সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান – ১১

সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান

“ ১১ ” – “ এগার ”

আমাদের দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা — ১১টি ( ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, দিনাজপুর, ময়মনসিংহ,
কুমিল্লা, মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা বোর্ড )।

ইসলামী বছরে গ্রেগরুয়ান / ইংরেজি বছরের চেয়ে দিনের সংখ্যা কম
— ১১ দিন।

১৯৬৯ সালে বাঙালি ছাত্র সমাজ যে কর্মসূর্চি ঘোষণা
করে — ১১ দফা।

নীলনদ প্রবাহিত হয়েছে — ১১টি দেশের ভেতর দিয়ে ( ইথিওপিয়া, উত্তর সুদান, দক্ষিণ সুদান, মিশর, রুয়ান্ডা,
তাঞ্জানিয়া, উগান্ডা, বুরুন্ডি, কঙ্গো, ইরিত্রিয়া এবং কেনিয়া )।

চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম — অ্যাপোলো-১১

যুক্তরাজ্যে গভর্নর নির্বাচন করা হয় — ১১টি রাজ্যে।

১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল
— ১১টি ( স্থায়ী ৫+৬ )

বাংলাদেশের সংবিধানের ভাগ বা অধ্যায়
আছে — ১১টি।

বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় — ১১ জুলাই।

ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছিলেন
— ১১ বছর ( তার ক্ষমতার মেয়াদকাল ১৯৭৯ – ১৯৯০ এবং তাকে লৌহ মানবী বলা হয় )।

ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারী বাসভবনের নাম — ১১নং ডাউনিং স্ট্রিট।

মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয় — ১১টি সেক্টরে ( এম এ জি ওসমানী কর্তৃক )

বীরপ্রতীক তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন — ১১নং সেক্টরে ( ময়মনসিংহ ও টাঙ্গাইল )।

সর্বকনিষ্ঠ যোদ্ধা শহীদুল ইসলাম (১২ বছর বয়সে) যুদ্ধ করেন — ১১ নং সেক্টরে।

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি রয়েছেন — ১১ জন।

ক্রিকেট / ফুটবল / হকি খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে — ১১ জন।

স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মৌলিক পদার্থ — ১১ টি।

চট্টগ্রাম বিভাগে জেলা রয়েছে — ১১ টি (ব্রাহ্মমবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী,
বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং কক্সবাজার)।

পার্তব্য চট্টগ্রামে উপজাতির বসবাস — ১১ টি (চাকমা, মারমা, খুমী, পাংখুয়া, মুরং, লুসাই, বনযোগী, চাক, কুকি ও মগ)।

বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে — ১১ টি।

পরবর্তীপর্বগুলো দেখুন :

০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১

Leave a Comment