স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।


৩রা আগস্ট, ২০২২

বরাবর
প্রধান শিক্ষক,
জামালপুর সরকারি উচ্চ
বিদ্যালয়, জামালপুর।


বিষয় : সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন।

জনাব,

সবিনয়
নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রী। আপনার অবগতির জন্য
জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ বা সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই।
বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত তিনটি নলকূপের মধ্যে দুইটি আর্সেনিকযুক্ত। যে একটি
নলকূপ আর্সেনিকমুক্ত তা-ও আবার প্রায় চার মাস ধরে অকেজো। এতে আমরা খাওয়ার
পানির বিশেষ সংকটে আছি। আবার দূষিত পানি পান করে শিক্ষার্থীরাও পানিবাহিত নানা
রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শিক্ষক-শিক্ষার্থী চরম ক্ষতিরমুখে
পড়বে। তাই বিদ্যালয়ে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা অত্যন্ত জরুরি।
অতএব, আপনার নিকট সবিনয় নিবেদন, জরুরি ভিত্তিতে আর্সেনিকমুক্ত ও গভীর নলকূপ
স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে বাধিত করবেন।

বিনীত
নিবেদক,
জামালপুর স্কুলের ছাত্র-ছাত্রীর পক্ষে
অনিন্দ্য সোম
শ্রেণি
: ৭ম, রোল নং : ০৫

Download PDF

Leave a Comment