৫ম শ্রেণির বাংলা সাজেশন ২০২০ | পিএসসি বাংলা সাজেশন ২০২০

আসছালামু আলাইকুম প্রিয় পিএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। তোমাদের সমাপনী প্রস্তুতির জন্য আজকে আমরা ৫ম শ্রেণির বাংলা সাজেশন ২০২০ |পিএসসি বাংলা সাজেশন ২০২০|সমাপনী পরীক্ষার বাংলা সাজেশন ২০২০ নিয়ে হাজির হলাম। Psc Bangla Suggestions টি PDF আকারে তোমাদের জন্য দিতেছি। এখানে ১০ টি স্পেশাল পিএসসি বাংলা সাজেশন ২০২০ দেওয়া হলো।

সমাপনী পরীক্ষার বাংলা সাজেশন ২০২০  | ৫ম শ্রেণির বাংলা সাজেশন ও প্রশ্ন ২০২০ | পিএসসি বাংলা সাজেশন ২০২০     

ক প্রদত্ত অনুচ্ছেদ ( পাঠ্যবই থেকে
 ১,২,৩,৪

১. বাংলাদেশের প্রায় সকল লােক… . বাইরেও অনেক বাঙালি আছে ।
২. গােল গােল গােল চারদিক হতে ওঠে ….. আসে যে মেসের ঘরে ।
 ৩. মাটির তৈপি শিল্প আমরা বলি । নানা জিনিষ তৈরি করে কুমােরেরা ।
৪. উয়ারী বটেশ্বর এলাকা ………. ছিল যথেষ্ট উন্নত ।
 ৫. শিক্ষকে কন জাহাপনা আমি……. উদার বাদশা আলমগীর ।
 ৬. বিশ্বভূমন্ডল বড়ই বিচিত্র…… ভিন্ন রকমের জলপ্রপাত ।
 ৭. ১৮২২ সাল তিতুমীরের বয়স ….. নারকেলবাড়িয়ার বাশের কেল্লা ।

খ প্রদত্ত অনুচ্ছেদ ( পাঠ্যবই বহির্ভূত )

১. বাংলাদেশের কুঠির শিল্প একসময় …….. দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ।
২. এক মুদির দোকানে অনেক ইদুর….. বিড়ালের গলায় ঘন্টা বাধতে ।
 ৩. রাশিয়ার এক গ্রামে পাখােম নামে….. জমির প্রতি অতি লােভ ।
 ৪. যানজট বর্তমানে ঢাকা ………. সুরাহা করা সম্ভব হবে ।
৫. গ্রীষ্মের ছুটিতে আমরা লোকশিল্….. এমন জিনিস তৈরি করতে পারি। 
৬. গাছ পালা আমাদের পরম বন্ধু……. গাছ লাগান পরিবেশ বাচান ।

 ৮ নং ( যুক্ত বর্ণ ও বাক্য গঠন ) স্ত , দ্ধ , স্ত্র , ক্ষ , স্ত , জ্ঞ , ল্প , দ , , , ষ্ট , স্ত্র , ও , স্ট , ঋ , ক্র , স্ব , , ।

১০ নং এক কথায় প্রকাশ

অন্ত নেই যার , অহংকার নেই যার , দমনকরা যায়না যা , উপায় নেই যার , রক্তদিয়ে লাল করা হয়েছে যা , জলে চলে যে , জানার ইচ্ছা , যা পাওয়া গেছে , ভদ্র নয় যে , যার সীমা নেই , বরন করার যােগ্য , মেধা আছে এমন যার ,বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ , পূর্বে যা ঘটেনি , যার উপস্থিত বুদ্ধি আছে , শিল্পচর্চা করেন যিনি , যা জলে চরে , ভিনদেশে য বাস করে , নিজের ইচ্ছা , প্রবাসে বাস করে অথবা ।

 ক্রিয়াপদের চলিত রুপ ।

 দেখিবাে , মরিতেছি , যাইব , চলিতেছে , আঁকিব , তুলিবাে , জ্বালাইয়া , করিয়া , হারাইয়া , থাকিতে , দেখিতে , আসিয়াছে , পড়িয়া , ভাঙ্গিয়া , লড়িবে , মিশিয়াছে , চড়িয়া , হইল , তাহারা , কিনিব , তাকাইয়া।

 ১১ নং বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ

 বিপরীত শব্দঃ
পরাধীন , আরম্ভ , যন্ত্রনা , পরাজয় , খােলা , খসখসে , স্বাধীন , ক্ষতি , আলাে , যুদ্ধ , অখাদ্য , রাত্রি , কৃতজ্ঞ , আকাশ , জন্ম , সাধু নকল , কল্যাণ , বুদ্ধিমান , সুনাম , বিশ্রাম , ঘুমন্ত , নিরস্ত্র , নতুন , অসীম , আসে , জীবন , শান্তি , স্বৰ্থকতা , আবির্ভাব , সুলভ , প্রাচীন

সমার্থক শব্দ :
গৃহ , যাতনা , আধুনিক , মৎস্য , লােকশান , চালাক , বাতাস , আকাশ , রাত্রি , শিক্ষক , অন্ধকার , বৃষ্টি , সিন্ধু , পৃথিবী , মােট , সূর্য , বায়ু , নদী , পানি , ধরণী , কৌতুহল , অলস , যুদ্ধ , সাহসী সংকল্প , জননী , পাহাড় , দেশ ।

১২. কবিতা হতে প্রশ্ন )
 সংকল্প , ফেব্রুয়ারি গান , স্বদেশ , ফুটবল খেলােয়াড় , ঘাসফুল , শিক্ষাগুরুর মর্যাদা , দুইতীরে

১৩.আবেদন ফরম পূরন

১৪ নং দরখাস্ত বা চিঠি

বিদ্যালয়ে লাইব্রেরী তে বিভিন্ন গল্প বই সরবরাহের জন্য দরখাস্ত লিখ ছুটি চেয়ে দরখাস্ত ।
তােমাদের বিদ্যালয়ে নলকঁপের জন্য দরখাস্ত লিখ ।
শিক্ষাসফরে যাবার জন্য দরখাস্ত লিখ ।
বােনের বিয়ে উপলক্ষে বন্ধকে চিঠি লিখ ।

১৫ রচনা

কম্পিউটার
তােমার প্রিয় খেলা
আমাদের এইদেশ
বাংলাদেশের মৃৎশিল্প
একটি ঐতিহাসিক স্থান
শিক্ষাগুরুর মর্যাদা

উপরের সাজেশন টি সবাই পড়বেন আর এই রকম আরো ১০ টি সাজেশন নিচে PDF ফাইল ডাউনলোড করে পড়তে পারেন। সকল বোর্ডের জন্য প্রযোজ্য।     

নোটঃ পিডিএফ ডাউনলোড করে অবশ্যই জুম করে পড়তে হবে।   

Leave a Comment