পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন , ব্যাখ্যা কর | পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর | একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও । এবার গ্লাসের মধ্যে একটি পাথর পাতর পেলে দাও এবার নিচের কাজ গুলো কর |অষ্টম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০

 অষ্টম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution     

১) প্রশ্নঃ-পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর । 

উত্তরঃ পৃথিবীর মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলের তুলনায় কিছুটা চাপা । এজন্য পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব বেশি অন্য দিকে মেরু অঞ্চলের দূরত্ব কম । পৃথিবীর কেন্দ্র হতে যত দূরে যাওয়া যায় তত অভিকর্ষজ ত্বরণ কমতে থাকে । এজন্য বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ বা পৃথিবীর কোনাে বস্তুর প্রতি আকর্ষণ বল মেরু অঞ্চলের তুলনায় কম হয় । পৃথিবী সম্পূর্ণ গােলাকার না হওয়ার কারণ এ বিভিন্ন স্থান এ বিভিন্ন বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ বল বিভিন্নহয়ে থাকে । ফলে ওজনেও ভিন্নতা দেখা যায় । পৃথিবী সুষম গােলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সমদূরে ন্য । যেহেতু g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে । তাই পৃথিবীর বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন ই্য । বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় g এর মান ও কম । সুতরাং বিষুব অঞ্চলে g এর মান কম হয় । আবার মেরু অঞ্চলে g এর মান আবার বেশি । ফলে বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরন বিভিন্ন হয় ।

অষ্টম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution     

২) প্রশ্নঃ-পৃথিৰীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর । 

উত্তরঃ-ওজন কমে যাওয়ার কারণঃ বস্তুর ভর একটি ধ্রুব রাশি । সুতরাং বস্তুর এজল অভিকর্ষজ ত্বরন g এর উপর নির্ভর করে । যে সব কারনে অভিকা স্বরনের পরিবর্ণ ঘটে সে সব কারনে বস্তুর ওজন ও পরিবর্তন হ্য । ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে।বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম ল্য । কোন বস্তুর ওজন খাকতে ও সার আবার নাও থাকতে পারে । পৃথিবীর কেন্দ্রে অবিকর্তা স্বরন শূন্য । ভাই সেখানে বস্তুর ওজন ও শূন্য । মহাশূণ্যে কোন বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর ওপর কোন মহাকর্ষ বল কাজ করে না । তাদের অভিকর্ষজনিত স্বরনের মান প্রায় পৃখিবীর 1/6 ভাগ । 

সুতরাং চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় ১.৬৩ নিউটন । কোন বস্তুর ওজন পৃখিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের ওপর নির্ভর করে । যদি দূরত্ব বাড়ানাে হয় তাহলে তার উপর পৃখিবীর আকর্ষন কমে যায় । ফলে বস্তুর ওজন হ্রাস পায় । ভূপৃষ্ঠে এক কেজি ভরের কোন বস্তুর ওজন ৯.৮ নিউটন হলেও পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তরি ওজন কমতে থাক ।

পৃথিবীতে আমার ভর 50 Kg পৃতিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরন g = 9.৪ মিটার / সেকেন্ড

 পৃথিবীপৃষ্ঠে আমার ওজন = 50×9.8 = 49০ নিউটন

 চাঁদে আমার ওজন 490÷6 নিউটন =81.67 নিউটন সুতরাং বলা যায় , চাঁদে বস্তুর ওজন কমে । দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমে যায় ।

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution 

৩ ) প্রশ্নঃ-একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নাও । এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও । এবার নিচের কাজগুলাে কর । 

i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর । 

॥ ) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করা

 III ) গ্লাসে যে পন্তি পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করা তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে ? ব্যাখ্যা কর ।

৩. প্রশ্নঃ-তিনটি ক্ষেত্রে যে পরিবর্তন ঘটছে তা নিচে আলােচনা করা হলঃ 

  • উত্তরঃ-কাজটির ক্ষেত্রে পানির ভিতরে পাথরের নিচের অংশথেকে আলাে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে দুইটি ভিন্ন মাধ্যমে আলাে যদি একই সরল রেখায় চলত তাহলে পাথরটি নিশ্চয়ই সােজা দেখােতাে । কিন্তু পাথরটি ভেঙে গেছে মনে হচ্ছে । এরথেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে আলাে যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে ।আর একেই আলাের প্রতিসরন বলে । একটি স্বচ্ছ মাধ্যম থেকে আলাে ঘন মাধ্যমে প্রবেশের মাধ্যমে এর গতি পথের দিক পরিবর্তন হয় ।
  •  তির্যকভাবে গ্লাসের দিকে তাকালে পাথর আকাঁবাকা দেখায়।কেননা আলাে তার গতিপথের দিক পরিবর্তন করছে । 
  • অর্থাৎ ৩ টি ক্ষেত্রেই এর পরিবর্তন হচ্ছে ।
৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

Tag:৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০,  Class 8,5th Week Science Assignment Solution, ৫ম সপ্তাহের ৮ম শ্রেণীর  এসাইনমেন্ট সমাধান বিজ্ঞান

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment