ভালোবাসার কবিতা | ভালোবাসার কবিতা রবি ঠাকুরের

আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো ভালোবাসার কবিতা,  ভালোবাসার কবিতা রবি ঠাকুরের,  তীব্র ভালোবাসার কবিতা এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।

ভালোবাসার কবিতা  

!!আমি খুব অল্প কিছু চাই!!

হুমায়ুন আহমেদ 

আমাকে ভালবাসতে হবে না,,,

ভালবাসি বলতে হবে না,,,

মাঝে মাঝে গভীর আবেগ,,,

নিয়ে আমার ঠোঁট,,,,

দুটো ছুয়ে দিতে হবে না,,,,

কিংবা আমার জন্য রাত,,

জাগা পাখিও,,, 

হতে হবে না,,,,,

অন্য সবার মত আমার,,,,

সাথে রুটিন মেনে দেখা,,,,

করতে হবে না,, 

কিংবা বিকেল বেলায় ফুচকাও,,,

খেতে হবে না,,, এত

অসীম সংখ্যক “না”এর ভিড়ে,,,

শুধু মাত্র একটা কাজ,,,,

করতে হবে আমি যখন,,,,

প্রতিদিন এক বার “ভালবাসি” বলব,. 

তুমি প্রতিবার,,,,

একটা দীর্ঘশ্বাস,,,

ফেলে একটু,,,,

খানি আদর মাখা,,,

গলায় বলবে,,!!,,পাগলি,,!!!

ভালোবাসার কবিতা রবি ঠাকুরের  

অনন্ত প্রেম,,!!

রবীন্দ্রনাথ ঠাকুর,,!!

তোমারেই যেন ভালোবাসিয়াছি

শত রূপে শত বার

জনমে জনমে, যুগে যুগে অনিবার।

চিরকাল ধরে মুগ্ধ হৃদয়

গাঁথিয়াছে গীতহার,

কত রূপ ধরে পরেছ গলায়,

নিয়েছ সে উপহার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী,

প্রাচীন প্রেমের ব্যথা,

অতি পুরাতন বিরহমিলনকথা,

অসীম অতীতে চাহিতে চাহিতে

দেখা দেয় অবশেষে

কালের তিমিররজনী ভেদিয়া

তোমারি মুরতি এসে,

চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি

যুগল প্রেমের স্রোতে

অনাদিকালের হৃদয়-উৎস হতে।

আমরা দুজনে করিয়াছি খেলা

কোটি প্রেমিকের মাঝে

বিরহবিধুর নয়নসলিলে,

মিলনমধুর লাজে–

পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চিরদিবসের প্রেম

অবসান লভিয়াছে

রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।

নিখিলের সুখ, নিখিলের দুখ,

নিখিল প্রাণের প্রীতি,

একটি প্রেমের মাঝারে মিশেছে

সকল প্রেমের স্মৃতি–

সকল কালের সকল কবির গীতি

তীব্র ভালোবাসার কবিতা 

শোনো, কাজল চোখের মেয়ে

আমার দিবস কাটে, বিবশ হয়ে

তোমার চোখে চেয়ে।

দহনের দিনে, কিছু মেঘ কিনে

যদি ভাসে মধ্য দুপুর

তবু মেয়ে জানে, তার চোখ মানে

কারো বুক পদ্মপুকুর।

এই যে মেয়ে, কজল চোখ

তোমার বুকে আমায় চেয়ে

তীব্র দাবির মিছিল হোক।

তাকাস কেন?

আঁকাস কেন, বুকের ভেতর আকাশ?

কাজল চোখের মেয়ে

তুই তাকালে থমকে থাকে

আমার বুকের বাঁ পাশ।

Tag: ভালোবাসার কবিতা,  ভালোবাসার কবিতা রবি ঠাকুরের,  তীব্র ভালোবাসার কবিতা 

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment