ইন্টার মায়ামি মেসির কঠিন যাদুর ছোঁয়ায় যেন জেগে উঠেছে। মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা কোন ম্যাচ হারেনি। লিগস কাপের শেষ তিন ম্যাচে তাদের মোট গোল সংখ্যা হলো ৯ টি। এর মধ্যে ৫ টি গোল হলো মেসির। লিগস কাপের শেষ ষোলোতে এবার মেসির মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস। এই খেলাটি ডালাসের মাঠে অনুষ্ঠিত হবে।
মায়ামি ও ডালাস ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের রোমাঞ্চ অনেক। ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে ১০ মিনিটের মধ্যে। ম্যাচটিকে ঘিরে এই আগ্রহ যে মেসির জন্য । এ কারণেই এস্তেভেজও বলেছেন, ‘মেসির আগমন সবকিছু বদলে দিয়েছে। তাই আপনি ও এই খেলাটি লাইভ উপভোগ করতে পারেন। কিভাবে লাইভ দেখবেন নিচে আলোচনা করা হলো।
ইন্টার মায়ামি বনাম ডালাস ২০২৩ কখন খেলাটি শুরু হবে?
- ইন্টার মায়ামি বনাম ডালাস এর খেলাটি ৭ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইন্টার মায়ামি বনাম ডালাস ২০২৩ লাইভ
ইন্টার মায়ামি বনাম ডালাস এর লাইভ খেলাটি আপনি সহজে ফেসবুকের মাধ্যমে লাইভ দেখতে পারবেন। খেলাটি লাইভ চলাকালীন সময়ে inter miami vs dallas Live লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
অথবা,আপনি চাইলে নিচের এপ্লিকেশন নামিয়ে সহজেই inter miami vs dallas এর লাইভ খেলাটি দেখতে পারবেন।
Live Website.
অথবা এপ্স এর মাধ্যমে লাইভ দেখতে পারবেন
Apps Link:- Click Here To Download
Tag:মেসির পরবর্তী ম্যাচ-ইন্টার মায়ামি বনাম ডালাস ২০২৩ লাইভ,কবে কখন,কিভাবে দেখবেন
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)