Table of Contents

হ্যায় কালামে ইলাহী মে শামস্ ও দোহা
বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
হ্যায় কালামে ইলাহী মে শামস্ ও দোহা, তেরে চেহরায়ে নূর ফসা কী ক্বসম ॥
কসমে শব তার মে রায ইয়ে থা, কেহ হাবীব কী ফুলফে দো তা কী ক্বসম ॥
সে কোরআন মজীদেতে চাঁদ কি সুরুজ, তব নূরানী চেহারা পাকের কসম,
রাতের ও তমসার শপথে হেতু, কেশগুচ্চ মায়াবী দুয়ের কসম ॥
———————
তেরে খুলক্ব হক নে আযীম কাহা, তেরী খালক্ব কো হক নে জমীল কিয়া,
কোয়ী তুঝসা হুয়া হ্যায় নাহোগা শাহা, তেরে খালেকে হুসন্ ও আদা কী ক্বসম ॥
তব আখলাক শুনি হেথা খুলুকে আযীম, ভব সুন্দর সৃষ্টি রূপে সে অসীম,
নহে তুল্য তোমার কেউ না হবে কড়ু; রূপস্রষ্টা মহিমাময়ের কসম ॥
———————
উঅহ্ খোদা নে হ্যায় মর্তবা তুঝ কো দিয়া, নাহ্ কিসী কো মিলে না কিসী কো মিলা,
কেহ কালামে মজীদ নে খাঈ শাহা, তেরে শাহার ও কালাম ও বা কী ক্বসম ॥
বিধাতা সে মর্তবা দিয়েছে তোমায়, জুটেনি বরাতে কারো, কভু কেউ তা না পায়,
খোদ কুরআনে করীমও করেছে রাজন, তব বাণী, বসত, জীবনের কসম।
———————
তেরা মাসনাদে নায হ্যায় আরশে বরী, তেরা মাহরামে রায হ্যায় রূহে আমী
তু হী সরওয়ারে হার দো জাহাঁ হ্যায় শাহা, তেরা মিসল নেহী হ্যায় খোদা কী কসম ॥
আরশে ইলাহ্ তব পরশে ব্যাকুল, রূহুল আমীন-রাখে রহস্য অমূল,
দোজাহানে তুমিই সম্রাট রাসূল, অতুল, সে করুণাময়ের কসম ॥
———————
ইয়েহী আরয হ্যায় খালেকে আরদ্ব ও সামা উঅহ রাসূল হ্যাঁয় তেরে ম্যাঁয় বান্দাহ্ তেরা,
মুঝে উনকী জওয়ার মে দে উঅহ্ জাগাহ্ কেহ্ হ্যায় খুলস্ কো জিসকী সাফা কী ক্বসম ॥
এটাই আরজ ওগো স্রষ্টা ভবের, এ রাসূল তোমার আমি বান্দা জাতের,
তাঁরই কাছে দিও মোরে একটু সে ঠাঁই, যাকে অষ্ট বেহেশত সবের কসম ॥
———————
তুহী বান্দা পেহ্ করতা হ্যায় লুৎফ্ ও আতা, হ্যায় তুঝহী পেহ ভরোসা তুঝহী সে দুআ,
মুঝে জলওয়ায়ে পাকে রাসূল দেখা, তুঝে আপনে হী ইযয ও উলাকী কসম ॥
হে খোদা মায়া তব বান্দা পরে, ভরসা তোমার, মাঙি যুক্তকরে,
মোরে জলওয়া রাসুলের একটু দেখাও, তর ইজ্জত ও মহিমা নিজের কসম ॥
———————
মেরে গরচেহ গুনাহ হ্যায় হদ সে সিওয়া, মাগার উনসে উমীদ হ্যায় তুঝছে রাজা,
তু রাহীম হ্যায় উনকা কারাম হ্যায় পাওয়া, উত্সহ করীম হ্যাঁয় তেরী আতা কী ক্বসম ॥
নাহি সীমা যদি বা পাপে আমার, আশা তাঁরই পরে, তাহার তব দৃষ্টি উদার,
তুমি দয়ালু যে তাঁরই দয়া প্রমাণ, তিনি দাতা, তোমারই দানের কসম ॥
———————
ইয়েরী কেহতা হ্যায় বুলবুলে বাগে জিনাঁ, কেহ্ রেখা কী তরেহ কোয়ী সাহরে বয়াঁ
নেহী হিন্দ মে ওয়াসেফে শাহে হুদা, মুঝে শওখীয়ে ত্ববয়ে রেযা কী ক্বসম ॥
বাগে জান্নাতেরই বুলবুলি কহে, সে রেখার মতন যাদুগীত গাহে,
তাঁরই বন্দনা গাইতে যে হিন্দ-এ নাহি, রেখার উৎসাহী এই চিত্তের কসম ॥
———————