১. প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম কী?
✅ অনুভূতি
[খ] আগ্রহ
[গ] অভিজ্ঞতা
[ঘ] আবেগ
২. মানুষকে তার নির্দিষ্ট লক্ষে পরিচালিত করে কোনটি?
[ক] আবেগ
[খ] জ্ঞান
✅ প্রেষণা
[ঘ] বুদ্ধি
৩. কোনটির জন্য মানুষের কর্মস্পৃহা পরিলক্ষিত হয়?
[ক] সংবেদন
✅ প্রেষণা
[গ] প্রত্যক্ষণ
[ঘ] আবেগ
৪. কোনটি না থাকা মানে মানুষের জীবন নিষ্ক্রিয় হয়ে যাওয়া?
[ক] প্রত্যক্ষণ
[খ] আবেগ
[গ] বুদ্ধি
✅ প্রেষণা
৫. মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কীসের উপর নির্ভরশীল?
[ক] বুদ্ধির উপর
✅ প্রেষণার উপর
[গ] শিক্ষণের উপর
[ঘ] আবেগের উপর
৬. প্রেষণা শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
[ক] Motion
✅ Motive
[গ] Desire
[ঘ] Need
৭. ‘যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে তাকে প্রেষণা বলে’- সংজ্ঞাটি কার?
[ক] জন সি রাচ
[খ] ক্রাইডার
✅ জন এল. ভোগেল
[ঘ] সলোমন
৮. ব্যাপকার্থে, প্রেষণাকে আচরণের কারণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সংজ্ঞাটি দিয়েছেন কোন বিজ্ঞানী?
[ক] ক্লাইডার
[খ] গোথালস
[গ] জন এল. ভোগেল
✅ উইলিয়াম বাসকিস্ট
৯. প্রাণীরা জীবনে যা কিছু করে সবকিছুর মৌলিক উৎস কোনটি?
[ক] শিক্ষণ
✅ প্রেষণা
[গ] জ্ঞান
[ঘ] স্মৃতি
১০. প্রেষণা চক্র প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি?
[ক] অভাববোধ
[খ] উদ্দেশ্য সাধন
[গ] করণ আচরণ
✅ তাড়না
১১. প্রেষণা চক্রের সর্বশেষ ধাপ কোনটি?
[ক] তাড়না
[খ] অভাববোধ
✅ উদ্দেশ্য সাধন
[ঘ] করণ আচরণ
১২. প্রেষণা কী?
[ক] একটি স্থির অবস্থা
✅ একটি গতিশীল অবস্থা
[গ] একটি আবেগীয় অবস্থা
[ঘ] একটি উদ্দেশ্যমূলক অবস্থা
১৩. প্রেষণা কীসের আকারে আবর্তিত হয়?
[ক] গোলাকারে
[খ] ত্রিকোণাকারে
✅ চক্রাকারে
[ঘ] সমান্তরালে
১৪. কোন ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে কেমন হয়ে উঠে?
[ক] শান্ত
✅ চঞ্চল
[গ] নির্বোধ
[ঘ] চালাক
১৫. অভাববোধ থেকে কোনটি তৈরি হয়?
[ক] উদ্দেশ্য সাধনের চেষ্টা
[খ] করণ আচরণ
[গ] শিক্ষণ
✅ তাড়না
১৬. উত্তেজনা উপশম করার জন্য প্রাণী যে আচরণ করে, তাকে কী বলে?
✅ করণ আচরণ
[খ] তাড়না
[গ] প্রেষিত আচরণ
[ঘ] উদ্দেশ্য সাধন
১৭. প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় কোনটি?
[ক] তাড়না
✅ উদ্দেশ্য সাধন
[গ] করণ আচরণ
[ঘ] অভাববোধ
১৮. নিচের কোনটি প্রেষিত আচরণের বৈশিষ্ট্য?
✅ উদ্দেশ্যমূলক
[খ] বহুমুখী
[গ] উদ্দেশ্যহীন
[ঘ] অসামাজিক
১৯. প্রেষিত আচরণ কীসের থেকে সৃষ্টি হয়?
[ক] অভাববোধ
✅ খ্যাতি
[গ] রক্তের চাপ
[ঘ] পরিবেশের থেকে
২০. কোনটি প্রেষিত আচরণ?
[ক] চোখের পাতা বন্ধ করা
[খ] হাঁচি দেওয়া
[গ] হাইতোলা
✅ উদ্দেশ্য প্রণোদিত
২১. নিচের কোনটি প্রতিবর্তী ক্রিয়া?
[ক] খাওয়া
[খ] হাঁটা
✅ হাঁচি দেওয়া
[ঘ] ঘুমানো
২২. কীসের মাধ্যমে প্রেষণার উপস্থিতি টের পাওয়া যায়?
[ক] অভ্যন্তরীণ আচরণের মাধ্যমে
✅ বাহ্যিক আচরণের মাধ্যমে
[গ] কথা বলার মাধ্যমে
[ঘ] মুখম-ল দেখে
২৩. কোনটি প্রাণীকে তার অভাব পূরণ করতে তাড়িত করে?
[ক] খ্যাতি
[খ] ক্ষমতা
[গ] সম্মান
✅ অভাববোধ
২৪. ক্রন্দ্রনরত ক্ষুধার্ত শিশুকে শুধু খাবার দিয়েই কান্না থামানো যায়, এটি কোন ধরনের প্রেষণার উদাহরণ?
[ক] উদ্দেশ্যমূলক
[খ] ভারসাম্য সংস্থাপক
✅ নির্বাচনমূলক
[ঘ] গন্তব্যস্থলাভিমুখী
২৫. ক্ষুধার্ত ইদুরকে খাবার দিলে খাবার খায়, কিন্তু পানি দিলে তা গ্রহণ করেনা- এটি প্রেষণার কোন বৈশিষ্ট্য?
[ক] ভারসাম্য সংস্থাপক
✅ নির্বাচনমূলক
[গ] উদ্দেশ্যমূলক
[ঘ] গন্তব্যস্থলাভিমুখী
২৬. শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
[ক] ৯৬.২°F
✅ ৯৮.৪°F
[গ] ৯৯.৪°F
[ঘ] ১০০°F
২৭. অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার জন্য শরীরের প্রত্যেকটি উপাদান কেমন থাকা দরকার?
[ক] বেশি মাত্রায়
[খ] কম মাত্রায়
[গ] সমান মাত্রায়
✅ নির্দিষ্ট মাত্রায়
২৮. ক্ষুধার সাথে রক্তের শর্করার সম্পর্ক নির্ণয় করেছেন কোন বিজ্ঞানী?
✅ Cuckhardt
[খ] Thompson
[গ] Andersson
[ঘ] Stricker
২৯. Cuckhardt এবং Carlson কত সালে ক্ষুধার সাথে রক্তের শর্করার সম্পর্ক নির্ণয় করেন?
[ক] ১৯৩৫
[খ] ১৯০৯
✅ ১৯১৫
[ঘ] ১৯৩৩
HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.
৩০. প্রাণীর জৈবিক অস্তিত্ব থেকে যেসব প্রেষণার উদ্ভব হয়, তাকে কোন ধরনের প্রেষণা বলে?
[ক] Viscerugenic
[খ] Psychogenic
✅ Physiological
[ঘ] Social
৩১. কোনটি জৈবিক প্রেষণার উদাহরণ?
[ক] খ্যাতি
[খ] যশ
[গ] অর্থ
✅ ক্ষুধা
৩২. প্রাণীর জন্মগত এবং কোনরূপ শিক্ষণ ব্যতীত উৎপন্ন হয় কোন প্রেষণা?
✅ জৈবিক প্রেষণা
[খ] সামাজিক প্রেষণা
[গ] সাধারণ প্রেষণা
[ঘ] অর্জিত প্রেষণা
৩৩. মুখ্য প্রেষণা বলা হয় কোনটিকে?
[ক] অর্জিত প্রেষণাকে
[খ] সাধারণ প্রেষণাকে
[গ] সামাজিক প্রেষণাকে
✅ জৈবিক প্রেষণাকে
৩৪. পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে যে প্রাণী ক্ষুধার তাড়না অনুভব করে, কে বলেছেন?
[ক] Cuckhardt
[খ] Thompson
✅ Tsang
[ঘ] Andersson
৩৫. ক্ষুধার্ত কুকুরের রক্ত স্বাভাবিক কুকুরে প্রবেশ করিয়ে পরীক্ষা করেন কে?
[ক] Tsang
[খ] Thompson
[গ] Stricker
✅ Cuckhardt
৩৬. কোন বিজ্ঞানী বলেন খাবার খাওয়া নিয়ন্ত্রিত হয় স্নায়বিক এবং হরমোনগত লুপ দ্বারা?
[ক] Mayer
[খ] Miller
✅ Thompson
[ঘ] Keesey
৩৭. স্নায়বিক এবং হরমোনগত লুপ কোনটির ভিতর দিয়ে চলে গিয়েছে?
[ক] এমিগডালা
[খ] থ্যালামাস
[গ] গুরুমস্তিষ্ক
✅ হাইপোথ্যালামাস
৩৮. Thomas সামাজিক প্রেষণাকে কতটি মৌলিক শ্রেণিতে ভাগ করেছেন?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি
৩৯. সামাজিক প্রেষণা তৈরি হয় কোথায় থেকে?
[ক] কর্মজীবন থেকে
[খ] পারিবারিক জীবন থেকে
✅ সমাজ জীবন থেকে
[ঘ] বাহ্যিক পরিবেশ থেকে
৪০. কোনটি গোষ্ঠীগত প্রেষণা?
[ক] ব্যক্তির পছন্দ
[খ] ব্যক্তির রুচি
[গ] ব্যক্তির অভিমত
✅ একত্রে বসবাস করার বাসনা
৪১. Murray কতটি সামাজিক প্রেষণার কথা বলেছেন?
[ক] ১৭টি
✅ ২০টি
[গ] ২৫টি
[ঘ] ৩০টি
৪২. নিরাপত্তা কোন ধরনের প্রেষণা?
[ক] জৈবিক
[খ] অর্জিত
✅ সামাজিক
[ঘ] সাধারণ
৪৩. যূথচারিতা জন্মগতভাবে কোন ধরনের প্রেষণা?
✅ অর্জিত
[খ] জৈবিক
[গ] সামাজিক
[ঘ] সাধারণ
৪৪. সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছা কী?
[ক] যূথচারিতা
✅ কৃতি প্রেষণা
[গ] স্বীকৃতির চাহিদা
[ঘ] পদমর্যাদার চাহিদা
৪৫. কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন কে?
[ক] ক্রাইভার
[খ] গোহালস্
✅ হেনরী মারে
[ঘ] সলোমন
৪৬. প্রাণীর আলোড়িত অবস্থাকে কী বলে?
[ক] প্রেষণা
[খ] অভিজ্ঞতা
[গ] অনুভূতি
✅ আবেগ
৪৭. আবেগহীন মানুষ কীসের মতো?
[ক] পশুর মতো
[খ] বনমানুষের মতো
[গ] পাখির মতো
✅ যন্ত্রের মতো
৪৮. আচরণে উত্তেজনা, অস্থিরতা, চঞ্চলতা, তীব্রতার যে তারতম্য ঘটে তার মূলে রয়েছে কোনটি?
[ক] প্রেষণা
[খ] বুদ্ধি
✅ আবেগ
[ঘ] শিক্ষণ
৪৯. আবেগের উদাহরণ কোনটি?
[ক] হাঁটা
[খ] গান গাওয়া
[গ] খেলা করা
✅ ক্রোধ
৫০. Emovere শব্দটি কোন দেশি শব্দ?
✅ ল্যাটিন শব্দ
[খ] গ্রিক শব্দ
[গ] ফারসি শব্দ
[ঘ] জার্মান শব্দ
৫১. Emovere অর্থ কী?
[ক] প্রকাশ করা
✅ বাইরে পরিচালিত করা
[গ] কান্না করা
[ঘ] রেগে যাওয়া
৫২. শাব্দিক অর্থে একটি আলোড়িত বা উত্তেজিত অবস্থাকে কী বলে?
[ক] প্রেষণা
[খ] শিক্ষণ
✅ আবেগ
[ঘ] সংবেদন
৫৩. মনোবিজ্ঞানিগণ আবেগের কয়টি উপাদানের পার্থক্য করেন?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
৫৪. আবেগ হলো একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা কোন বিজ্ঞানী বলেছেন?
[ক] ক্রাইডার
[খ] সলোমন
✅ জন. সি. রাচ
[ঘ] ওয়াইনী ওয়াইটেল
৫৫. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে কতভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে
৫৬. সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী?
[ক] নিষ্ক্রিয়
[খ] সক্রিয়
✅ উত্তেজকধর্মী
[ঘ] দ্বিমের বিশিষ্ট
৫৭. আবেগের মধ্যস্থতাকারী কোনটি?
[ক] লঘু মস্তিষ্ক
[খ] থ্যালামাস
✅ এমিগ্ডালা
[ঘ] পিটুইটারি গ্রন্থি
৫৮. সুমার্জিত ও অর্থপূর্ণ আবেগের জন্য কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
✅ মস্তিষ্ক আবরণ
[খ] গুরু মস্তিষ্ক
[গ] লঘু মস্তিষ্ক
[ঘ] থ্যালামাস
৫৯. আবেগময় আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
[ক] পিটুইটারি গ্রন্থি
✅ মস্তিষ্ক আবরণ
[গ] অধঃমস্তিষ্ক
[ঘ] কর্পাস ক্যালোসাম
HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.
৬০. এভারেস্ট বিজয় করেছেন কোন জন?
✅ হিলারী
[খ] ভাস্কো -ডা-গামা
[গ] মার্কনী
[ঘ] ক্লেইন
৬১. আমেরিকা আবিষ্কার করেন কে?
[ক] জেরার্ড
[খ] তেনজিং
✅ ভাস্কো-ডা-গামা
[ঘ] আইনস্টাইন
৬২. বেতার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
[ক] ডারউইন
✅ মার্কোনী
[গ] স্কট
[ঘ] ফরেসম্যান
৬৩. কোনটির ফলে ব্যক্তির বিচার বিবেচনা লোপ পায়?
[ক] হাসি
[খ] কান্না
✅ ঈর্ষা
[ঘ] লজ্জা
৬৪. আবেগের আচরণগত পরিবর্তনকে কয়ভাগে ব্যাখ্যা করা যেতে পারে।
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
৬৫. ফর্সা লোকের মুখমন্ডল লাল হয় কেন?
[ক] রক্ত ত্বক থেকে নিম্ন ভিমুখী হয় বলে
✅ রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয় বলে
[গ] রক্ত প্রবাহ কমে যায় বলে
[ঘ] রক্ত জমাট বাঁধে বলে
৬৬. ভয়ে বা দুঃসংবাদ শুনে আমাদের মুখমন্ডল কেমন হয়ে যায়?
[ক] লালচে
[খ] কালচে
✅ ফ্যাকাশে
[ঘ] উজ্জ্বল
৬৭. আবেগের সময় কোনটির সাহায্যে মুখমন্ডলের বাহ্যিক অবস্থার পরিমাপ করা যায়?
[ক] প্রেসারগজ
[খ] পিউপিলো মিটার
✅ নিউমোগ্রাফ
[ঘ] ইলেকট্রোকার্ডিওগ্রাফ
৬৮. আবেগের সময় চোখের পরিবর্তন কোনটির সাহায্যে পরিমাপ করা হয়?
[ক] নিউমোগ্রাফ
[খ] সিসমোগ্রাফ
✅ পিউপিলো মিটার
[ঘ] প্রেসারগজ
৬৯. কোনটির কারণে মানুষ অন্য প্রাণী থেকে আলাদা?
[ক] প্রাণের কারণে
[খ] সামাজিকতার কারণে
✅ আবেগের কারণে
[ঘ] চালচলনের কারণে
৭০. মানুষ ও প্রাণী পূর্ব পুরুষ থেকে বিবর্তিত হয়ে এসেছে’- কার উক্তি?
[ক] প্লেটো
[খ] সক্রেটিস
✅ চার্লস ডারউইন
[ঘ] নিউটন
৭১. কোন সমাজে আবেগের উত্তেজনাকে অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে?
[ক] প্রাচীন সমাজে
[খ] মধ্যযুগীয় সমাজে
[গ] বর্বর সমাজে
✅ আধুনিক সুসভ্য সমাজে
৭২. কখন থেকে মানুষ আবেগের অভ্যাস গঠন করতে শেখে?
✅ শৈশব থেকে
[খ] তারুণ্য থেকে
[গ] যুবক থেকে
[ঘ] বার্ধক্য থেকে
৭৩. প্রেষিত আচরণ-
i. নির্বাচনমূলক
ii. ভারসাম্য সংস্থাপক
iii. লক্ষ্যহীন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৪. ক্ষুধার সাথে রক্তের শর্করার একটা সম্পর্ক আছে’- এই কথাটি বলেন-
i. H. A. Murray
ii. Luchhardt
iii. Carlson
নিচের কোনটি সঠিক?
[ক] ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৫. H. A. Murray প্রদত্ত প্রেষণার শ্রেণিবিভাগ-
i. শারীরবৃত্তীয়
ii. অর্জিত
iii. সামাজিক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৬. বেশির মনোবিজ্ঞানী প্রদত্ত প্রেষণার শ্রেণিবিভাগ-
i. জৈবিক প্রেষণা
ii. অর্জিত প্রেষণা
iii. সামাজিক প্রেষণা
নিচের কোনটি সঠিক?
[ক] iii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৭. জৈবিক প্রেষণার উদাহরণ-
i. ক্ষুধা
ii. নিরাপত্তা
iii. কাম
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৭৮. সাধারণ প্রেষণার উদাহরণ-
i. জানার ইচ্ছা
ii. রুচি
iii. পর্বতারোহণ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. বানর ও শিম্পাঞ্জীকে নিয়ে গবেষণা করেন-
i. হেনরী মারে
ii. বাটলার
iii. ওয়েবার
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮০. সামাজিক প্রেষণার বৈশিষ্ট্য-
i. শারীরিক ভিত্তি নেই
ii. এটা সব প্রাণীতে বিদ্যমান
iii. সংখ্যায় অধিক
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৮১. আবেগের উদাহরণ-
i. ভয়
ii. ক্রোধ
iii. খেলা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮২. পরাসমবেদী স্নায়ুর কাজ-
i. শরীরের শক্তিকে সংরক্ষণ করা
ii. শরীরের লোম খাড়া করা
iii. হৎপিন্ডের গতি মন্থর করা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৮৩. এভারেস্ট বিজয় করেছেন-
i. মার্কনী
ii. হিলারী
iii. তেনজিং
নিচের কোনটি সঠিক?
[ক] ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৪. একম্যান যেসব দেশের জনগোষ্ঠীর উপর গবেষণা করেন-
i. আমেরিকা
ii. ব্রাজিল
iii. রাশিয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. মানুষকে মহান করে তোলে-
i. প্রেম
ii. প্রীতি
iii. হিংসা
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:
অপুর মা অপুকে বলল, পরীক্ষায় A+ পেলে মোবাইল কিনে দেবে মায়ের কথা শুনে অপু ভালোভাবে পড়ল এবং A+ পেল। মা অপুকে মোবাইল কিনে দিল।
৮৬. অপুর ভালো ফলাফলের পেছনে কোনটি কাজ করেছে?
[ক] আবেগ
✅ প্রেষণা
[গ] সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ
৮৭. উদ্দীপকের ঘটনাটির পিছনে দায়ী উপাদানটির বৈশিষ্ট্য
i. আচরণের প্রধান নির্ধারক
ii. মানুষের আচরণকে সচল রাখে
iii. আচরণের ক্ষতি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.
নিচের তথ্যের আলোকে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
দবিয়ার সাহেবের পরিবারে কিছুদিন ধরে অভাব লেগে আছে। তাই দবিয়ার সাহেব কঠোর পরিশ্রম শুরু করে। এখন তার পরিবারে সুখ ফিরিয়ে এসেছে।
৮৮. উদ্দীপকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটিকে কী বলে?
[ক] চাহিদা
[খ] উদ্দেশ্য
✅ প্রেষণা চক্র
[ঘ] জীবন চক্র
৮৯. উদ্দীপকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটির উপাদান
i. অভাববোধ
ii. তাড়না
iii. করণ আচরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৯০ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও:
তুলি তিন দিন ধরে জ্বরে ভুগছে। কিছু খেতে পারে না। ফলে তুলি ক্ষিধায় ছটপট করছে। আবার কিছু খেতে পারছে না।
৯০. উদ্দীপকে তুলির জ্বরের ফলে সৃষ্ট ঘটনাটি কী ধরনের প্রেষণা?
[ক] সামাজিক
[খ] অর্জিত
✅ জৈবিক
[ঘ] সাধারণ
৯১. তুলির জ্বরের ফলে সৃষ্ট ঘটনার পিছনে দায়ী প্রেষণার বৈশিষ্ট্য-
i. শারীরিক তাগিদ বা প্রয়োজন থেকে সৃষ্টি হয়
ii. জন্মগত
iii. জীবন ধারণের জন্য অপরিহার্য
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৯২. প্রাণীর কর্মশক্তি দান করে কোনটি?
[ক] শিক্ষণ
[খ] পরিবেশ
✅ প্রেষণা
[ঘ] জ্ঞান
৯৩. Water region মস্তিষ্কের কোন অংশ পাওয়া যায়?
[ক] এমিগডালায়
[খ] গুরুমস্তিষ্কে
[গ] থ্যালামাসে
✅ হাইপোথ্যালামাসে
নিচের উদ্দীপকটি পড় এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
কলি ও তুলি দুই বোন। কলি দৈনন্দিন কাজকর্ম করে এবং ছোট বোন তুলিকে কাজে সাহায্য করতে বলে। এতে তুলি রেগে যায়। কলি এর প্রতিবাদ না করে ঘুমাতে যায়।
৯৪. তুলির আচরণ কী নির্দেশ করে?
[ক] ক্লান্তি
[খ] প্রেষণা
✅ আবেগ
[ঘ] বুদ্ধি
৯৫. তুলির আচরণের বিপরীতে কলি যা করে তা পরিচালিত হয়-
i. হাইপোথ্যালামাস
ii. রেটিকুলার ফরমেশন
iii. মধ্য মস্তিষ্ক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৬. যৌন হরমোন উদাহরণ-
i. এন্ড্রোজেন
ii. এস্ট্রোজেন
iii. কর্টিন
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৭. Motive শব্দের অর্থ কী?
[ক] আবেগ
[খ] অভিজ্ঞতা
✅ উদ্দেশ্য
[ঘ] বাইরে পরিচালিত
৯৮. আবেগের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Emotive
✅ Emotion
[গ] Emovere
[ঘ] Emperssion
[ক] Drive
[খ] Cycle
✅ Motivation
[ঘ] None
১০০. কোনটি পুরুষ যৌন হরমোন?
✅ এন্ড্রোজেন
[খ] এস্ট্রোজেন
[গ] এংসিওটেনসিন
[ঘ] প্রোলেকটিন