SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৭ pdf download ~ Exam Cares

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

গার্হস্থ্য বিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অধ্যায়-১৭

SSC Home Science

MCQ

Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ

কোনো পোশাক তৈরি করতে গেলে প্রথমে সমতল কাগজে পোশাকের একটি নমুনা আঁকতে হয়। একে মূল নকশা বা মূল ড্রাফট বলে। এরপর মূল নকশাকে ভিত্তি করে দেহের মাপ অনুযায়ী সমতল কাগজে যে চূড়ান্ত নকশা আঁকা হয়, তাকেই বলে প্যাটার্ন ড্রাফটিং। সফলভাবে প্যাটার্ন ড্রাফটিং তৈরিতে আরাম ও সেলাইয়ের জন্য মূল মাপের সাথে বাড়তি কিছু মাপ যোগ দিতে হয়। মূল ড্রাফটিং-এর ওপর ভিত্তি করে নানা ধরনের বৈচিত্র্যময় নকশার পোশাক সহজে তৈরি করা যায়।

অনুশীলনীর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. গ্রীষ্মকালের জন্য আরামদায়ক পোশাক কোনটি?

[ক] শার্ট

✅ ফতুয়া

[গ] পাঞ্জাবি

[ঘ] সাফারি

২. ড্রাফটিং করলে সুবিধা হয় কেন?

[ক] কাপড়টি সংকুচিত হয় না

[খ] দেহের ফিটিং ভালো হয়

[গ] সেলাই মজবুত হয়

✅ ডিজাইন ভালো করা যায়

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

জুলেখা তার বন্ধুর মেয়ের জন্মদিনে বেবিফ্রক দিবে বলে মনস্থির করে। সে কাপড় কেটে সেলাই করে। সেলাইয়ের পর কাপড়টি ইস্ত্রি করতে গেলে দেখে সেলাই উল্টোপাল্টা হয়েছে।

৩. জুলেখা প্রথমেই কাপড়ে কোন অংশ সেলাই করলে কাপড়টি উল্টোপাল্টা হতো না?

[ক] গলায় পাইপিং লাগালে

[খ] নিচের অংশ জোড়া দিলে

[গ] নিচ সেলাই করলে

✅ ফ্রকের সামনের ও পেছনের অংশের কাঁধ একত্রে সেলাই করলে

৪. জুলেখার তৈরি ফ্রকটি সঠিকভাবে তৈরি করার জন্য করণীয় ছিল-

i. ফ্রকের সামনের ও পেছনের অংশ একসাথে ছাঁটা

ii. সেলাইয়ের সঠিক ধাপ অনুসরণ করা

iii. কাপড় কেনার সময় কম কাপড় না কেনা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

পাঠ : ১-৩ : শিশুদের পোশাক-ফতুয়ার ড্রাফটিং

◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫. পোশাক তৈরি করতে প্রথমে সমতল কাগজে পোশাকের যে নমুনা আঁকা হয় তাকে কী বলে? (জ্ঞান) [সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর]

[ক] ড্রাফটিং

[খ] প্যাটার্ন ড্রাফটিং

✅ মূল নকশা

[ঘ] নকশা

৬. মূল নকশাকে ভিত্তি করে দেহের মাপ অনুযায়ী সমতল কাগজে যে চূড়ান্ত নকশা আঁকা হয় তাকে কী বলে? (জ্ঞান)

[ক] নকশা

[খ] মূল নকশা

[গ] ড্রাফটিং

✅ প্যাটার্ন ড্রাফটিং

৭. ঝুমি একটি জামা তৈরি করার জন্য দেহের মাপ অনুযায়ী কাগজে নকশা আঁকল। তার আঁকা নকশার সাথে কোনটির মিল রয়েছে? (প্রয়োগ)

[ক] মূল ড্রাফটিং

✅ প্যাটার্ন ড্রাফটিং

[গ] মূল নকশার

[ঘ] নমুনা নকশার

৮. মুনিয়া কাপড়ের অপচয় রোধ করতে কোন কাজটি করবে? (প্রয়োগ)

[ক] কাটিং

✅ ড্রাফটিং

[গ] ফিটিং

[ঘ] ম্যাচিং

৯. ড্রাফটিং করার সুবিধা কোনটি? (অনুধাবন)

[ক] অর্থের অপচয় রোধ করা যায়

✅ কাপড়ের অপচয় রোধ করা যায়

[গ] পোশাক ছাঁটতে কাপড় কম লাগে

[ঘ] বিভিন্ন সাইজের পোশাক একত্রে ছাঁটা যায়

১০. নানা ধরনের বৈচিত্র্যময় নকশার পোশাক সহজে তৈরি করা যায় কীভাবে? (অনুধাবন)

[ক] নমুনা আঁকার ওপর ভিত্তি করে

✅ মূল ড্রাফটিং-এর ওপর ভিত্তি করে

[গ] কারিগরের দক্ষতার ওপর ভিত্তি করে

[ঘ] পোশাকের প্যাটার্নের ওপর ভিত্তি করে

১১. শামীমা খাতুন অবসর সময়ে দর্জি কাজ করেন বলে বাড়ির ছোট বাচ্চাদের পোশাক তৈরির কাপড় আলাদা করে কিনতে হয় না। এ কাজে তিনি ব্যবহার করেন- (প্রয়োগ)

[ক] কাস্টমারদের কাপড়

✅ কাপড়ের বাড়তি ছাঁট

[গ] দোকানের কাপড়

[ঘ] বাড়ির অন্যদের কাপড়

১২. ঘরের বা বাইরের পোশাক হিসেবে ফতুয়া কোন ঋতুতে আরামদায়ক হয়? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা; এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]

✅ গ্রীষ্মকালে

[খ] বর্ষাকালে

[গ] শরৎকালে

[ঘ] শীতকালে

১৩. ফতুয়ার ড্রাফটিং-এর জন্য প্রয়োজনী জিনিস কোনটি? (অনুধাবন)

[আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]

[ক] কার্বন কাগজ

✅ বাদামি কাগজ

[গ] রঙিন কাগজ

[ঘ] সাদা কাগজ

১৪. পোশাক তৈরির ক্ষেত্রে বাদামি কাগজ, পেন্সিল, স্কেল, শেপকাট, পিন ইত্যাদি প্রয়োজন হওয়ার যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] পোশাকের পরিকল্পনা তৈরি

✅ পোশাকের ড্রাফটিং তৈরি

[গ] পরিধানকারীর মাপ না থাকা

[ঘ] পোশাক দ্রæত সেলাই করা

১৫. ফতুয়ার বুকের মাপ ২২ ইঞ্চি হওয়া বাঞ্ছনীয়। কথাটির যথার্থতা মূল্যায়নে বলা যায়- (উচ্চতর দক্ষতা)

✅ ৩ বছরের শিশুর ক্ষেত্রে

[খ] ৫ বছরের শিশুর ক্ষেত্রে

[গ] ৭ বছরের শিশুর ক্ষেত্রে

[ঘ] ৬ বছরের শিশুর ক্ষেত্রে

১৬. তিন বছরের শিশুর ফতুয়ার ঝুল কত? (জ্ঞান)

[ক] ১২ ইঞ্চি

[খ] ১৫ ইঞ্চি

✅ ১৭ ইঞ্চি

[ঘ] ১৯ ইঞ্চি

১৭. ৩ বছরের শিশুর ফতুয়ার বুকের মাপ কত? (জ্ঞান)

[ক] ২২.৫৮ সেন্টিমিটার

[খ] ৪৩.১৮ সেন্টিমিটার

✅ ৫৫.৮৮ সেন্টিমিটার

[ঘ] ১০.১৬ সেন্টিমিটার

১৮. ফতুয়ার সামনের ও পেছনের অংশের ড্রাফটিং কখন করা হয়? (অনুধাবন)

[ক] পরপর

✅ একই সাথে

[গ] আগে পরে

[ঘ] উপর নিচ করে

১৯. ফতুয়া বানাতে প্রথমে কোন মাপ নিতে হয়? (জ্ঞান)

[পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

✅ কাঁধের মাপ

[খ] হাতার মাপ

[গ] বুকের মাপ

[ঘ] পিঠের মাপ

২০. শিশুর ফতুয়া কাটার সময় কাঁধের মাপের সাথে ১.২৭ সেন্টিমিটার যোগ করা হয় কেন? (অনুধাবন)

[ক] আরামের জন্য

✅ সেলাইয়ের জন্য

[গ] ঢিলা রাখার জন্য

[ঘ] হাতার জন্য

২১. শিশুর ফতুয়া তৈরির ক্ষেত্রে গলার চওড়া নির্ধারণ করতে হয় কীভাবে?

(অনুধাবন) [সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর]

[ক] কাঁধের ১/২ অংশ

[খ] কাঁধের ১/৪ অংশ

[গ] বুকের ১/২ অংশ

✅ বুকের ১/১২ অংশ

২২. শিশুর ফতুয়ার ক্ষেত্রে সামনের বগল হতে পেছনের বগল কত সেন্টিমিটার গভীর হবে? (জ্ঞান)

✅ ১.২৭

[খ] ২.২৭

[গ] ১.৩৭

[ঘ] ২.৩৭

২৩. ফতুয়া তৈরি করার সময় হাতার লম্বার সাথে সেলাই ছাড়া আরও ২.৫৪ সেন্টিমিটার কাপড় বেশি নিতে হয় কেন? (অনুধাবন)

[ক] সেলাইয়ের জন্য

[খ] অতিরিক্ত লম্বার জন্য

✅ মুড়ি দেওয়ার জন্য

[ঘ] ঝুলের জন্য

২৪. ফতুয়ার হাতার চওড়ার মাপ নিতে হয় কীভাবে? (অনুধাবন)

[ক] বুকের মাপের ১/২ অংশ

✅ বুকের মাপের ১/৪ অংশ

[গ] বুকের মাপের ১/৮ অংশ

[ঘ] বুকের মাপের ১/১২ অংশ

২৫. ৩ বছর বয়সী লাবিবের জন্য ফতুয়া তৈরি করতে কতটুকু কাপড় লাগবে? (জ্ঞান) [এসএসসি সকল বোর্ড ’১৫]

✅ ১ গজ

[খ] ২ গজ

[গ] ২ ১২ গজ

[ঘ] ৩ গজ

২৬. ড্রাফটিং এর কাগজ কাপড়ের ওপর কীভাবে আটকে দিতে হয়? (অনুধাবন)

✅ পিন দিয়ে

[খ] সেলাই করে

[গ] আঠা দিয়ে

[ঘ] চিমটা দিয়ে

২৭. ফতুয়ার কাপড় ছাঁটার পর কোন অংশ আলাদা করতে হবে? (জ্ঞান)

[ক] সামনের

✅ পিছনের

[গ] ডানের

[ঘ] বামের

২৮. ফতুয়া প্রস্তুতের সময় সুতা, সুচ, কাঁচি, বোতাম ইত্যাদি হাতের কাছে রাখতে হয়। এর যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] ড্রাফটিং-এর জন্য

✅ সেলাই-এর জন্য

[গ] কাপড় কাটার জন্য

[ঘ] নকশা তৈরির জন্য

২৯. ফতুয়ার গলার মধ্যবিন্দু থেকে কত সেন্টিমিটার নিচ পর্যন্ত ছাঁটতে হয়? (জ্ঞান)

[ক] ৫.৩৬

✅ ৭.৬২

[গ] ৬.৭২

[ঘ] ৮.৫৩

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৭

৩০. গলার পাইপিং কোন কাপড় দিয়ে দিতে হয়? (জ্ঞান)

[ক] পিছনের কাপড়

[খ] গলার কাটা কাপড়

[গ] নতুন কাপড়

✅ টুকরা কাপড়

৩১. ফতুয়ার গলার পাইপিং লাগানোর আগে কিসের ব্যবস্থা করা উচিত বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)

✅ বোতামের জন্য পট্টি

[খ] হাতার জন্য পাইপিং

[গ] নিচের জন্য পাইপিং

[ঘ] পিছন গলার জন্য পট্টির

৩২. বোতাম লাগাতে কী সেলাই দিতে হয়? (জ্ঞান)

✅ হেম

[খ] ডাল

[গ] চেইন

[ঘ] কাঁথা

৩৩. ফতুয়ার ফিটিং পরীক্ষা করে কী লাগাতে হয়? (জ্ঞান)

[ক] হাতা

✅ বোতাম

[গ] চেন

[ঘ] সুতা

৩৪. পোশাক সেলাই করার জন্য কী দরকার? (জ্ঞান)

[ক] গজ কাপড়

[খ] ড্রাফটিং

[গ] নকশা

✅ সেলাই মেশিন

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫. পোশাক তৈরি করতে কাগজের ওপর আঁকা হয়- (অনুধাবন)

i. মূল নকশা

ii. প্যাটার্ন ড্রাফটিং

iii. ফ্রি হ্যান্ড ড্রয়িং

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৬. প্যাটার্ন ড্রাফটিং তৈরিতে মূল মাপের সাথে বাড়তি কিছু মাপ যোগ করা হয়- (অনুধাবন)

i. আরামদায়কতার জন্য

ii. আধুনিকতার জন্য

iii. সেলাইয়ের জন্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৭. ড্রাফটিং করার সুবিধা হলো- (অনুধাবন)

i. কাপড়ের অপচয় রোধ হয়

ii. পোশাক ছাঁটতে সময় কম লাগে

iii. পোশাকের ডিজাইন সহজে পরিবর্তন করা যায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৩৮. কাপড়ের বাড়তি ছাঁট দিয়ে নীলা তৈরি করতে পারবে- (প্রয়োগ)

i. টেবিল ম্যাট

ii. ন্যাপকিন

iii. ফতুয়া

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৯. ফতুয়া গ্রীষ্মকালের জন্য আরামদায়ক- (অনুধাবন)

i. ঘরোয়া পোশাক রূপে

ii. বাইরের পোশাক রূপে

iii. অফিসিয়াল পোশাক রূপে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪০. ড্রাফটিং করার জন্য যে সকল জিনিস প্রয়োজন সেগুলো হলো-

(অনুধাবন) [এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]

i. কাগজ, পেনসিল, স্কেল ও রাবার

ii. শেইপকাট, গজফিতা ও পিন

iii. কাঁচি, সুতা ও সেলাই মেশিন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৪১. জাহিদা বেগম তার ছেলে জারিফের জন্য ফতুয়া তৈরি করতে জারিফের শরীরের যে সকল অংশের মাপ নিবেন- (প্রয়োগ)

i. কাঁধ

ii. বুক

iii. হিপ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪২. ফতুয়া তৈরির জন্য যে সকল অংশের ড্রাফটিং একই সাথে করা হয়- (অনুধাবন)

i. হাতা

ii. সামনের অংশ

iii. পেছনের অংশ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৩. ফতুয়ার ড্রাফটিংয়ের জন্য বুকের মাপের সাথে যোগ করতে হবে- (অনুধাবন)

i. ঢিলা অংশ

ii. হেম অংশ

iii. সেলাই অংশ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৪. সাবিহা তার বাবার জন্য ফতুয়া তৈরি করছে। সে ফতুয়ার সম্পূর্ণ ঝুলের সাথে বাড়তি মাপ যোগ দিবে- (প্রয়োগ)

i. ঢিলার জন্য

ii. হেমের জন্য

iii. সেলাইয়ের জন্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৫. ফতুয়া তৈরির প্রয়োজনীয় উপকরণ হলো- (অনুধাবন)

i. কাপড় ও সেলাই মেশিন

ii. সুচ ও সুতা

iii. বোতাম ও কাঁচি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:

কামরুল ইসলাম একজন সচেতন, রুচিশীল ও শিক্ষিত ব্যক্তি। তিনি স্থান, কাল, পাত্র ও সময়ভেদে আলাদা আলাদা রুচিসম্মত ও সময়োপযোগী পোশাক পরিধান করেন।

৪৬. কামরুল ইসলাম গ্রীষ্মের সময় কোন পোশাকটি পরিধান করেন? (প্রয়োগ)

[ক] পাঞ্জাবি

[খ] সার্ট

✅ ফতুয়া

[ঘ] গেঞ্জি

৪৭. উক্ত পোশাকটি তৈরি করতে তার শরীরের যে সকল অংশের মাপ প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)

i. ঝুলের

ii. বুকের

iii. কোমরের

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

পাঠ : ৪-৫ : বেবি ফ্রকের ড্রাফটিং

◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৮. শিশুদের উপযোগী পোশাক কোনটি? (অনুধাবন)

[আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]

✅ বেবিফ্রক

[খ] লেডি ফ্রক

[গ] জেন্স ফ্রক

[ঘ] লং ফ্রক

৪৯. ৩ বছরের শিশুর উপযোগী এ লাইন শেইপ বেবি ফ্রকের ঝুল কত হবে? (জ্ঞান)

[ক] ৪৫.৭০ সেন্টিমিটার

✅ ৪৫.৭২ সেন্টিমিটার

[গ] ৪৬.৭২ সেন্টিমিটার

[ঘ] ৪৭.৭৩ সেন্টিমিটার

৫০. এ লাইন শেইপ ফ্রকের পুটের মাপের সাথে কতটুকু বাড়তি মাপ যোগ করতে হয়? (জ্ঞান)

[ক] ০.৫৭ সেন্টিমিটার

✅ ১.২৭ সেন্টিমিটার

[গ] ১.৫৯ সেন্টিমিটার

[ঘ] ২.০৫ সেন্টিমিটার

৫১. আরিফা বেগম তার ২ বছর বয়সী মেয়ে অন্নির জন্য ফ্রক তৈরি করতে সামনের ও পেছনের অংশ একই সাথে ড্রাফট করল। অন্নির ফ্রকের সাথে কোনটির মিল রয়েছে? (প্রয়োগ)

✅ এ লাইন শেইপ ফ্রক

[খ] ফেন্সি ফ্রক

[গ] গোল কাটা ফ্রক

[ঘ] ইয়োক ফ্রক

৫২. ৩ বছর বয়সের শিশুর এ লাইন শেইপ ফ্রকের পুটের মাপ কত? (জ্ঞান)

[ক] ৮.৫৩ সেন্টিমিটার

✅ ১১.৪৩ সেন্টিমিটার

[গ] ১০.৫৩ সেন্টিমিটার

[ঘ] ১২.৪৩ সেন্টিমিটার

৫৩. বেবি ফ্রকে ঝুলের সাথে নিচে হেমের জন্য কতটুকু বাড়তি নিতে হবে? (জ্ঞান)

✅ ১.২৭ সেন্টিমিটার

[খ] ২.২৭ সেন্টিমিটার

[গ] ৩.২৭ সেন্টিমিটার

[ঘ] ৪.২৭ সেন্টিমিটার

৫৪. এলাইন শেইপ ফ্রকের সামনের বগল পেছনের বগল হতে কত বেশি গভীর হবে? (জ্ঞান)

[ক] ১.১৮ সেন্টিমিটার

✅ ১.২৭ সেন্টিমিটার

[গ] ১.৩৫ সেন্টিমিটার

[ঘ] ১.৪৭ সেন্টিমিটার

৫৫. ৩ বছরের শিশুর বেবি ফ্রক তৈরির জন্য কতটুকু পরিমাণ লম্বা কাপড় প্রয়োজন হবে? (জ্ঞান)

[ক] ৩০.৮ সেন্টিমিটার

[খ] ৪০.৮ সেন্টিমিটার

✅ ৫০.৮ সেন্টিমিটার

[ঘ] ৬০.৮ সেন্টিমিটার

৫৬. এ লাইন শেইপ ফ্রক ছাঁটার জন্য কতটুকু চওড়া কাপড়কে ভাঁজ করতে হয়? (জ্ঞান)

[ক] ৫০.৮ সেন্টিমিটার

[খ] ৬৫.৯ সেন্টিমিটার

[গ] ৮২.৫৫ সেন্টিমিটার

✅ ৯১.৪৪ সেন্টিমিটার

৫৭. এ লাইন শেইপ ফ্রকে গলা ও বগলের পাইপিং লাগিয়ে কী করতে হবে বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)

✅ বোতাম পট্টি সেলাই করতে হবে

[খ] নিচের কাপড় ভাঁজ করে টাক সেলাই দিতে হবে

[গ] বোতাম ও লুপ লাগাতে হবে

[ঘ] ফিটিং পরীক্ষা করে হেম সেলাই দিতে হবে

৫৮. শায়লা এ লাইন শেইপ ফ্রক তৈরির ক্ষেত্রে পাইপিং হিসেবে ব্যবহার করেন- (প্রয়োগ)

[ক] বাড়তি টুকরা কাপড়

✅ পাশের টুকরা কাপড়

[গ] তেরছা কাপড়ের টুকরা

[ঘ] লম্বা কাপড়ের টুকরা

৫৯. কোন বেবি ফ্রকের পিঠ সম্পূর্ণ খোলা রাখা যায়? (জ্ঞান)

[ক] ইয়োক ফ্রকের

[খ] টিউনিক এর

✅ এ লাইন শেইপ ফ্রকের

[ঘ] ইয়ার ফ্রকের

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬০. শিশুর উপযোগী পোশাক হলো- (অনুধাবন)

i. টিউনিক

ii. ইয়োক ফ্রক

iii. এ লাইন শেইপ ফ্রক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬১. বেবি ফ্রকের ড্রাফটিং-এর জন্য মাপ নিতে হয়- (অনুধাবন)

i. বুক

ii. ঝুল

iii. হাতা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬২. বেবি ফ্রকের ড্রাফটিং-এর জন্য প্রয়োজন- (অনুধাবন)

i. কাগজ, পেনসিল ও রাবার

ii. স্কেল, শেইপকাট, গজ ও পিন

iii. কাপড়, কাঁচি, সুই ও সুতা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৩. রোমানা তার মেয়ে রুমির ফ্রকের জন্য ঝুল নিয়েছেন ৪৫.৭২ সেন্টিমিটার। ঝুলের সাথে তাকে বাড়তি মাপ নিতে হবে- (প্রয়োগ)

i. হেমের জন্য

ii. সেলাইয়ের জন্য

iii. নকশার জন্য

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৪. ফ্রক তৈরির ক্ষেত্রে টুকরা কাপড় দিয়ে তৈরি করতে হবে- (অনুধাবন)

i. গলা

ii. বোতাম পট্টি

iii. বগলের পাইপিং

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:

রিতা তার ৩ বছরের মেয়ের জন্য এ লাইন শেইপের বেবি ফ্রক তৈরি করল। তার মেয়ের ঝুলের মাপ ৪৫.৭২ সেন্টিমিটার।[শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৬৫. রিতার মেয়ের সম্পূর্ণ ঝুলের মাপ কত? (প্রয়োগ)

[ক] ৪৫.৭২ সেন্টিমিটার

[খ] ৪৬.৯৯ সেন্টিমিটার

✅ ৪৮.২৬ সেন্টিমিটার

[ঘ] ৪৯.৪৬ সেন্টিমিটার

৬৬. রিতা উক্ত পোশাক সেলাই করার সময়- (উচ্চতর দক্ষতা)

i. প্রথমে সামনের ও পেছনের অংশ একত্র করে দুই কাঁধ সেলাই করে

ii. গলা ও বগলের পাইপিং লাগিয়ে বোতাম পট্টি সেলাই করে

iii. ঝুল পরীক্ষা করে নিচের কাপড় ভাঁজ করে মুড়ে বখেয়া সেলাই করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও:

জাফর একজন নামকরা দর্জি। তিনি অতি যত্নের সাথে কাপড় ছাঁটেন বিধায় তার অনেক সুনাম রয়েছে। তিনি শিশুদের জন্য বিভিন্ন ফ্রক তৈরি করেন।

[ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৬৭. জাফর কীভাবে কাপড় ছাঁটেন? (প্রয়োগ)

[ক] কাপড়ের পরিমাণ অনুযায়ী

[খ] কাপড়ের সূতা অনুযায়ী

[গ] তন্তু অনুযায়ী

✅ নকশা অনুযায়ী

৬৮. তিনি যেসব ফ্রক তৈরি করে থাকেন তা হলো- (উচ্চতর দক্ষতা)

i. ফেন্সি ফ্রক

ii. ইয়োক ফ্রক

iii. টিউনিক ফ্রক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

Leave a Comment