Table of Contents

মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি – Application for Re-verification of HSC result 2024
ঢাকা, কুমিল্লা, সিলেট, যশোর, চট্টগ্রাম, ডিনাজপুর, রাজশাহী, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২৪-এর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের নিয়মাবলি
- ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১৬ অক্টোবর, ২০২৪ থেকে ২২ অক্টোবর, ২০২৪ পর্যন্ত করা যাবে।
- কেবল টেলিটক মোবাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
- মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে
দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে দিয়ে রোল নম্বর লিখে দিয়ে Subject Code লিখে SMS করুন 16222 নম্বরে। যেমন RSC Chi Roll Subj. Code Send করুন ১৬২২২ নম্বরে। - ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে Space> দিয়ে YES
দিয়ে PIN Number দিয়ে Contact Mobile No. লিখে SMS করুন 16222 নম্বরে। - উল্লেখ্য, ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের (যেসকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে/পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC
Chi Roll Number 101,102,107,108 লিখতে হবে। - দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে।
- প্রতি পত্রের আবেদন ফি ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদন ও বিবেচিত হবে। এ ক্ষেত্রে ২ পত্রের জন্য ৩০০/= (তিনশত) টাকা ফি প্রযোজ্য হবে।
- ম্যানুয়েল আবেদন গ্রহণযোগ্য নয়।
সকল শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর:
- Dhaka Education Board – DHA
- Comilla Education Board – COM
- Sylhet Education Board – SYL
- Jessore Education Board – JES
- Chittagong Education Board – CHI
- Dinajpur Education Board – DIN
- Rajshahi Education Board – RAJ
- Barisal Education Board – BAR
- Technical Education Board – TEC
- Madrasah Education Board – MAD
আবেদন শুরু: | ১৬ অক্টোবর, ২০২৪ |
আবেদন শেষ: | ২২ অক্টোবর, ২০২৪ |
আবেদন ফি: | প্রতি পত্র ১৫০/- ও দুই পত্র বিশিষ্ট বিষয় ৩০০/- (সাথে অতিরিক্ত এসএমএস ফি ৬/- টাকা কেটে নিবে) |
পুনঃনিরীক্ষণের আবেদনের ফলাফলসংশোধিত ফল যথাসময়ে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।