লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ

লোভে পাপ পাপে মৃত্যু

আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ,  লোভে পাপ পাপে মৃত্যু এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু। 

লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ 

ভাব সম্প্রসারণ : 

লোভ মানুষের পরম শত্রু । লোভ মানুষকে অন্ধ করে তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় । লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে । 

মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকে লোভ বলে। তখন যা নিজের নয় , যা পাওয়ার অধিকার তার নেই , তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে । সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায় । লোভের মোহে সে সত্য – মিথ্যা , ভালো – মন্দ সব বিসর্জন দেয় । তার ন্যায় – অন্যায় বোধ লোপ পায় । সে পাপের পথে ধাবিত হয় । 

নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে । এভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে । ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম । জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত।

Tag: লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ,  লোভে পাপ পাপে মৃত্যু

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment