জাতীয় সংসদ নির্বাচন
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? – ১৯৯১ সালে।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৭ মার্চ, ১৯৭৩।
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন কয়জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? – ৩৭ জন (নবম সংসদ নির্বাচনে ৬১ জান প্রার্থী ছিল)।
জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার নিযুক্ত হন কে? – ড. শিরিন শারমিন চৌধুরী (দশম জাতীয় সংসদ ২০১৪)।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৭ মার্চ ১৯৭৩ সালে।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের আসন সংখ্যা ছিল কতটি? – ৩১৫টি।
প্রথম জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল কতটি? – ১৫টি।
প্রথম জাতীয় সংসদে (স্বাধীন বাংলাদেশের) প্রথম স্পীকার ছিলেন কে? – মোহাম্মদ উল্লাহ।
প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? – ৭ এপ্রিল ১৯৭৩।
প্রথম জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করা হয় কবে? – ৬ নভেম্বর ১৯৭৫।
জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৯৭৮ সালের ৩ জুন।
জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে? – মেজর জিয়াউর রহমান।
দ্বিতীয় জাতীয় সংসদ বিলুপ্ত হয় কবে? – ২৪ মার্চ ১৯৮২।
তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৭ মে ১৯৮৬।
তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৩ মার্চ ১৯৮৮।
চতুর্থ জাতীয় সংসদ বিলুপ্ত হয় কবে? – ৬ ডিসেম্বর ১৯৯০।
পঞ্চম জাতীয় সংসদ কবে বিলুপক্ত হয়? – ২৪ নভেম্বর ১৯৯৫।
ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬।
ষষ্ঠ জাতীয় সংসদে সংবিধানের কতটি সংশোধনী পাস হয়? – ১টি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত (ত্রয়োদশ)।
ষষ্ঠ জাতীয় সংসদের বিলুপ্তি হয় কবে? – ২৯ মার্চ ১৯৯৬।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ১২ জুন ১৯৯৬।
সপ্তম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে কবে? – ১৩ জুলাই ২০০১।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ১ অক্টোবর ২০০১।
অষ্টম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে কবে? – ২৮ অক্টোবর ২০০৬।
নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ২৯ ডিসেম্বর ২০০৮।
নবম জাতীয় সংসদ বিলুপ্তি ঘটে কবে? – ৯ জানুয়ারি ২০১৪।
দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৫ জানুয়ারি ২০১৪।
দশম জাতীয় সংসদ বিলুপ্তি ঘটে কবে? – ৩ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? – ৩০ ডিসেম্বর ২০১৮।
বাংলাদেশের
জাতীয় সংসদের কার্যকাল
অধিবেশন শুরু
|
অধিবেশন শেষ
|
কার্যদিবস
|
|||
৭
এপ্রিল ১৯৭৩ |
৬
নভেম্বর ১৯৭৫ |
২
বছর ৬ মাস |
১৫৪টি
(৪টি সংবিধান সংশোধন বিলসহ) |
||
২
এপ্রিল ১৯৭৯ |
২৪
মার্চ ১৯৮২ |
২
বছর ১১ মাস |
৬৫টি
(২টি সংবিধান সংশোধন বিলসহ) |
||
১০
জুলাই ১৯৮৬ |
৬
ডিসেম্বর ১৯৮৭ |
১
বছর ৫ মাস |
৩৯টি
(১টি সংবিধান সংশোধন বিলসহ) |
||
১৫
এপ্রিল ১৯৮৬ |
৬
ডিসেম্বর ১৯৯০ |
১
বছর ৫ মাস |
১৪২টি
(৩টি সংবিধান সংশোধন বিলসহ) |
||
৫
এপ্রিল ১৯৯১ |
২৪
নভেম্বর ১৯৯৫ |
৪
বছর ৮ মাস |
১৭২
(২টি সংবিধান সংশোধন বিলসহ) |
||
১৯
মার্চ ১৯৯৬ |
৩০
মার্চ ১৯৯৬ |
১টি
(১টি সংবিধান সংশোধন বিল) |
|||
১৪
জুলাই ১৯৯৬ |
১৩
জুলাই ২০০১ |
||||
২৮
অক্টোবর ২০০১ |
২৭
অক্টোবর ২০০৫ |
১৮৫
(১টি সংবিধান সংশোধনী সহ) |
|||
২৫
জানুয়ারি ২০০৯ |
২০
নভেম্বর ২০১৩ |
২৭১টি
(১টি সংবিধান (পঞ্চদশ) সংশোধনী সহ) |
|||
২৯
জানুয়ারি ২০১৪ |
২১
অক্টোবর ২০১৮ |
||||
৩০
জানুয়ারি ২০১৯ |