পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা | কবিতা পালকির গান

   
   

   

পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা  

কবিতা পালকির গান  

Kobita Palkir Gan Sotendronath Dotto

পালকির গান 

সত্যেন্দ্রনাথ দত্ত 

পালকি চলে । 

পালকি চলে । 

গগন তলে 

আগুন জ্বলে 

স্তব্ধ গায়ে 

আদুল গায়ে 

যাচ্ছে কারা 

রৌদ্রে সারা 

ময়রা মুদি 

চক্ষু মুদি , 

পাটায় বসে 

ঢুলছে কবে। 

দুধের চাহি 

চুষছে মাছি , 

উড়ছে কতক 

          ভনভনিয়। – 

আসছে কারা হনহনিয়ে ?

হাটের শেষে 

রুক্ষ বেশে 

ঠিক দুপুরে

ধায় হাঁটুরে! 

কুকুর গুলাে 

শুকছে ধুলাে , 

ধুকছে কেহ 

ক্লান্ত দেহ । 

গঙ্গা ফড়িং 

লাফিয়ে চলে ; 

বাঁধের দিকে 

সূর্য ঢলে । 

পালকি চলে রে । 

অঙ্গ ঢলে রে ! 

আর দেরি কত ? 

আরও কত দূর ?

Tag: পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা,  কবিতা পালকির গান,  Kobita Palkir Gan Sotendronath Dotto, পালকির গান কবিতা আবৃত্তি 

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment