স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস,এসএমএস (১৫০+) | স্বামী স্ত্রীর ভালোবাসা কবিতা

 

স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস,এসএমএস (১৫০+) | স্বামী স্ত্রীর ভালোবাসা কবিতা | স্বামী স্ত্রীর ভালবাসার ছন্দ

আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস,এসএমএস -স্বামী স্ত্রীর ভালোবাসা কবিতা -স্বামী স্ত্রীর ভালবাসার ছন্দ শেয়ার করবো। যারা স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস,এসএমএস -স্বামী স্ত্রীর ভালোবাসা কবিতা – স্বামী স্ত্রীর ভালবাসার ছন্দ খুজতেছেন তাহলে সঠিক জায়াগায় এসেছেন।

           

স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস 

 ১.স্ত্রীদের যা কিছু পাওনা রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে পৌঁছে দাও। আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা রয়েছে।

 ২.স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য।

৩.স্বামীর ওপর স্ত্রীর অধিকার এই যে, স্বামী তার খাবার, পোশাক পরিচ্ছদ, বাসস্থান এবং আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করবে। 

 ৪.যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরন করে,সে জান্নাতবাসিনী হবেন। 

৫. এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে

 ৭. ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। 

৮. ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনোনিষ্পত্তি হবে না 

৯. স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি শ্রদ্ধা প্রদর্শন সম্পর্কে রাসুলে আরাবী সা. আরো ইরশাদ করেন- আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে আমি নির্দেশ দিতাম স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য।

 ১০।হযরত উম্মে সালামা (রাঃ) এর বর্ণনা মতে, রাসুলে আকরাম (সাঃ) বলেনঃ কোন স্ত্রী লোক যদি এমন অবস্থায় মারা যায় যে, তার স্বামী তার উপর সন্তুষ্ট, তবে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিযী)

 ১১।  তোমায় আমি বলতে চাই,

            “তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।

            “ভালবাসি শুধু তোমায় আমি,

            “জনম জনম ভালবাসতে চাই।

১২।জানিনা ভালোবাসার আলাদা

            “আলাদা নিয়ম আছে কিনা,

            “তবে আমি কোন নিয়মে তোমাকে

            “ভাল বেসেছি তাও জানিনা,

            “শুধু এইটুকু জানি আমি

            “তোমাকে অনেক অনেক ভালোবাসি.  

১৩।  মনে হয় শুধু আমি আর শুধু তুমি

            “আর ঐ আকাশের পউষ নিরবতা,,

            “রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে

            “কতকাল কহিয়াছি আধো আধো কথা!! 

১৪। যতনে রেখেছি তোমায় আমারি বুকে_

            “

            “পারবেনা কেড়ে নিতে কেউ তোমাকে_

            “

            “কোথায় যাবো আমি কে আছে আমার_

            “

            “তুমি ছাড়া পৃথিবীটা এতই আধাঁর

            “

            “এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো,

            “

            “জনমে জনমে আমি তোমারি রবো_ 

১৫।   আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,

            “আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,

            “আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,

            “আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,

            “আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,

            “আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !  

 স্বামী স্ত্রীর ভালোবাসা কবিতা 

 কবিতা-১

        নিরাশায় আশার আলো:-

তোমাতে অসংযত হয়েই আমার পাপ

ভালবাসার এ সংসারে বাড়তি চাওয়া শাপ!

চাইবে স্বামী স্ত্রীর কাছে একটু আদর বেশি

স্ত্রী বলে \’নির্যাতন এই, খাটাও কেন পেশী!\’

স্ত্রী বলে \’ক্লান্ত আমি সারা দিনের শ্রম\’

স্বামী বলে \’তুমিই কাজী , আমিও কি কম!\’

ভালবাসার দরাদরি নিত্য দিনের খেলা

এ সংসারে প্রেমের কদর অনল বন্দীশালা!

কে কি ভাবে চাইছি কাকে অনেক আপন করে

স্বামী স্ত্রীর বোঝাপড়া হয়নি যুগান্তরে।

কেউ বুঝি কম কেউ বা বেশি ঝগড়া সারাক্ষণ

ক্ষণিক পরে আবার বাঁধে সংসার আমরন। 

 কবিতা-২

        স্বামী :- আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ,

আগে জানলে আনতাম না এমন ঝগড়াটে বউ।

স্ত্রী :- নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেধেছে,

আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?

স্বামী :- ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গা,

বিয়ের আগে লক্ষী মেয়ে কিছুই চাইতো না।

স্ত্রী :- নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে,

তোমার মতো কিপটা স্বামী আর দেখি নাই রে।

স্বামী :- মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি,

তোমার মতো দাজ্জাল বউকে দিতেই হবে ছুটি।

স্ত্রী :- তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, আমার বজ্জাত স্বামীটা আমায়, করে যেন সম্মান।

স্বামী :- আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই,

বিয়ের পরে এখন শুধু করে খাই খাই।

স্ত্রী :- ছিপখান তিন দাড় তিন জন মাল্লা,

কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।

স্বামী :- ভোর হলো দোর খোল, খুকুমণি উঠরে,

ভাল যদি না লাগে বাপের বাড়ি ছোটরে।

স্ত্রী :- আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে,

আগে বুঝিনি তুমি এত বাজে।

স্বামী :- আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে,

আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।

স্ত্রী :- সবার সুখে হাসবো আমি, কাদবো সবার দুঃখে,

আর বেশি কথা বললে,টেপ মেরে দেব মুখে।

 

  কবিতা-৩

        যখন তুমি টেনে নিয়েছ তোমার বাহুবন্ধনে-

তুমি মিশে ছিলে আমার প্রতি হৃৎস্পন্দনে!

কিছুদিন আগেও আমি পাইনি যার সাড়া,

আজকে তাই নাড়া দিল আমার মনের কড়া!

বিধ্বস্ত মনের আস্তাকুড়ে যা ছিলো চাপা পড়ে,

তোমার ভালবাসায় আজ তা যেন পেয়েছে জীবন,

আর তাই ক্ষণে ক্ষণে অনুভুতিতে উঠছে নড়ে!

তোমার বিহনে প্রতিপলে কেন সইছি এই মরণ?

এরই নাম যদি ভালবাসা হয় তবে কেন এই দহন?

কি অদ্ভুত এই ভালবাসা আর কি অদ্ভুত এ উপলব্ধি,

যার কাছে পরাজিত হয়েছি আমি, স্তন্ধ হয়েছে সব বুদ্ধি!

সর্বনাশা এই ভালবাসায় যে ছিল এত সুখ-

আজ আমি তা জেনে গিয়েছি,

আর কখনও তোমাকে করবোনা বিমুখ।

ভালবাসার কাছে পরাজিত হয়ে আমি

দিয়েছি যখন ধরা-

পরওয়া করি না দুঃখ যাতনা,

ক্ষোভ, হতাশা কিংবা জীর্ণজরা!

এতিদিন শুধু উপলব্ধিতেই ছিল যে ভালবাসা,

বাস্তবে তার দেখা পেয়ে মিটেছে মনের আশা।

এটা কি ভালবাসার উপলব্ধি নাকি উপলব্ধির ভালবাসা?

কেন দূরে চলে গেলে, বাড়িয়ে দিলে মনের হতাশা?

শত বাঁধা পেরিয়ে তুমি-

আমার হৃদয় যখন করেছ দখল,

তোমাকে জড়িয়ে রাখবো আমি,

দিয়ে আমার ভালবাসা সকল।

আমাদের জীবনে এটাই বয়ে আনুক সুখ সমৃদ্ধি-

এইত আমাদের ভালবাসা আর এইত তার উপলব্ধি

  কবিতা–৪

        আমাকে ভালবাসায় বিশ্বাস করতে দাও।

কেউতো মানুষ হয়ে পৃথিবীতে আসেনা

পৃথিবীতে এসে মানুষ হয়,

কেউ ভালবাসা শিখে ভালবাসেনা

বরং ভালবেসে ভালবাসা শিখে।

অতএব আমাকে দায়মুক্ত কর।

কসম লাগে

গাংচিলের ডানায় ভর করে

আমাকে উড়ে যেতে দাও…। 

   কবিতা-৫

        আমাদের ভূবনে থাকবে না কোন বেদনা,

থাকবে না কোন বিরহ আর দেনা-পাওনা।

তোমাকে ছেড়ে আমি কখনও দূরে যাবোনা,

তোমার ব্যাপারে আমি পিছপাও হবোনা।

ঢেকে রাখবো তোমায় দিয়ে সব ভালবাসা,

প্রমাণ করতে পারি, তুমিই আমার আশা।

আমার জীবনে তুমি এনে দিলে পরিবর্তন,

তোমার জন্য আমার সব! এটা রেখ স্মরণ।

তোমার হৃদয়ের মাঝে আমায় দিও আসন,

তুমিই আমার ভালবাসা, তুমিই আমার ভুবন।

 

    কবিতা-৬

মিষ্টি মুখের দুষ্টু হাসি

কেড়ে নিল মন

কেড়ে নিয়ে হৃদয় আমার

করল আপন জন।

এই হাসিটাি স্বপ্ন আমার

এই খুশিটাই আশা

এটাই আমায় বাঁচিয়ে রাখে

এটাই ভালবাসা।

এই হাসিটা ধরে রেখো

বন্ধ তোমার মুখে

দেখব হাসি, ভরবে হৃদয়

কাটবে জীবণ সুখে। 

স্বামী স্ত্রীর ভালবাসার ছন্দ

★মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন ।..

 স্বাপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন ।..

 একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ।

★হৃদযের সীমানায় রেখেছি যারে,

 হয়নি বলা আজো ভালবাসি তারে।

 ভালবাসি বলতে গিয়ে ফিরে- ফিরে আশি। 

কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?

★ভালোবাসার অর্থ কি?

 বলতে পারিস??

 ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে…!!

 ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর মুখটি আকাশের মতো ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!!

 ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ তোর স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……!!

★মিষ্টি চাঁদের মিষ্টি আলো,

 বাসি তোমায় অনেক ভালো.

 মিটি- মিটি তারার মেলা,দেখবো তোমায় সারাবেলা.

 নিশিরাতে শান্ত ভুবন,

 চাইবো তোমায় সারাজীবন.

★টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,

 কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,

 বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,

 মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,

 জানু তোমার জন্য।

★আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,

 আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া ,

 আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, 

 আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,

 আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,

 আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

★কিছু কথা কিছু পরিচয়,

 ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি,

 ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। 

 “আই মিছ ইউ”।

★যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর

 তারার দেশে, তুমি কী তখনও খুজবে

 আমায় হাত বাড়িয়ে ভালবেসে.? 

যদি কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ,

 তুমি কী তখন জ্বালাবে আলোর দ্বীপ.?

 যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে,

 তখনও কী আমি থাকবো

 তোমার মনের সীমান্তে.?

★চোখে আছে কাজল কানে আছে দুল,

 ঠোট যেন রক্তে রাঙা ফুল,

 চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,

 এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।

আরো দেখুন 

★ যেখানে রয়েছে তোমার

 ভালোবাসার সূখের নীড়। আর সেই

 নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।

 আমি কল্পনার সাগরে ভেসে চলে জাব,

 জাব তোমার হৃদয় সৈকতে,

 তুমি দিবেনা ধরা?

★টিপ- টিপ বৃষ্টি পরে।

 একা বসে আছি ঘরে। 

তুমি আছো কেমন করে।

 জানাও আমায় এস এম এস করে।

 তোমার কথা মনে করে। মেসেজ দিলাম সেন্ট করে।

বাচ্চাদের সুন্দর সুন্দর ইসলামিক নাম ও অর্থ জানতে ক্লিক করুন

টাগঃস্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস, স্বামী স্ত্রীর ভালোবাসা কবিতা,স্বামী স্ত্রীর ভালবাসার ছন্দ

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment