হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান… অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস

হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান... অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস | সারমর্ম

হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান!

তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান

কণ্টক মুকুট শোভা; -দিয়াছ তাপস,

অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস;

উদ্ধত উলঙ্গ দৃষ্টি; বাণী ক্ষুরধার,

বীণা মোর শাপে তব হল তরবার।

দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,

অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস।

সারমর্ম: দারিদ্র্য জীবনক্যে করে মহিমান্বিত। দারিদ্র্য মানুষকে স্পষ্টভাষী করে, ফলে সে নির্মম বাণী প্রকাশের প্রেরণা পায়। নিজের দাবি জানাতে সাহস পায়। কিন্তু দারিদ্র্যের অভিশাপে জীবনের অনেক স্বপ্ন অপূর্ণ থাকে এবং সৌন্দর্য-আনন্দ বিনষ্ট হয়।

Leave a Comment