মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে… ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে... ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় | সারমর্ম

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,

এই সূর্যকরে এই পুষ্পিত কাননে

জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই।

ধরার প্রাণের খেলা চিরতরঙ্গিত,

বিরহ মিলন কত হাসি-অশ্রু-ময়,

মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত

যদি গো রচিতে পারি অমর-আলয়।

তা যদি না পারি তবে বাঁচি যত কাল

তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,

তোমরা তুলিবে বল সকাল বিকাল

নব নব সংগীতের কুসুম ফুটাই।

হাসিমুখে নিয়ো ফুল, তার পরে হায়,

ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।

সারমর্ম: সুন্দর এই পৃথিবীর রূপ-রস-গন্ধ-স্পর্শ ছেড়ে কেউ চলে যেতে চায় না। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও মিলন-বিরহে পরিপূর্ণ এই জগৎ-সংসার। জীবনে সেই লীলাবৈচিত্র্যকে উপেক্ষা করা অসম্ভব। তাই প্রত্যেক মানুষ সৃষ্টির লীলাবৈচিত্র্যকে ভালোবেসে চিরকাল বেঁচে থাকতে চায়।

Leave a Comment