আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম।
আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো সুপ্রভাত শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস, শুভ সকাল শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার, শুভেচ্ছা বার্তা শুভ সকাল এসএমএস এই সকল কিছু আপনারা আমাদের এই পোস্ট থেকে পাবেন। আশা করি আপনাদের সুবিধা হবে আমাদের পোস্টে দেওয়া ছবিগুলো এবং এসএমএস গুলো পেয়ে।
সুপ্রভাত শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস
★★আলাে সূর্যের, হােক কিংবা
আশার।
দুটোই জীবনের অন্ধকার
মুছে ফেলে।
🌄শুভ সকাল🌄
★★শিশির ভেজা দূর্বা ঘাসে,
শিশির কণা বলছে হেঁসে,
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমায় সুপ্রভাত।
★★প্রতিদিন নতুন ভাবনা,
নতুন চিন্তা নতুন আশা
নিয়ে দিন শুরু করো,
তাহলে সারা দিন ভালো কাটবে।
🌄শুভ সকাল🌄
★★আকাশ যতই মেঘলা হোক,
ভরসা রাখো নিজের উপর,
চিরকাল মেঘলা দিন থাকে না…
রোদ নিশ্চয়ই উঠবে।
🌄শুভ সকাল🌄
★★একটি নতুন সকাল তোমাকে
নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।
যদি তুমি সেই সকালটাকে তার
মর্যাদা দিয়ে বরণ করতে পারো।
🌄শুভ সকাল🌄
★★আজকের এই নতুন দিনটিকে
মুখে হাসি নিয়ে স্বাগত জানাও,
এগিয়ে চলো নিজের স্বপ্ন পূরণের রাস্তায়।
🌄সুপ্রভাত🌄
★★প্রতিটি মানুষ হাসতে চায়
কান্না ছাড়া,
কিন্তু রংধনু কি দেখা যায়
দু-ফোঁটা বৃষ্টি ছাড়া…
🌄শুভ সকাল🌄
শুভ সকাল শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার













শুভেচ্ছা বার্তা শুভ সকাল এসএমএস
★★গাছে গাছে ডাকছে পাখি,
সূর্য মামা দিলো উঁকি।
হিমেল হাওয়া বলে গেলো,
নতুন দিন শুরু হলো।
জেগে উঠো তারাতারি ,
SMS গেছে তোমার বাড়ি।
🌄শুভ সকাল🌄
★★“কিছু নুতুন স্বপ্ন কিছু নুতুন আশা
কিছু ভালোবাসা কিছু চাওয়া
কিছু ভালোলাগা নিয়ে তোমাকে বলছি
শুভ সকাল।”
★★“দিনের শুরুতে বুক ভরা
ভালোবাসা নিও,
অন্তরের অনন্ত প্রেম নিও,
বিনিময়ে এই পাগলটাকে
সারাদিন একটু ভালোবাসা দিও।
•• শুভ সকাল ••”
★★“হালকা সালকা মেঘলা আকাশ,
মৃদু মৃদু বইছে বাতাস।
চোখ খুলেছি তোমার টানে,
আমায় রেখো তোমার মনে।
কাটুক একটা ভাল দিন,
তোমায় জানাই গুড মর্নিং।”
★★“তোমার জন্য জোস্না রাত,
রূপালী চাঁদ,
তোমার জন্য তারার মেলা,
মিষ্টি সকাল বেলা।
•• শুভ সকাল ••”
★★সূর্যটাকে খুব হিংসে হয়,
প্রতিদিন সকালে সে
তোমার মুখটা আমার
থেকে আগে দেখে বলে।
❦~শুভ সকাল~❦
★★কারো জন্যে পৃথিবীর সব
থেকে সুন্দর মুহূর্ত হল
তার ভালোবাসার মানুষের
পাশে জেগে ওঠা,
একদিন আমরা একসাথে
ঘুম থেকে উঠবো।
সেই দিনের অপেক্ষায়
শুভ সকাল শুভেচ্ছা জানাই।
Tag: সুপ্রভাত শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস, শুভ সকাল শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার, শুভেচ্ছা বার্তা শুভ সকাল এসএমএস
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)