শীত আর কত দিন থাকবে ২০২৪

শীত আর কত দিন থাকবে ২০২৩ | শীতের খবর ২০২৩ |শীত কয় মাস থাকে

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক বর্তমানে শীতের মৌসুম চলতেছে। প্রতি বছরের চেয়ে এবার একটু শীত বেশি মনে হচ্ছে। যেমন গরম বেশি পড়েছিল তেমনি এবার শীত ও বেশি পড়তেছে। এই শীতের মৌসুম আর কত দিন থাকবে এমন প্রশ্ন আমাদের সবার মাঝে থাকে। তাই অনেকে এই প্রশ্নের উত্তর খুজাত জন্য গুগলে শীত আর কত দিন থাকবে ২০২৪ সার্চ করে থাকেন। তাই আজকে আমরা শীত আর কত দিন থাকবে ২০২৪ শীত কয় মাস থাকে শীতের খবর ২০২৪ বিস্তারিত আলোচনা করবো।

       

শীত কয় মাস থাকে

বাংলাদেশ ৬ ঋতুর দেশ। তার মধ্যে শীতকাল হচ্ছে একটি ঋতু। যা পৌষ ও মাঘ – এই দুই মাস মিলে শীতকাল গঠিত।

এক নজরে বাংলা,ইংরেজি সহ  কোন মাসে কোন ঋতু দেখে নিন।

বাংলা মাস ইংরেজি মাস কাল/ঋতু
বৈশাখ এপ্রিল-মে গ্রীষ্মকাল
জ্যৈষ্ঠ মে-জুন
আষাঢ় জুন-জুলাই বর্ষাকাল
শ্রাবণ জুলাই-আগস্ট
ভাদ্র আগস্ট-সেপ্টেম্বর শরৎকাল
আশ্বিন সেপ্টেম্বর-অক্টোবর
কার্তিক অক্টোবর-নভেম্বর হেমন্তকাল
অগ্রহায়ণ নভেম্বর-ডিসেম্বর
পৌষ ডিসেম্বর-জানুয়ারি শীতকাল
মাঘ জানুয়ারি-ফেব্রুয়ারি
ফাল্গুন ফেব্রুয়ারি-মার্চ বসন্তকাল
চৈত্র মার্চ-এপ্রিল

শীত আর কত দিন থাকবে ২০২৪

পৌঁছ ও মাঘ মাস মিলে শীতকাল। শীত আর কত দিন থাকবে ২০২৪? আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত চলতি জানুয়ারি মাসের পুরো সময়জুড়ে থাকতে পারে।

শীতের খবর ২০২৩

এই বছর সব মিলিয়ে শীতের প্রকোপে যবুথবু ঢাকাসহ গোটা দেশ। তাপমাত্রা নেমেছে ৫ বছরের মধ্যে সর্বনিম্নে। এ অবস্থায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত আরও বাড়বে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল থেকে উপকূল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। আগামী দুই থেকে তিন দিন দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ। ফলে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দু-এক দিন মেঘ-বৃষ্টি থাকতে পারে। তার পর আবারও শীত বাড়তে পারে।

এ ছাড়া মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশালে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দু-একটি জায়গা থেকে শৈত্যপ্রবাহ কমে গেলেও অধিকাংশ এলাকায় তা অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

Tag:শীত আর কত দিন থাকবে ২০২৪,শীতের খবর ২০২৪, কয় মাস থাকে

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment