সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের আধুনিক যুগ

বাংলা সাহিত্যের আধুনিক যুগ

বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা শুরু হয়? — উনিশ শতকে।

গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? — আধুনিক যুগ।

বাংলা–গদ্যের আদি নিদর্শন কোনটি? — কোচ বিচার রাজের লেখা চিঠি।

বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ– রোমান–ক্যাথলিক সংবাদ’ –এর রচয়িতা
কে? — দোম আন্তোনিও।

বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? —
কৃপার শাস্ত্রের অর্থভেদ।

উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে
স্থাপিত হয়? — ১৪৯৮ সালে।

বাংলা মুদ্রাণ যন্ত্র আবিষ্কার হয় যে
সালে? — ১৮০০ সালে।

শ্রীরামপুরের মিশনারীরা বিখ্যাত / স্মরণীয় যে
কারণে? — প্রথম বাংলা মুদ্রাণ।

বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা
প্রতিষ্ঠিত হয়? — রংপুরে।

বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন
প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? — ফোর্ট উইলিয়াম কলেজ।

ফোর্ট
উইলিয়াম কলেজ কত সালের কত তারিখ প্রতিষ্ঠিত হয়? — ১৮০০, ৪ মে।

ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? — উইলিয়াম কেরি।

ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? — লর্ড ওয়েলেসলি।

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাব খোলা হয়? — ১৮০১ সালে।

ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? —
উইলিয়াম কেরি।

যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে
তার নাম — উইলিয়াম কেরি।

বাংলা গদ্যের বিকাশে যে বিদেশীর অবদান
সর্বাধিক? — উইলিয়াম কেরি।

‘কথোপকথন’ গ্রন্থটি কার রচনা? —
উইলিয়াম কেরি।

বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী?
কথোপকথন।

১৮১০ সালে দরিদ্র খ্রিষ্টান সন্তানদের জন্য কলকাতায়
কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? — উইলিয়াম কেরি।

ফোর্ট উইলিয়াম
কলেজে বাংলা ভাষার চর্চা করতেন কে? — রামরাম বসু।

বাঙালির লেখা
বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? — রাজা প্রতাপাদিত্য চরিত্র।

‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা কে ছিলেন? —
রামরাম বসু।

কেরী সাহেবের মুনশি বলা হয় কাকে? —
রামরাম বসুকে।

‘ফোর্ট উইলিয়াম যুগে’ সবচেয়ে বেশি গ্রন্থ রচনা
করেন কে? — মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

ইয়ংবেঙ্গল কি? —
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক।

‘ইয়ংবেঙ্গল’ আন্দোলনের
প্রবক্তা কে ছিলেন? — ডিরোজিও।

বাঙালি কোন কবি ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন? — মাইকেল মধুসূদন দত্ত।

‘ইয়ংবেঙ্গল’ গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কোন পত্রিকা প্রকাশিত হয়? —
জ্ঞানান্বেষণ।

ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন —
রাজা রামমোহন রায়।

ব্রাহ্মধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হয়েছিল?
একেশ্বরবাদ।

সতীদাহ প্রথা রোধ করেন? —
রাজা রামমোহন রায়।

সতীদাহ প্রথা প্রসঙ্গে রাজা রামমোহন রায় যে
গ্রন্থটি রচনা করেন? — প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ।

রাজা
রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? — প্রেস অর্ডিন্যান্স।

‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে? —
১৯২৬।

‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল — শিখা।

ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির
নাম? — শিখা।

“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব।” উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? —
শিখা।

‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ — এর প্রধান লেখক ছিলেন? —
কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ।

মোতাহের হোসেন চৌধুরী কোন
আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? — বুদ্ধির মুক্তি।

‘রেখাচিত্র’
কোন জাতীয় রচনা? — আত্মজীবনী (আবুল ফজল রচিত)।

‘শাশ্বত বঙ্গ’
গ্রন্থটির রচয়িতা কে? — কাজী আবদুল ওদুদ।

‘চৌচির’ উপন্যাসটি কার লেখা? — আবুল ফজল।

আবুল ফজল বাংলা
একাডেমি পুরষ্কার পান কোন সালে? — ১৯৬২ সালে।

১৯ শতকের প্রথম
মুসলিম লেখকের নাম? — খোন্দকার শামসুদ্দিন সিদ্দিকী।

‘মোস্তফা
রচিত’ গ্রন্থের রচয়িতা কে? — মওলানা আকরম খাঁ।

আকরম খাঁ রচিত
‘মোস্তফা চরিত্র’ গ্রন্থটি কোন ধরনের? — সীরাত গ্রন্থ।

‘রসুলবিজয়’ কাব্যের রচয়িতা কে? — শেখ চাঁদ।

হযরত
মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ কোনটি? — মরুভাস্কর।

Leave a Comment