স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে… শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর

স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে... শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর | সারমর্ম

স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে;

সুখের আশা জ্বালে বুকে দুঃখের ছায়া নাশে।

স্বাধীনতা সোনার কাঠি খোদার সুধা দান,

স্পর্শে তাহার নেচে উঠে পূর্ণ দেহে দাণ।

মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হৃদয় তলে

বুক ফুলায়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।

দর্পভরে পদাহত উচ্চ করে শির,

শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর।

সারমর্ম: স্বাধীনতা মানুষের অমূল্য সম্পদ। স্পর্শমণির মতো এটি মানব-মন থেকে সকল দুঃখ গ্লানি দূর করে আশা-আনন্দে মন-প্রাণ ভরিয়ে দেয়। স্বাধীনতার স্পর্শে ভীরু কাপুরুষের বক্ষে ও প্রাণের সঞ্চার হয় এবং তারা একসময় মাথা উঁচু করে বীরের মতো দণ্ডায়মান হয়।

Leave a Comment