বিনতে নামের অর্থ কি | বিনতে দিয়ে মেয়েদের ইসলামিক নাম

 আসছালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা সবাইকে আমাদের Educationblog24.Com এ স্বাগতম। প্রিয় পাঠক অনেকে আছেন যারা বাচ্চাদের নামের অর্থ ও সুন্দর সুন্দর নাম খুজে থাকেন। তাই আজকে আমরা আপনাদের বাচ্চাদের জন্য দারুন একটি নাম ও অর্থ শেয়ার করবো।

প্রিয় বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা গুগলে সার্চ করে বিনতে নামের অর্থ কি বা যারা বলতেছেন জানতে চাই বিনতে নামের বাংলা অর্থ কিংবা যারা Binte name meaning in  Bengali বলে খুজতেছেন। আবার অনেকে বিনতে নামের অর্থ এভাবেও লিখে সার্চ করতেছেন বা যারা জিজ্ঞাসা করতেছেন বিনতে কি ইসলামিক নাম তাদের জন্য বলবাে, এই পােষ্টটি আজ তাদের জন্য করা হয়েছে। পুরো পোস্ট টা পড়লে আশা করি আপনাদের উপকার হবে নামের অর্থ জানার জন্য। আপনারা এই পুরো পোস্ট পড়লে বিনতে নামের অর্থবিনতে নামের বাংলা অর্থবিনতে নামের ইসলামিক অর্থ জানতে পারবেন।

       

বিনতে নামের ইসলামিক অর্থ কি | Binte name meaning in Bengali 

বিনতে নামটি সাধারণত মেয়েদের নাম রাখা হয় পিতার নামের সাথে মিলিয়ে। বিনতে নামটি সুন্দর একটা নাম।বিনতে নামের মতো বিনতে নামের অর্থটা খুব সুন্দর। 

বিনতে নামের অর্থ কি

বন্ধুরা বিনতে শব্দটি আরবি বিনত থেকে এসেছে যার মেয়ে কন্যা । এই নামটি সাধারণ আরব দেশে বেশি রাখা হয় নিজের পিতার সাথে নাম মিলিয়ে। 

যেমনঃ-  

  1.  রায়তা বিনতে হারিছ (রাঃ)
  2. আসমা বিনতে আবী বকর সিদ্দীক (রাঃ)
  3. আরওয়া বিনতে আবদিল মুত্তালিব (রাঃ)
  4.  রমলা বিনতে আবী সুফিয়ান (রাঃ)
  5. তামীমা বিনতে ওহহাব (রাঃ)

বিনতে দিয়ে মেয়েদের ইসলামিক নাম

বন্ধুরা অনেকে আছেন যারা বিনতে দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুজে থাকেন। যেহেতু এই বিনতে নামের সাথে নিজের পিতার নাম এড করতে হয়। তাই নিজে থেকে পিতার নাম লাগিয়ে নিবেন। আমি ডেমু হিসাবে বিনতে দিয়ে মেয়েদের ইসলামিক নাম শেয়ার করতেছি।

  1. উমাইয়া বিনতে আনাজ্জার আনসারিয়াহ (রাঃ)
  2. উনাইসাহ বিনতে উদাই (রাঃ)
  3. বুসরা বিনতে সাফওয়ান কুরায়শী (রাঃ)
  4. হাকীমা বিনতে গাইলান (রাঃ)
  5. জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ)
  6. সুবাইতা বিনতে দাহাক (রাঃ)
  7.  ফাতিমা বিনতে আসাদ (রাঃ)
  8.  ফাতিমা বিনতে খাত্তাব (রাঃ)
  9.  শিফা বিনতে আবদিল্লাহ (রাঃ)
  10. ফাতিমা বিনতে কায়িস (রাঃ)
  11. আসমা বিনতে উমাইস (রাঃ)
  12. দুররা বিনতে আবী লাহাব (রাঃ)হইলা বিনতে হারিছ (রাঃ)
  13. খালীদাহ বিনতে কানাব (রাঃ)

  14. হিন্দা বিনতে উতবা (রাঃ)
  15. খুযায়মা বিনতে জাহাশ (রাঃ)
  16. নাওলা বিনতে আসলাম (রাঃ)
  17.  লায়লা বিনতে হাকীম (রাঃ)
  18.  নুসাইবা বিনতে কা’ব (রাঃ)
  19. মালিকা বিনতে উয়াইমার (রাঃ)
  20. নাফীসা বিনতে উমাইয়া (রাঃ)
  21. লুবাবা বিনতে হাকীম (রাঃ)
  22. সুখাইলা বিনতে উবাইদ (রাঃ)
  23. সায়ীদা বিনতে কুমামা (রাঃ)
  24. সাখবারা বিনতে তামীম (রাঃ)
  25. সায়ীদা বিনতে হারিছ (রাঃ)
বিনতে নামের অর্থ কি | বিনতে দিয়ে মেয়েদের ইসলামিক নাম | বিনতে নামের আরবি বাংলা ইসলামিক অর্থ কি

বাংলাদেশের অনেক মেয়ের নাম বিনতে দিয়ে রাখা হয়। আপনার ও আপনাদের পরিবারের মেয়ে বা সন্তানের নাম বিনতে সহ পিতার নামের সাথে মিলিয়ে রাখতে পারেন।আশা করি বিনতে  নামের বাংলা, আরবি/ ইসলামিক নামের অর্থ জানতে পেরেছেন। আশা করি বিনতে নামের অর্থ জানতে পেরে আপনাদের অনেক উপকার হলো। আরো অন্যান্য নাম ও নামের অর্থ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

বিনতে নামের ইংরেজি বানান?

বিনতে নামের ইংরেজি বানান হলো Binte.

 

টাগঃ- বিনতে নামের অর্থ কি, বিনতে দিয়ে মেয়েদের ইসলামিক নাম,বিনতে নামের আরবি বাংলা ইসলামিক অর্থ কি 

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment