBMS

উত্তরঃ (গ)

১৭. ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়? [মা. বো. ২০২০]

ক. এনটিটি ও টেবিল

খ. এনটিটি সেট ও টেবিল

গ. টেবিল ও কলাম

ঘ. এট্রিবিউট ও ফিল্ড

উত্তরঃ (ঘ)

১৮. ‘Name’ কোন ধরনের ডেটা? [রা. বো. ২০২০]

ক. Logical

খ. Number

গ. Text

ঘ. Curency

উত্তরঃ (গ)

১৯. ‘SQL’ এর পূর্ণরূপ কোনটি? [রা. বো. ২০২০]

ক. Search and Query Language

খ. Simulation for Query Laqnguage

গ. Standard Query Language

ঘ. Structured Query Language

উত্তরঃ (ঘ)

২০. SQL এর পূর্ণরূপ- [ব.বো. ২০২২]

ক. Sequential Query Language

খ. Structured Query Language

গ. Serial Query Language

ঘ. Select Query Language

উত্তরঃ (খ)

২১. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি.বো. ২০২২]

ক. Delete data

খ. Delete

গ. Delete record

ঘ. Delete row

উত্তরঃ (ঘ)

২২. ডেটাবেজ মানে হল-

ক. উপাত্ত ঘাঁটি

খ. উপাত্ত বিন্যাস

গ. উপাত্ত সর্টিং

ঘ. উপাত্ত সার্চিং

উত্তরঃ (ক)

২৩. ডেটা টেবিলে ঘঁসবৎরপ ফিল্ড কী ধরনের?

ক. সংখ্যা

খ. টেক্সট

গ. বর্ণ

ঘ. যুক্তিমূলক

উত্তরঃ (ক)

২৪. ডেটা টেবিলের মধ্যে ব্যাক্তির ‘নাম’ কোন ধরনের ডেটা?

ক. Date/Time

খ. Number

গ. Text

ঘ. Currency

উত্তরঃ (গ)

২৫. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

ক. ডেটাবেজ সফটওয়্যার

খ. স্প্রেডশিট সফটওয়্যার

গ. প্রেজেন্টেশন সফটওয়্যার

ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

উত্তরঃ (ক)

২৬. ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?

ক. ফিল্ড

খ. রেকর্ড

গ. ডেটাবেজ

ঘ. ফাইল

উত্তরঃ (গ)

২৭. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?

ক. ওরাকল

খ. পাইথন

গ. এ্যাডা

ঘ. নোটপ্যাড

উত্তরঃ (ক)

২৮. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? [সি.বো. ২০২২]

ক. প্লেইন টেক্সট

খ. সাইফার টেক্সট

গ. এলগরিদম

ঘ. প্যারিটি বিট

উত্তরঃ (ঘ)

২৯. ডেটাবেজ এর প্রাণ হলো- [মা.বো. ২০২২]

ক. টেবিল

খ. রের্কড

গ. ফাইল

ঘ. ফিল্ড

উত্তরঃ (ক)

৩০. নিচের কোনটি DBMS এর উদাহরণ?

ক. MS DOS

খ. MS EXCEL

গ. C++

ঘ. MS ACCESS

উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ নং প্রশ্নের উত্তর দাও:

আবু হানিফ মোছাল্লী সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয়। সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়।

৩১. উদ্দীপকে উল্লেখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? [ঢা. বো. ২০২২]

ক. ওয়ার্ড প্রসেসিং

খ. ওয়েবপেজ

গ. প্রোগ্রামিং

ঘ. ডেটাবেজ

উত্তরঃ (ঘ)

৩২. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক?

ক. লজিক্যাল

খ. অটোনাম্বার

গ. ইউনিক বা স্বতন্ত্র

ঘ. ক্রমানুযায়ী সাজানো

উত্তরঃ (গ)

৩৩. রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক কে?

ক. George Boole

খ. Marshall Mcluhan

গ. R. F. Feynman

ঘ. E.F Codd

উত্তরঃ (ঘ)

৩৪. Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কিরূপ? [দি.বো. ২০২২]

ক. one to one

খ. one to many

গ. many to one

ঘ. many to many

উত্তরঃ (ক)

৩৫. একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলো রোল, নাম, বিভাগ, ঠিকানা। এক্ষেত্রে প্রাইমারি কী কোনটি?

ক. ঠিকানা

খ. রোল

গ. নাম

ঘ. বিভাগ

উত্তরঃ (খ)

৩৬. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে? [ঢা. বো. ২০২২]

ক. নাম

খ. মোবাইল

গ. পরীক্ষার ফি

ঘ. ঠিকানা

উত্তরঃ (খ)

৩৭. নিম্নের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার? [রা. বো. ২০২২]

ক. MS-Power point

খ. MS-Word

গ. MS-Excell

ঘ. MS-Access

উত্তরঃ (ঘ)

৩৮. নিচের কোনটি ফরেন কী, যখন একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Academic, Year এবং অপর একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Marks, Grade?

ক. Marks

খ. Academic Year

গ. Roll

ঘ. Grade

উত্তরঃ (গ)

৩৯. একটি টেবিলে প্রাইমারি কী কয়টি থাকতে পারে?

ক. একটি

খ. দুটি

গ. তিনটি

ঘ. পাঁচটি

উত্তরঃ (ক)

৪০. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোঁজ করার জন্য কী ব্যবহার করতে হয়?

ক. কুয়েরি

খ. সার্চিং

গ. রিলেশন

ঘ. ইন্ডেক্স

উত্তরঃ (ক)

৪১. নাম (Name) ফিল্ড প্রাইমারি কী নয় কেন?

ক. একাধিক ব্যক্তির একই নাম হতে পারে

খ. একই ব্যক্তির নাম মাত্র একটি

গ. নাম অ্যাট্রিবিউট বহির্ভুত

ঘ. ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম সবসময় ভিন্ন ভিন্ন

উত্তরঃ (ক)

৪২. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. ছয়টি

উত্তরঃ (ক)

৪৩. ভিন্ন ভিন্ন ডেটা টেবিলগুলোকে একত্র করে ডেটা সঞ্চালন করার জন্য কী প্রয়োজন?

ক. ভিন্ন ভিন্ন টেবিলে ডেটা এন্ট্রি করা

খ. টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করা

গ. টেবিলের নিরাপত্তা বিধান করা

ঘ. টেবিলগুলোর মধ্যে কুয়েরি করা

উত্তরঃ (খ)

৪৪. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?

ক. DB-2

খ. MYSQL

গ. MS Access

ঘ. SQL Server

উত্তরঃ (গ)

৪৫. রিলেশনাল ডেটাবেজ ডেটাকে নিম্নলিখিত কোন উপায়ে সংরক্ষণ করা হয়?

ক. XML

খ. FILE

গ. TABLE

ঘ. HTML

উত্তরঃ (গ)

৪৬. ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বো. ২০২০]

ক. এনক্রিপশন

খ. প্লেইন টেক্সট

গ. সর্টিং

ঘ. ইন্ডেক্সিং

উত্তরঃ (ক)

৪৭. Microsoft Access ডেটাবেজ উইন্ডোর ট্যাব হলো- [সি.বো. ২০২২]

i. Table

ii. Macros

iii. Design

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৪৮. কোন টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি key বলা হয় কেন? [য.বো. ২০২২]

ক. Roll ফিল্ডটি সংখ্যা দিয়ে লেখা

খ. একাধিক ছাত্রের একই Roll হতে পারে না

গ. Roll ফিল্ড পরিবর্তনশীল

ঘ. প্রতি Roll কে value বলে

উত্তরঃ (খ)

৪৯. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? [য.বো. ২০২২]

ক. Georlge Boole

খ. Marshall McLuhan

গ. Korel Capek

ঘ. E.F. Codd

উত্তরঃ (ঘ)

৫০. কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে- [চ.বো. ২০২২]

i. QBE

ii. SQL

iii. QUEL

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৫১. পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত ডেটাবেজকে বলা হয়-

ক. সম্পর্কযুক্ত ডেটাবেজ

খ. নিরীক্ষত ডেটাবেজ

গ. গুচ্ছ ডেটাবেজ

ঘ. অনিয়ন্ত্রিত ডেটাবেজ

উত্তরঃ (ক)

৫২. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই?

ক. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে কম মেমোরি দখল করে

খ. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে বেশি মেমোরি দখল করে

গ. সব ফিল্ড সর্ট করা যায় না

ঘ. ডেটা সর্ট করার প্রয়োজন হয়ে যায় না

উত্তরঃ (খ)

৫৩. কোনটি RDBMS নয়?

ক. DB-2

খ. C++

গ. SQL

ঘ. MySQL

উত্তরঃ (খ)

৫৪. একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? [সি.বো. ২০২২]

ক. One to one

খ. One to many

গ. Many to one

ঘ. Many to many

উত্তরঃ (খ)

৫৫. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? [দি.বো. ২০২২]

ক. বর্ণ→ ফিল্ড → রেকর্ড→ ডেটাবেজ

খ. ফিল্ড→ রেকর্ড→ টেবিল→ ডেটাবেজ

গ. রেকর্ড → ফিল্ড → তথ্য → ডেটাবেজ

ঘ. রেকর্ড → ফিল্ড → বর্ণ → ডেটাবেজ

উত্তরঃ (খ)

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও:

৫৬. কুয়েরি হলো-

ক. ডেটাবেজ আপডেট রাখা

খ. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা

গ. ডেটাবেজ থেকে কিছু খুঁজে বের করা

ঘ. ডেটাবেজ ফাইল সাজানো

উত্তরঃ (গ)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর অধ্যায়-০১ একাদশ-দ্বাদশ শ্রেণি HSC ICT MCQ Question and Answer Chapter-6

৫৭. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA=5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড “SELECT NAMEএর পরের অংশ কোনটি?

ক. WHERE “GPA” = “5.0;

খ. WHERE “GPA” , “5.0

গ. WHERE GPA = ” 5.0;

ঘ. WHERE “GPA” = “5.0

উত্তরঃ (গ)

৫৮. “UPDATE” কোন কুয়েরির অন্তর্ভূক্ত? [রা. বো. ২০২২]

ক. Select

খ. Parameter

গ. Crosstab

ঘ. Action

উত্তরঃ (ক)

৫৯. শর্তসাপেক্ষ ডেটাবেজ থেকে কোন ডেটা খুঁজে বের করাকে কী বলা হয়?

ক. সর্টিং

খ. কুয়েরি

গ. সার্চিং

ঘ. ইন্ডেক্সিং

উত্তরঃ (খ)

৬০. কুয়েরি ব্যবহার করে করা যায়-[ব.বো. ২০২২]

i. Data Input

ii. Data Update

iii. Data Delete

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৬১. ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার বিষয় হলো-

ক. ফটোগ্রাফি

খ. ক্রিপ্টোগ্রাফি

গ. ইনফরমেটিক্স

ঘ. টেরাগ্রাফি

উত্তরঃ (খ)

আইসিটি বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি | ICT mcq question and answer for Class 11-12 | HSC ICT Guide MCQ with Answer.

৬২. ডিবিএমএস ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়- [ঢা. বো. ২০২২]

i. রিপোর্ট তৈরিতে

ii. বায়োডেটা তৈরিতে

iii. রেকর্ড অনুসন্ধানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (খ)

৬৩. ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া হলো- [কু. বো. ২০২২]

i. সর্টিং

ii. ইনডেক্সিং

iii. কুয়েরিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ক)

৬৪. RDBMS-এর বৈশিষ্ট্য হচ্ছে- [ব. বো. ২০২০]

i. নানা ধরনের চার্ট ব্যবহার করা যায়

ii. অবজেক্টের জন্য OLE টাইপ ব্যবহার করা যায়

iii. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৬৫. ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলো- [ব. বো. ২০২০]

i. প্লেইনটেক্সট

ii. সাইফার টেক্সট

iii. কী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ক)

৬৬. প্রাইমারী কী হিসাবে বব্যহৃত হতে পারে- [কু. বো. ২০২০]

i. Roll

ii. Name

iii. GPA

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. i ও ii

ঘ. ii ও iii

উত্তরঃ (ক)

৬৭. DBMS এর কাজ হচ্ছে- [কু. বো. ২০২০]

i. ডেটাবেজ নতুন কেরর্ড অন্তর্ভূক্ত করা

ii. অপ্রয়োজনীয় ফাইল মুঝে ফেলা

iii. কাঙিক্ষত রেকর্ড খোঁজা

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i ও ii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

HSC ICT MCQ pdf download

৬৮. সর্টিং হচ্ছে- [কু. বো. ২০২০]

i. ডেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো

ii. ডেটাকে মানের নিমণক্রমে সাজানো

iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ক)

৬৯. ইন্ডেক্স করা যায়- [সি.বো. ২০২২]

i. একটি ফিল্ডের উপর

ii. দুইটি ফিল্ডের উপর

iii. একাধিক ফিল্ডের উপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i,iiও iii

উত্তরঃ (ঘ)

৭০. ডেটাবেজ সফ্টওয়্যারের সাহায্যে তৈরি করা যায়- [ঢা.বো.২০২০]

i. বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

ii. ডেটা প্রদানের ইন্টারফেস

iii. প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৭১. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর প্রধান কাজ হচ্ছে-

 [চ. বো. ২০২০]

i. ডেটাবেস তৈরি করা

ii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করা

iii. রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৭২. যদি ডেটাবেজে প্রচুর তথা সংরক্ষত থাকে তবে- [রা. বো. ২০২০]

i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন

ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়

iii. ডেটা খুঁজে বের করার সময় সাপেক্ষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii, ও iii

উত্তরঃ (খ)

৭৩. ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে-

i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায়

ii. কাঙিক্ষত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়

iii. প্রয়োজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৭৪. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে –

i. এক বা একাধিক ডেটাটেবিল, কুয়েরি

ii. ফর্ম, রিপোর্ট

iii. ম্যাক্রো এবং মডিউল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৭৫. ডেটাবেজে Property-এর বিভিন্ন অংশ হলো –

i. Size

ii. Format

iii. Caption

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৭৬. Auto Number টাইপের ডেটা দ্বারা-

i. ডেটাবেজকে অন্যান্য প্রোগ্রামে নেয়া যায়

ii. অন্যান্য প্রোগ্রামকে ডেটাবেজে আনা যায়

iii. স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও iii

উত্তরঃ (গ)

আইসিটি অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি | ICT mcq question and answer for Class 11-12 | HSC ICT Guide MCQ with Answer.

নিচের উদ্দীপকের আলোকে ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও:

৭৭. উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কী হতে পারে- [দি. বো. ২০২০]

i. নাম

ii. রোল নং

iii. রেজিঃ নং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (গ)

৭৮. যে রোল নম্বরগুলো A পেয়েছে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে? [দি. বো. ২০২০]

ক. সর্টিং

খ. সার্চিং

গ. ইনডেক্সিং

ঘ. কুয়েরি

উত্তরঃ (ঘ)

নিচের টেবিল দুটি দেখ এবং ৭৯ ও ৮০নং প্রশ্নের উত্তর দাও:

টেবিল-২

৭৯. টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান? [ব. বো. ২০২০]

ক. One to One

খ. One to Many

গ. Many to One

ঘ. Many to Many

উত্তরঃ (ক)

৮০. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? [ব. বো. ২০২০]

i. Text

ii. Number

iii. Date/Time

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপক অনুসারে ৮১ ও ৮২নং প্রশ্নের উত্তর দাও:

৮১ টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের? [ব.বো. ২০২২]

ক. One to one

খ. One to many

গ. Many to one

ঘ. Many to many

উত্তরঃ (ক)

৮২. -A এর Dist ফিল্ডের উপর A → Z সর্টিং করলে

Roll ফিল্ডের মানের ক্রম হবে- [ব.বো. ২০২২]

ক. 2, 3, 4, 1

খ. 4, 2, 1, 3

গ. 3, 1, 2, 4

ঘ. 4, 3, 2, 1

উত্তরঃ (খ)

নিচের উদ্দীপকের আলোকে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:

৮৩. উদ্দীপকে যাদের বেতন 30,000 টাকা এর উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে? [কু. বো. ২০২২]

ক. সার্চিং

খ. সর্টিং

গ. ইনডেক্সিং

ঘ. কুয়েরি

উত্তরঃ (ঘ)

৮৪. উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে- [কু. বো. ২০২২]

i. E_ID

ii. NAME

iii. MOBILE No

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (খ)

উদ্দীপকটি পড় এবং ৮৫ ও ৮৬নং প্রশ্নের উত্তর দাও:

৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল, নাম জন্ম তারিখ এবং GPA নাকক চারটি ফিল্ড আছে।

৮৫. উদ্দীপকে কতটি রেকর্ড-এর উল্লেখ রয়েছে? [কু. বো. ২০২০]

ক. ৪

খ. ৪০

গ. ৬০

ঘ. ১০০

উত্তরঃ (ঘ)

৮৬. কুয়েরি বলতে কী বুঝ? [ঢা. বো. ২০২০]

ক.ডেটাবেজে ডেটা সবসময় আপডেট রাখা

খ. ডেটাবেজে ফাইলসমূহ যথাযথ সংরক্ষণ করা

গ. প্রয়োজনমাফিক ডেটা সরবরাহ করা

ঘ. ডেটাবেজের টেবিলসমূহ সাজিয়ে রাখা।

উত্তরঃ (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:

কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam এবং ব্যক্তিগত তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয়েছে।

৮৭. উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক? [চ.বো. ২০২২]

ক. Name

খ. Roll

গ. Salary

ঘ. Age

উত্তরঃ (খ)

৮৮. Roll ফিল্ডের ডেটা টাইপ হতে পারে- [চ.বো. ২০২২]

i. byte

ii. text

iii. integer

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (গ)

নিচের টেবিল দুটি দেখ এবং ৮৯ ও ৯০নং প্রশ্নের উত্তর দাও:

টেবিল-২

৮৯. উদ্দীপকের ১নং টেবিলের ১নং ফিল্ডের বৈশিষ্ট্য হতে পারে —  [ঢা. বো. ২০২০]

i. ডুপ্লিকেট মান বিরুদ্ধ

ii. ডেটা টাইপ অটো নাম্বার

iii. ইন্ডেক্সিং সুবিধা সম্বলিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ঘ)

৯০. উদ্দীপকের টেবিলদ্বয়ের রিলেশনশীপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? [ঢা. বো. ২০২০]

ক. টেবিলদ্বয়ের ১ নং ফিল্ড সমজাতীয় হতে হবে

খ. Roll ফিল্ডদ্বয় সমবৈশিষ্ট্যের হতে হবে

গ. Roll ফিল্ডের ডেটাসমূহ ভিন্ন ভিন্ন হতে হবে

ঘ. টেবিল-২ তে নতুন ফিল্ড যুক্ত করতে হবে

উত্তরঃ (ক)

নিচের উদ্দীপকের আলোকে ৯১ ও ৯২ প্রশ্নের উত্তর দাও:

রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS ব্যবহারের সিদ্ধান্ত নেন।

৯১. উদ্দীপকে উল্লিখিত কাজ কোনটির সাহায্যে সহজে করা যায়? [য. বো. ২০২০]

ক. MS Excel

খ. MS Access

গ. MS Word

ঘ. HTML.

উত্তরঃ (খ)

৯২. বেতন ২০,০০০ টাকার অধিক বুঝাতে কোনটি ব্যবহার করতে হবে? [য. বো. ২০২০]

ক. = < ২০,০০০

খ. > ২০,০০০

গ. >= ২০,০০০

ঘ. < ২০,০০০

উত্তরঃ (খ)

৯৩. ডেটাবেজ-এ কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয়? [মা. বো. ২০২০]

ক. ইনডেক্স বক্সফাইল আপডেট হয়

খ. সর্ট করা ফাইল আপডেট হয়

গ. নতুন করে ইনডেক্স করতে হয়

ঘ. রেকর্ডগুলোর অ্যাড্রেস সাজানো হয়

উত্তরঃ (ক)

৯৪. প্রত্যেকটি এট্রিবিউটে যে মান থাকে তাকে কী বলে? [মা. বো. ২০২০]

ক. ভ্যালু

খ. রেকর্ড

গ. ফিল্ড

ঘ. ডেটা

উত্তরঃ (ক)

উদ্দীপকটি পড় এবং ৯৫ ও ৯৬নং প্রশ্নের উত্তর দাও:

একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে আগ্রহী। তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি কয়ে এবং সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।

৯৫. উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে? [রা. বো. ২০২০]

ক. Oracle

খ. Nexus

গ. firefox

ঘ. Paseat

উত্তরঃ (ক)

৯৬. উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটতে পারে? [রা. বো. ২০২০]

ক. জনবল বাড়াতে হবে

খ. তথ্য ব্যবস্থাপনার খরচ বৃদ্ধি পাবে

গ. চাহিদা মাফিক রিপোর্ট পাবে

ঘ. নিরাপত্তা বিঘ্নিত হবে

উত্তরঃ (গ)

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৭ ও ৯৮নং প্রশ্নের উত্তর দাও।

একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষত আছে। প্রতিটি ছাত্রের নাম, রোল নাম্বার, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

৯৭. উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি?

ক. ৪টি

খ. ২৫টি

গ. ২০০টি

ঘ. ৪০০টি

উত্তরঃ (গ)

৯৮. রোল নম্বর ফিল্ডটি হতে পারে –

i. Text type

ii. Numeric type

iii. Logical

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (খ)

নিচের উদ্দীপকটি পড়ে ৯৯ ও ১০০নং প্রশ্নের উত্তর দাও।

আবু হানিফ মোছাল্লী সাহেব তার প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাব-নিকাশ খাতা-কলমের মাধ্যমে সম্পন্ন করে। এতে করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই তিনি ডেটাবেজ ব্যবহার করার সিদ্ধান্ত নেন।

৯৯. উদ্দীপকে উল্লিখিত কাজ কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করতে হলে আবু হানিফ মোছাল্লী সাহেবকে কোন সফ্টওয়্যারটি ব্যবহার করতে হবে?

ক. MS-Power point

খ. MS-Excel

গ. MS-Access

ঘ. MS-Word

উত্তরঃ (গ)

১০০.আবু হানিফ মোছাল্লী সাহেব ডেটাবেস সফ্টওয়্যারটি ব্যবহার করলে যেসব সুবিধা পাবে-

i. রিপোর্ট তৈরি

ii. রেকর্ড অনুসন্ধান

iii. বায়ো-ডেটা তৈরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ (ক)

নিচের উদ্দীপকটি পড় এবং ১০১ ও ১০২নং প্রশ্নের উত্তর দাও:

১০১. উদ্দীপকে “A” কে কী বলে? [দি.বো. ২০২২]

ক. রেকর্ড

খ. ফিল্ড

গ. ডেটা

ঘ. টেবিল

উত্তরঃ (গ)

১০২. টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? [দি.বো. ২০২২]

ক. Text

খ. Number

গ. Date/time

ঘ. Memo

উত্তরঃ (খ)

Leave a Comment