১. বাণিজ্যসংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে কোন সংস্থা?
২. বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
৩. বহির্বিশ্বের সাথে বাণিজ্য সংঘটিত হওয়ার প্রধান কারণ-
i. সম্পদের ঘাটতি
ii. পরিবেশগত পার্থক্য
iii. উৎপাদিত উদ্বৃত্ত পণ্য
৪. বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়?
৫. বাংলাদেশের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পথে সংঘটিত হয়ে থাকে?
৬. জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না?
৭. নিচের অপ্রচলিত পণ্য কোনটি?
৮. বাংলাদেশের শ্রমশক্তি বিদেশে প্রেরণ করা হয় কোন সাল থেকে?
৯. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
১০. নিচের কোনটি বৃহত্তম বাণিজ্যিক সংগঠন?
১১. আন্তর্জাতিক বাণিজ্য কয় প্রকার?
১২. গ্রামের হাটবাজারে ক্রয়-বিক্রয় কোন ধরনের বাণিজ্য?
১৩. বাংলাদেশের আমদানি বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি?
১৪. বাংলাদেশের রপ্তানি পণ্যে তৈরি পোশাকের শতকরা হার কত?
১৫. বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে-
১৬. বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সবচেয়ে বেশি ও ঘনিষ্ঠ?
১৭. জাইকা কোন দেশের উন্নয়ন সংস্থা?
১৮. বাণিজ্যিক ও ব্যবসায়ী বিষয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
১৯. বাণিজ্যের ধরন ও প্রকৃতির ওপর নির্ভর করে বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায়?
২০. মেলা শব্দটির ইংরেজি প্রতিশব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
২১. বিশ্বের শীর্ষ পাট রপ্তানিকারক দেশ কোনটি?
২২. জি-টু-জি-এর আওতায় মালয়েশিয়ায় কতজন কর্মী প্রেরণ করা হয়েছে?
২৩. দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবাকর্ম আদান প্রদানকে কী বলে?
২৪. আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি কোনটি?
২৫. ইন্দোনেশিয়া কোনটি রপ্তানিতে শীর্ষে রয়েছে?
২৬. বর্তমানে আমাদের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ পোশাক খাত থেকে আসে?
২৭. বাংলাদেশে মোট রপ্তানি আয়ের শতকরা কতভাগ ইতালি থেকে আসে?
২৮. বাংলাদেশে আমদানিকৃত প্রাথমিক পণ্য কোনটি?
২৯. বাংলাদেশের সাথে কোন দেশের বাণিজ্য ঘাটতি বেশি?
hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে?
[ক] ওমান
[খ] কুয়েত
[গ] সিঙ্গাপুর
✅ সৌদি আরব
৩১. কোন কারণে প্রতিযোগী দেশগুলোর ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে?
✅ অসম প্রতিযোগিতা
[খ] রাজনৈতিক সমস্যা
[গ] অর্থনৈতিক বৈষম্য
[ঘ] ভৌগোলিক কারণ
৩২. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি?
[ক] জাপান
[খ] কুয়েত
[গ] রাশিয়া
✅ চীন
৩৩. বাংলাদেশের মোট জনশক্তির মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে কোন অঞ্চলে?
[ক] দুরপ্রাচ্য
[খ] ইউরোপ
✅ মধ্যপ্রাচ্য
[ঘ] আফ্রিকা
৩৪. OPEC-এর পূর্ণরূপ কী?
✅ Organization of Petroleum Exporting Countries
[খ] Organization of Polaneum Exporting Countries
[গ] Organization of Petroleum Extracting Countries
[ঘ] Organization of Polar Enhance Company
৩৫. এশিয়ার দেশগুলোর মধ্যে নিচের কোনটি রপ্তানি বাণিজ্যে শীর্ষে?
[ক] ভারত
✅ চীন
[গ] জাপান
[ঘ] পাকিস্তান
৩৬. পোশাক শিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে কী স্থাপন করেছে?
✅ EPZ
[খ] BCIC
[গ] EPG
[ঘ] EPI
৩৭. আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কোন দেশের?
[ক] কুয়েত
[খ] ভারত
✅ চীন
[ঘ] জাপান
৩৮. বাংলাদেশের অপ্রচলিত দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় নিচের কোনটি?
✅ চামড়া
[খ] হিমায়িত খাদ্য
[গ] কৃষি দ্রব্য
[ঘ] রাসায়নিক দ্রব্য
৩৯. বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশ কোনটি?
[ক] ওমান
[খ] জাপান
✅ সৌদি আরব
[ঘ] লিবিয়া
৪০. বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ কোনটি?
✅ ব্রাজিল
[খ] কানাডা
[গ] চীন
[ঘ] ভরত
৪১. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ)-এর বৃহত্তম বিনিয়োগকারী দেশ কোনটি?
[ক] উত্তর কোরিয়া
✅ দক্ষিণ কোরিয়া
[গ] জাপান
[ঘ] চীন
৪২. শিল্পজাত রপ্তানি পণ্য নিচের কোনটি?
[ক] হিমায়িত খাদ্য
[খ] কৃষিজাত দ্রব্য
[গ] কাঁচাপাট
✅ তৈরি পোশাক
৪৩. যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ
i. শীর্ষস্থানীয়
ii. মোট রপ্তানির ১৮.১৬% শতাংশ
iii. ৬২২০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৪. বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের অসুবিধা কী?
i. রপ্তানি পণ্যের ওপর কোটা আরোপ
ii. ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ
iii. পাটের বিকল্প আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৫. OPEC-এর মূল উদ্দেশ্য-
i. খনিজ তেলসংক্রান্ত বাণিজ্য নীতি প্রণয়ন
ii. সদস্য দেশগুলোর খনিজ তেল উত্তোলন নীতির সমন্বয়সাধন
iii. তৈলসংক্রান্ত স্বার্থ সুরক্ষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬. চীন লৌহ ও ইস্পাত শিল্প থেকে উৎপাদিত দ্রব্য রপ্তানি করে-
i. দক্ষিণ কোরিয়ায়
ii. যুক্তরাষ্ট্রে
iii. ইতালিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৭. জাপান বাংলাদেশ থেকে আমদানি করে
i. চামড়াজাত পণ্য
ii. তৈরি পোশাক
iii. চিংড়ি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও:
আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের বাণিজ্যনীতি, পৃথক বাজার ব্যবস্থা, পৃথক অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি কারণে ভিন্ন প্রকৃতির হয়। সবকিছু বিবেচনা করে মোবাশ্বের সাহেব ইউরোপে পোশাক রপ্তানি করার সিদ্ধান্ত নেন।
৪৮. মোবাশ্বের সাহেবের বাণিজ্য সংঘটিত হবে কীসের মধ্যে?
✅ সার্বভৌম দেশে
[খ] বিভিন্ন অঞ্চলে
[গ] উপনিবেশে
[ঘ] বৃহৎ দেশের মধ্যে
৪৯. উক্ত বাণিজ্যে অসুবিধার সৃষ্টি করে-
i. কর ব্যবস্থা
ii. আর্থিক নীতি
iii. শ্রম নীতি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ থেকে ৫২নং প্রশ্নের উত্তর দাও:
চীন অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। বর্তমান বিশ্বে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। বাংলাদেশ চীন থেকে বহু পণ্য আমদানি করে।
৫০. এশিয়া মহাদেশের মধ্যে রপ্তানিকারক দেশ হিসেবে চীনের অবস্থান কততম?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
৫১. ২০১২-১৩ সালে চীন হতে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ কত?
✅ ৩১২০ মিলিয়ন মার্কিন ডলার
[খ] ৩১২৫ মিলিয়ন মার্কিন ডলার
[গ] ৩১৩০ মিলিয়ন মার্কিন ডলার
[ঘ] ৩১৩৫ মিলিয়ন মার্কিন ডলার
৫২. চীনের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. ভুট্টা
ii. চা
iii. গম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের ছকটি দেখ এবং ৫৩ ও ৫৪নং প্রশ্নের উত্তর দাও:
প্রবাসী বাংলাদেশি ২০২০ সাল
পেশাজীবীদক্ষখস্বল্পদক্ষ
ক৬১,৭১৯ জন৯,৪১২ জনগ
৫৩. উপরের ছকে ‘ক’ চিহ্নিত ঘরে কতজন হবে?
[ক] ৮০০ জন
✅ ৩৭৮ জন
[গ] ৮২৫ জন
[ঘ] ৮২৮ জন
৫৪. উপরের ছকে ‘গ’ চিহ্নিত ঘরে কতজন হবে?
✅ ১,৩৯,৬৪০ জন
[খ] ৩,৭৫,১২০ জন
[গ] ৩,৭২,১২০ জন
[ঘ] ৩,৭০,১২০ জন
নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ থেকে ৫৭নং প্রশ্নের উত্তর দাও:
জামাল ২০১৯ সালের প্রথম দিকে বি.এ পাস্ করে। কোনো চাকরি না পেয়ে ভালো সুবিধা পাওয়ার আশায় সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করল। এজন্য সে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করল। সুঠাম দেহের অধিকারী হওয়ায় মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। অবশেষে ২০২০-এর শেষ দিকে সে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়।
৫৫. ২০২০ সালে বাংলাদেশ সিঙ্গাপুরে মোট কতজন জনশক্তি রপ্তানি করে?
[ক] ১৯৫৮৫ জন
[খ] ১৯৫৮৪ জন
[গ] ১৯৫৮২ জন
✅ ১৭৪৩ জন
৫৬. জামালের শারীরিক যোগ্যতা নিচের কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটায়?
✅ কাজ করার ক্ষমতা
[খ] কাজ করার ইচ্ছা
[গ] সততা
[ঘ] কাজের দক্ষতা
৫৭. জামাল যে কারণে বিদেশ গমনে আগ্রহ দেখিয়েছে তা হলো-
i. কাজের মজুরি
ii. পদোন্নতির সম্ভাবনা
iii. নিরাপত্তা বিমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৮. একটি দেশের বাইরে পণ্য ও সেবাসমূহের স্থানান্তরকে কী বলে?
[ক] আমদানি
[খ] বিনিময়
[গ] বিপণন
✅ রপ্তানি
৫৯. একদেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্যের আদান-প্রদান কোন ধরনের বাণিজ্য?
[ক] রপ্তানি
[খ] আমদানি
✅ আন্তর্জাতিক
[ঘ] অভ্যন্তরীণ
hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. বাণিজ্য কোন পর্যায়ের অর্থনৈতিক কাজ?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ
৬১. ইউরvাপীয় অবাধ বাণিজ্য সংঘের (EFTA) সদরদপ্তর কোথায় অবস্থিত?
[ক] ব্রাজিলের রিওডি জেনেরোতে
✅ সুইজারল্যান্ডের জেনেভায়
[গ] জার্মানির বার্লিনে
[ঘ] নেদারল্যান্ডের হেগে
৬২. বাংলাদেশের কোন পণ্য GSP-র সুবিধায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে?
✅ তৈরি পোশাক
[খ] পাট
[গ] হিমায়িত খাদ্য
[ঘ] চা
৬৩. বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় কোন দেশ থেকে আসে?
[ক] কানাডা
✅ যুক্তরাষ্ট্র
[গ] জার্মানি
[ঘ] মালয়েশিয়া
৬৪. বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে কোন দেশে?
[ক] ফ্রান্সে
[খ] ব্রিটেনে
[গ] চীনে
✅ যুক্তরাষ্ট্রে
৬৫. বাংলাদেশের প্রাথমিক রপ্তানি পণ্য নিচের কোনটি?
✅ হিমায়িত খাদ্য
[খ] পাদুকা
[গ] সিরামিক দ্রব্য
[ঘ] রাসায়নিক দ্রব্য
৬৬. যেসব পণ্যের ব্যবহার দেশে সবেচেয়ে কম বা নেই তাকে কীরূপ পণ্য বলে?
[ক] প্রচলিত
✅ অপ্রচলিত
[গ] সাধারণ
[ঘ] নিত্যব্যবহার্য
৬৭. বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতিতে সবচেয়ে বড় নিয়ামক কোনটি?
✅ শ্রমিক প্রাপ্তির সহজলভ্যতা
[খ] অনুকূল জলবায়ু
[গ] পর্যাপ্ত কাঁচামাল
[ঘ] শুল্ক হ্রাস
৬৮. বর্তমানে বাংলাদেশের বিলিয়ন ডলার শিল্প কোনটি?
[ক] পাটজাত পণ্য
✅ তৈরি পোশাক
[গ] ঔষধ
[ঘ] হিমায়িত খাদ্য
৬৯. বাণিজ্যের ধরন ও প্রকৃতির ওপর নির্ভর করে বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৭০. বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্রগুলো কত ধরনের?
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬
৭১. বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম কোনটি?
✅ তৈরি পোশাক
[খ] চা
[গ] চামড়া
[ঘ] হিমায়িত খাদ্য
৭২. মেলা শব্দটির ইংরেজি প্রতিশব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
[ক] জার্মানি
✅ ফ্রেঞ্চ
[গ] ল্যাটিন
[ঘ] রোমান
৭৩. বাংলাদেশের রপ্তানি পণ্যের ১১তম বড় বাজার কোনটি?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] ভারত
✅ জাপান
৭৪. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রচলিত পণ্য কোনগুলো?
i. পার্টেক্স, চিটাগুড়, দিয়াশলাই
ii. হিমায়িত খাদ্যসামগ্রী, পান-সুপারি, মসলা
iii. তৈরি পোশাক, চিংড়ি মাছ, ব্যাঙের পা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৫. বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়?
অথবা, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোনটি?
[ক] মালয়েশিয়া
[খ] লিবিয়া
✅ সৌদি আরব
[ঘ] ইন্দোনেশিয়া
৭৬.বাংলাদেশের অপ্রচলিত পণ্যসমূহ হলো-
i. হিমায়িত চিংড়ি
ii. ইলিশ
iii. কাঁচাপাট
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৭. কাকে অর্থনৈতিক পরাশক্তি দেশ বলা হয়?
[ক] চীন
✅ জাপান
[গ] কোরিয়া
[ঘ] নেপাল
৭৮. আসিয়ান সংস্থাটির সদর দপ্তর কোথায়?
[ক] ফিলিপাইন
[খ] ব্রুনাই
✅ সিঙ্গাপুর
[ঘ] জাকার্তা
৭৯. GSP-এর পূর্ণরূপ কী?
✅ Generalized System of Preference
[খ] General System of Preference
[গ] Generalized System of Perfection
[ঘ] General System of Preference
৮০. বিশ্ব বাণিজ্য বিন্নি দেশের মধ্যে আদান-প্রদানে সাহায্য করে-
i. জ্ঞান বিজ্ঞান
ii. শিল্পকলা
iii. সভ্যতা ও সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮১. দেশের মোট আমদানি-রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পনণ হয়?
[ক] প্রায় ৮৫%
[খ] প্রায় ৯৫%
✅ প্রায় ৯২%
[ঘ] প্রায় ৮২%
৮২. বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ বাজার কোনটি?
[ক] ইতালি
[খ] যুক্তরাজ্য
✅ যুক্তরাষ্ট্র
[ঘ] ফ্রান্স
৮৩. বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ কোনটি?
✅ চীন
[খ] জাপান
[গ] যুক্তরাষ্ট্র
[ঘ] জার্মানি
৮৪. WTO প্রধানত নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
[ক] সংস্কৃতি
[খ] খেলাধুলা
✅ বাণিজ্য
[ঘ] বিজ্ঞান
৮৫. বিশবব্যাপী আমদানি-রপ্তানির সিংহভাগ হয় কোন পথে?
[ক] স্থলপথে
✅ জলপথে
[গ] রেলপথে
[ঘ] আকাশ পথে
৮৬. ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা কোন রাষ্ট্র?
[ক] ইরাক
[খ] ভারত
[গ] ইরান
✅ ভেনিজুয়েলা
৮৭. WTO এর পূর্বনাম কী?
[ক] WTO
[খ] GATCO
✅ GATT
[ঘ] WTO UNOIN
৮৮. অপ্রচলিত দ্রব্য কোনটি?
✅ ওষুধ
[খ] চা
[গ] পাট
[ঘ] চামড়া
৮৯. আসিয়ানভুক্ত দেশ হলো-
i. মালয়েশিয়া
ii. ফিলিপাইন
iii. সিঙ্গাপুর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. রেলওয়ের সিগন্যালিং সিস্টেম নিয়ন্ত্রণকে কী বলে?
✅ Interlocking
[খ] Internallocking
[গ] Intralocking
[ঘ] Internetlockin
৯১. South Asia Free Trade Area (SAFTA) প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ২০০৩ সালের ১ জুলাই
[খ] ২০০৪ সালের ১ জুন
[গ] ২০০৫ সালের ১ জুন
✅ ২০০৬ সালের ১ জুলাই
৯২. বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের অসুবিধা কী?
i. রপ্তানি পণ্যের উপর কোটা আরোপ
ii. ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ
iii. পাটের বিকল্প আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ হওয়ায় বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্যসহ ইউরোপীয় সাধারণ বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা ভোগ করছে।
[ক] ৩,১৪০ মিলিয়ন মার্কিন ডলার
[খ] ৩,২৪৫ মিলিয়ন মার্কিন ডলার
✅ ৩,৪৫৪ মিলিয়ন মার্কিন ডলার
[ঘ] ৩,৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার
৯৪. বাংলাদেশ যুক্তরাজ্যে যে পরিমাণ পণ্য রপ্তানি করে তা মোট রপ্তানি বাণিজ্যের কত ভাগ?
✅ ১০.৪২ ভাগ
[খ] ১০.৫৫ ভাগ
[গ] ১০.৫৮ ভাগ
[ঘ] ১০.৬৪ ভাগ
৯৫. ২০১৯ সালে স্বল্পদক্ষ জনশক্তির পরিমাণ মোট প্রবাসী বাংলাদেশির কত ভাগ ছিল?
✅ ২৮ ভাগ
[খ] ৩০ ভাগ
[গ] ৩২ ভাগ
[ঘ] ৩৫ ভাগ
৯৬. ২০১৯ সালে মোট প্রবাসী বাংলাদেশির মধ্যে কত ভাগ দক্ষ জনশক্তি ছিল?
[ক] ৩০ ভাগ
[খ] ৩৩ ভাগ
✅ ৪৩ ভাগ
[ঘ] ৫২ ভাগ
নিচের উদ্দীপকটি পড়ে ৯৭ থেকে ৯৯নং প্রশ্নের উত্তর দাও:
চীন অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। বর্তমান বিশ্বে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। বাংলাদেশ চীন থেকে বহু পণ্য আমদানি করে।
৯৭. এশিয়া মহাদেশের মধ্যে রপ্তানিকারক দেশ হিসেবে চীনের অবস্থান কততম?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
৯৮. ২০১৯-২০২০ অর্থ বছরে চীন হতে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ কত?
✅ ১০,৫৭৩ মিলিয়ন মার্কিন ডলার
[খ] ১০,৫০০ মিলিয়ন মার্কিন ডলার
[গ] ১০,৫৫০ মিলিয়ন মার্কিন ডলার
[ঘ] ১০,৫৭০ মিলিয়ন মার্কিন ডলার
৯৯. চীনের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. ভুট্টা
ii. চা
iii. গম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০০. বাংলাদেশে আমদানিকৃত প্রাথমিক পণ্য কোনটি?
[ক] ভোজ্য তেল
[খ] সার
✅ গম
[ঘ] ক্লিংকার