সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ | ইন্না আনযালনাহু সূরা

সূরা আল-কদর (বা ক্বদর) (আরবিسورة القدر‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ৫ টি এবং এর রূকুর সংখ্যা ১। আল ক্বদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।কদরের এর অর্থ মাহাত্ম্য ও সম্মান। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে “লায়লাতুল-কদর” তথা মহিম্মান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেনঃ এ রাত্রিকে লায়লাতুল-কদর বলার কারণ এই যে, আমল না করার কারণে এর পূর্বে যার কোন সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না, সে এ রাত্রিতে তওবা-এস্তেগফার ও এবাদতের মাধ্যমে সম্মানিতও হয়ে যায়।

সূরার নাম্ভার ৯৭
আয়াতের সংখ্যা
রুকুর সংখ্যা
       

 ইন্না আনযালনাহু সূরা

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

اِنَّاۤ  اَنۡزَلۡنٰہُ  فِیۡ  لَیۡلَۃِ  الۡقَدۡرِ ۚ﴿ۖ۱﴾

وَ مَاۤ  اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ  الۡقَدۡرِ ؕ﴿۲﴾

لَیۡلَۃُ  الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ  مِّنۡ  اَلۡفِ شَہۡرٍ ؕ﴿ؔ۳﴾

تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ  فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِنۡ  کُلِّ  اَمۡرٍ ۙ﴿ۛ۴﴾

سَلٰمٌ ۟ۛ ہِیَ حَتّٰی مَطۡلَعِ  الۡفَجۡرِ ٪﴿۵﴾

সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ 

 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

  1. ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।
  2. ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।
  3. লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।
  4. তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম  মিন কুল্লি আমর।
  5. ছালা-মুন ( ϣ ϊ)হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।

ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর সূরা অর্থ

  1. নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে;
  2. আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জান কী?

  3. মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।

  4. ঐ রাতে (মালাইকা) ফিরিশতাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে।

  5. শান্তিই শান্তি! সেই রাত-ফাজরের আবির্ভাব পর্যন্ত।

সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ | ইন্না আনযালনাহু সূরা | ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর সূরা

Tag:সূরা ইন্না আনযালনা বাংলা উচ্চারণ, ইন্না আনযালনাহু সূরা,ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর সূরা

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment