রৌদ্র লেখে জয় শামসুর রাহমান কবিতা
কবিতা রৌদ্র লেখে জয়
Kobita Rodro Lekhe Joy Samsur Rahman
রৌদ্র লেখে জয়
শামসুর রাহমান
বর্গি এলাে খাজনা নিতে ,
মারল মানুষ কত ।
পুড়ল শহর , পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত ।
হানাদারের সঙ্গে জোরে
পড়ে মুক্তিসেনা ,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না ।
আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা
মা হয়ে যায় দেশের মাটি ,
তার বুকেতেই থাকা ।
কাল যেখানে আঁধার ছিল
আজ সেখানে ভালাে ।
কাল যেখানে মন্দ ছিল ,
আজ সেখানে ভালো ।
কাল যেখানে পরাজয়ের
কালাে সন্ধ্যা হয় ,
আজ সেখানে নতুন করে
রৌদ্র লেখে জয়
Tag: রৌদ্র লেখে জয় শামসুর রাহমান কবিতা, কবিতা রৌদ্র লেখে জয়, Kobita Rodro Lekhe Joy Samsur Rahman, বর্গি এলো খাজনা নিতে কবিতা
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)