শৈশব নিয়ে উক্তি ৪০+ | শৈশব নিয়ে বিখ্যাত উক্তি | শৈশব নিয়ে কবিতা | শৈশবের বন্ধু কবিতা


শৈশব নিয়ে উক্তি ৪০+  

আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো শৈশব নিয়ে উক্তি ৪০+,  শৈশব নিয়ে বিখ্যাত উক্তি,  শৈশব নিয়ে কবিতা,  শৈশবের বন্ধু কবিতা,  শৈশবের স্মৃতি কথা এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।

শৈশব নিয়ে বিখ্যাত উক্তি  

★শৈশব হলো ভুল করার সময়,,,,,,!! যেখানে মানুষ ভুল করেই শেখার জন্য,,,,,!!!!

★সপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন একটি সুন্দর এবং কৌতূহলী শৈশব,,,,,!!!!

★সবার শৈশবে সবসময়ই একটি মুহূর্ত থাকে যখন মানুষের ভবিষ্যতের দরজা খুলে যায়,,,,,!!!!

★শৈশব ও কৈশোর থেকে সবেমাত্র পালিয়ে যাওয়া তাদের কমনীয়তা নয়,,,,,,!! যারা ইতিমধ্যে তাদের ভবিষ্যতের অধিকার নিয়েছেন,,,,,,!!!!

★জীবনের সবচেয়ে ভাগ্যবান বিষয়গুলির মধ্যে একটি হলো সুন্দর এবং সুখী শৈশব যা সবার জীবনে আসেনা,,,,,!!!!!!

★শৈশব ও কৈশোরকে যে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই ভবিষ্যতকে জয় করতে পারে,,,,,!!!!

★একবার যদি আবার করে ফিরে পেতাম ছোটবেলা,,,,,,!!কে আর চাইতো সহন করতে বড় হওয়ার এই জালা,,,,,!!!!!!

শৈশব নিয়ে কবিতা  

★বেলা শেষে ঘোধুলি ক্ষণে আনমনে বসে যখন ভাবি একা একা,,,,,!!স্মৃতির কপোটে যদি খিল দিয়ে যেতো রাখা,,,,,!!!!

★সেই শৈশবের স্মৃতি গুলো আজো মনে পড়ে,,,,,,ইচ্ছে করে যাদুর কাঠি ঘুরিয়ে,,,,,,ফিরে যাই সেই দুরন্ত কৈশোরে,,,,,,!!!!!

★শৈশব হারিয়ে গেছে সময়ের স্রোতে,,,,,,,কি হবে আর অশ্বারোহীর মতো স্মৃতির লাগাম টেনে,,,,!!!!!

★প্রজাপতির ডানায় আঁকা ছিলো শৈশবের রঙ্গিন দিনগুলি,,,,,,অশ্রুজলে ভিজে চোখের পাপড়ি সেই হারানো দৃশ্যাবলী,,,,,!!!!

★ঐশ্বর্য ভরা রঙিন এই পৃথিবীর বুকে,,,,,,, সময়ের সমুদ্রে শৈশবের স্মৃতিগুলো আঁকা থাকে,,,,,,!!!!

★তবু ইচ্ছে করে যাদুর কাঠি ঘুরিয়ে,,,,, যদি ফিরে যাওয়া যেতো সেই কৈশোরে,,,,,!!!

★হায় ! স্মৃতির চূঁড়াবালিতে হারানো,,,,,,সেই শৈশব দিনগুলি,,,,,,স্মৃতির জলেই ভিজে ভিজে,,,,,,,খেলে যায় ডাংগুলি,,,,,!!!!

★হায়! নব এ ক্ষণও চলে যায়, অপ্রতিরুদ্ধতায়,,,,,,স্মৃতির রঙিন পত্র দলে,,,,,,ফের কোন একদিন ভেজাবে বলে,,,,,!!!!

শৈশবের বন্ধু কবিতা  

★অ-তে অজগরটি আসছে তেরে,,,,,,আ-তে আমটি আমি খাব পেরে,,,,,,

যখনি প্রথম শিখতে গিয়েছি,,,,,,,তখন ও তোরা আমার পাশেই ছিলি,,,,,!!!!

★কখন ও বা স্কুল পালিয়ে,,,,,,মধ্য দূপুরে পদ্ম পুকুরে ডুব সাতার,,,,,,,তখন ও তোরা সাথেই ছিলি,,,,,!!!!

★কাঁদামাখা পথে পিছলে যাবার ভয়ে,,,,,কতবার হাতে হাত ধরে হেঁটেছি,,,,,,আবার কখনওবা বৃষ্টির আঁড়াল হতে,,,,,,

জোর করে ঠাই নিয়েছি ছাতার নিচে,,,,,,,তখন ও তোরা সাথেই ছিলি,,,,,,!!!!!

★চা-বাগানের আঁড়ালে যখন ব্যস্ত ছিলাম,,,,,,ব্যস্ত ছিলাম প্রেমিকার সাথে প্রেমালাপে,,,,,

তোরা তখন সিমান্তের অতন্ত্র প্রহরী,,,,,,প্রহরীর ন্যায় ছিলি পাহারায়,,,,,!!!!

★অনেক বিপদ আর প্রিয়তমার বাবার রক্তচক্ষু,,,,,,,এসব কিছুর আঁড়ালে,,,,,,,

রাত জেগে লেখা,,,,,,,চিঠিগুলো যখন পৌঁছে দিতে,,,,,তখনও তোরা সাথেই ছিলি,,,,,,!!!!

★তোরা ছিলি শৈশবে,,,,,কৈশোরে কিংবা যৌবনে,,,,তোরা ছিলি,,,,,

আজও আছিস ফেইসবুকে,,,, নয়তবা মুঠোফোনে,,,,!!!!

শৈশবের স্মৃতি কথা

Tag: শৈশব নিয়ে উক্তি ৪০+,  শৈশব নিয়ে বিখ্যাত উক্তি,  শৈশব নিয়ে কবিতা,  শৈশবের বন্ধু কবিতা,  শৈশবের স্মৃতি কথা

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment