১. সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে-
[ক] সংস্কৃতি
[খ] শিক্ষা
[গ] সামাজিকতা
[ঘ] সমাজ কাঠামো
২. ‘The Division of Labour in Society’ গ্রন্থটি কার?
[ক] কার্ল মার্কস
[খ] স্পেনসার
[গ] ডুর্খেইম
[ঘ] ম্যাক্স ওয়েবার
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব গোপাল চন্দ্র একজন শিক্ষক। তিনি তার ক্লাসে ছাত্র-ছাত্রীদের লক্ষ্য করে বলেন, তোমরা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন কর। তাছাড়া নিজেদের অতীতের গৌরব ধরে রাখতে পারবে না।
৩. গোপাল চন্দ্র স্যার কোন বিষয়ের পাঠের ওপর গুরুত্ব আরোপ করেছেন?
[ক] সমাজবিজ্ঞান
[খ] অর্থনীতি
[গ] নৃবিজ্ঞান
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান
৪. গোপাল চন্দ্র স্যারের পরামর্শ মানলে ছাত্রছাত্রীরা আরও যে সম্পর্কে জানতে পারবে তা হলো-
i. সামাজিক অগ্রগতি
ii. জীববৈচিত্র্যের ধরন
iii. সামাজিক বিকাশধারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫. জৈবিক তাড়নাগুলোকে কী বলা হয়?
[ক] অসংহতি
[খ] মূল্যবোধ
[গ] সহজাত প্রবৃত্তি
[ঘ] বিবর্তন
৬. সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝায়?
[ক] শ্রমবিভাজন
[খ] শ্রেণিসংগ্রাম
[গ] গোষ্ঠীগত উঁচুনীচু অবস্থান
[ঘ] সমাজের উন্নতি-অবনতি
৭. প্রগতির লক্ষ্য বা ধর্ম হলো-
i. সর্বদা সামনে এগিয়ে চলা
ii. সামনে-পিছনে দু’দিকে চলা
iii. বাধাবিপত্তি ডিঙ্গিয়ে কাঙ্ক্ষিত ধারায় এগিয়ে চলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮. বাংলাদেশে প্রধানত কয় ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৯. সম্পত্তি থাকতে পারে-
i. ব্যক্তি মালিকানায়
ii. পারিবারিক মালিকানায়
iii. সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১০. ধর্ম কোন ধরনের প্রতিষ্ঠান?
[ক] রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] সর্বজনীন
১১. টেইলর কোন গ্রন্থে ধর্মের উৎপত্তিসংক্রান্ত ব্যাখ্যা উপস্থাপন করেন?
[ক] ‘Primitive Culture’
[খ] The Threshold of Religion
[গ] Origin of Religion
[ঘ] The Golden bough
১২. মানুষকে সৎ পথে থাকতে অনুপ্রেরণা দেয় কোনটি?
[ক] Life instinct
[খ] Death instinet
[গ] Super ego
[ঘ] Ego
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
সাদিয়া ও জামিলা সামাজিক স্তরবিন্যাসের তত্ত্ব নিয়ে আলোচনা করছিল। জামিলা বলল, স্তরবিন্যাসের একটি তত্ত্বে উৎপাদন যন্ত্রের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে শ্রেণিকে সংজ্ঞায়িত করা হয় এবং সে হিসেবে উৎপাদন যন্ত্রের মালিকানা এবং অমালিকানার ভিত্তিতে সমাজে পরস্পর স্বার্থবিরোধী দুটি প্রধান শ্রেণির কথা উল্লেখ করা হয়।
[ক] বটোমোরের
[খ] কার্ল মার্কসের
[গ] অগাস্ট কোঁতের
[ঘ] ম্যাক্স ওয়েবার
১৪. শ্রেণি সম্পর্কে উক্ত মনীষীর মূল গবেষণার ক্ষেত্র ছিল-
i. পুঁজিবাদের সূচনা ও বিকাশ
ii. পুঁজিবাদী সমাজে সর্বহারা শ্রেণির উৎপত্তি
iii. পুঁজিপতির সঙ্গে সর্বহারা শ্রেণির দ্বন্দ্বের কারণ ও তার প্রতিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫. কোন বিষয়টি পাঠের মাধ্যমে সামাজিক সমস্যাবলি চিহ্নিত করার সুযোগ ঘটে?
[ক] চিকিৎসাবিজ্ঞান
[খ] মনোবিজ্ঞান
[গ] হিসাববিজ্ঞান
[ঘ] সমাজবিজ্ঞান
১৬. সমাজবিজ্ঞান উদ্ভবের মূলে কয়টি মৌল উপাদান রয়েছে?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
১৭. সমাজ গবেষণায় প্রথম পর্যায়ের কাজ কোনটি?
[ক] সমস্যা নির্বাচন
[খ] কল্পনা প্রণয়ন
[গ] সত্যতা যাচাই
[ঘ] তথ্যের শ্রেণিবিন্যাস
১৮. ‘সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’- উক্তিটি কার?
[ক] অগাস্ট কোঁৎ
[খ] এমিল ডুর্খেইম
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] কার্ল মার্কস
১৯. বৈজ্ঞানিক পদ্ধতির স্তর কয়টি?
[ক] ৬টি
[খ] ৭টি
[গ] ৮টি
[ঘ] ৯টি
২০. বাংলাদেশ সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
[ক] ইউনেস্কো
[খ] ইউনিসেফ
[গ] আই.এল.ও
[ঘ] বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২১. বাংলাদেশে আনুষ্ঠানিক সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত শুরু হয়-
i. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে
ii. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে
iii. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২২. ‘The History of Human Marriage’ – গ্রন্থটি কার?
[ক] মর্গান
[খ] গ্রোভস
[গ] ওয়েস্টার মার্ক
[ঘ] রবিন ফক্স
২৩. কার মতে প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীবদেহের মতো?
[ক] ইবনে খালদুন
[খ] কার্ল মার্কস
[গ] হার্বার্ট স্পেন্সার
[ঘ] ম্যাক্স ওয়েবার
২৪. সমাজবিজ্ঞান কোন বিষয়ের একটিই কনিষ্ঠতম শাখা?
[ক] অর্থনীতি
[খ] দর্শন
[গ] ভূগোল
[ঘ] সামাজিক বিজ্ঞান
২৫. আধুনিক আমলাতন্ত্রের প্রথম ও সার্থক প্রবক্তা কে?
[ক] হার্বার্ট স্পেন্সার
[খ] ম্যাক্স ওয়েবার
[গ] কার্ল মার্কস
[ঘ] এমিল ডুর্খেইম
২৬. ‘সমাজ’ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল বিশেষ, যা সর্বদা পরিবর্তনশীল- উক্তিটি কার?
[ক] ম্যাকাইভার
[খ] মার্কস
[গ] শেফার
[ঘ] পোপেনো
২৭. কোন গবেষণা পদ্ধতিতে সময়, অর্থ ও শ্রম কম লাগে?
[ক] ঐতিহাসিক
[খ] নমুনা জরিপ
[গ] ঘটনা জরিপ পদ্ধতি
[ঘ] তুলনামূলক
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ থেকে ৩০নং প্রশ্নের উত্তর দাও :
‘রতন স্যার সমাজবিজ্ঞান ক্লাস নিতে গিয়ে বলেন, ‘সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, ক্রিয়ার বিজ্ঞান ও সমাজবিজ্ঞান আদর্শ নমুনা তৈরির মাধ্যমে গবেষণা করে।’
২৮. রতন স্যারের বক্তব্য কোন পথিকৃৎ সমাজবিজ্ঞানীর বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] কার্ল মার্কস
[খ] এমিল ডুর্খেইম
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] স্পেনসার
২৯. উক্ত সমাজবিজ্ঞানী কোন বিষয়টির আদর্শ নমুনা তৈরি করেছিল?
[ক] পুঁজিবাদ
[খ] ধর্ম
[গ] সমাজতন্ত্র
[ঘ] সমাজ কাঠামো
৩০. উক্ত সমাজবিজ্ঞানী ক্রিয়া বলতে যে সকল কর্মকে নির্দেশ করেছেন তা হলো-
i. ঐতিহাসিক ক্রিয়া
ii. যৌক্তিক ক্রিয়া
iii. ভাবগত ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ঘ] ২ [গ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [গ] ৬ [গ] ৭ [খ] ৮ [গ] ৯ [ঘ] ১০ [ঘ] ১১ [ক] ১২ [গ] ১৩ [খ] ১৪ [ঘ] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [খ] ১৯ [ক] ২০ [ক] ২১ [ক] ২২ [গ] ২৩ [গ] ২৪ [ঘ] ২৫ [খ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [গ] ২৯ [ক] ৩০ [ঘ]