সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান – ১৩

সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান

“ ১৩ ” – “ তের ”

আরশোলা বা তেলাপোকার হৃদপিণ্ডে প্রকোষ্ঠ আছে — ১৩টি।

সম্রাট
আকবর সিংহাসনে আরোহন করেন — ১৩ বছর বয়সে।

মার্কিন
যুক্তরাষ্ট্রের পতাকায় রেখা বা ডোরা আছে — ১৩টি।

আমেরিকার
গৃহযুদ্ধের সময় প্রদেশ ছিল — ১৩টি।

ব্রিটিনের বণিক
সম্প্রদায় যুক্তরাষ্ট্রে উপনিবেশ গড়ে তুলেছিল — ১৩টি অঙ্গরাজ্যে।

প্রথম আধুনিক অলিম্পিকে অংশগ্রহন করেছিল — ১৩টি দেশ।

আয়তনে সূর্য পৃথিবীর চেয়ে — ১৩ গুণ বড়।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের বিধান প্রণয়নন করা হয়েছিল
— এয়োদশ (১৩) সংশোধনীর মাধ্যমে।

ইউনিয়ন পরিষদের মোট সদস্য
সংখ্যা — ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯ জন সদস্য এবং ৩ জন মহিলা সদস্য)।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট খণ্ডের সংখ্যা — ১৩টি।

নাথান কমিশন গঠিত হয়েছিল — ১৩ সদস্য বিশিষ্ট (১৯১২ সালে)।

কাহ্নপা চর্যাপদের কবিবের মধ্যে সর্বোচ্চ পদ রচনা করেন, তাঁর রচিত
পদের সংখ্যা — ১৩টি।

ইউক্লিডের মহাগ্রন্থ ‘Elements’ এর
খণ্ড সংখ্যা — ১৩টি।

পরবর্তীপর্বগুলো দেখুন :

০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১

Leave a Comment