সাধারণ জ্ঞান : ব্রন্টি পরিবারের ৩ বোন

ব্রন্টি পরিবারের ৩ বোন

Charlotte Bronte 

(শার্লটি ব্রন্টি) 

জীবন কথা : শার্লটি ব্রন্টি ছিলেন আইরিশ পাদরি প্যাট্রিক ব্রন্টির তিন কন্যার বড় কন্যা। অন্য দুই কন্যা যথাক্রমে— এমিলি ব্রন্টি (Emily Bronte) ও অ্যানি ব্রন্টি (Anne Bronte)। শার্লটির প্রথম উপন্যাস ‘দি প্রফেসর’ (The Professor) প্রকাশ পায় ১৮৫৭ সালে। শার্লটির ব্রন্টির Pen Name — Correr Bell।  

উল্লেখযোগ্য উপন্যাস (Novel) : 

  • Jane Eyre (জেন আয়ার), ১৮৪৭ 
  • Shirley (শার্লে), ১৮৪৯ 
  • The Professor (দি প্রফেসর), ১৮৫৭ 
  • Villette (ভিলেট), ১৮৫৩

Emily Bronte

(এমিলি ব্রন্টি)

জীবন কথা : ব্রন্টি পরিবারের দ্বিতীয় কন্যা এমিলি ব্রন্টি। তাঁর রচিত উপন্যাস Wuthering Heights, 1847 (উইদারিং হাইটস্)। এমিলি ব্রন্টির Pen Name — Ellis Bell।

তাঁর লিখিত বিখ্যাত কবিতা : A death Scene 

Anne Bronte

(অ্যানি ব্রন্টি) 

জীবন কথা : প্রায় সকল সমালোচকের মতে তাঁর উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম নেই। 

অনুশীলন (বিসিএস / ব্যাংক / ভার্সিটি / পিএসসি) পরীক্ষার জন্য— 

Q : ”Wuthering Height” is a/ an—

A : Novel 

Q : Who wrote ””Wuthering Height”? 

A : Emily Bronte 

Leave a Comment