
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
পরাধীনতার নাগপাশ ছিন্ন করে স্বাধীনতা অর্জন করা অত্যন্ত দুরূহ কাজ । কিন্তু অর্জিত স্বাধীনতাকে যথার্থভাবে রক্ষা করতে আরাে বেশি ত্যাগ , সাধনা , পরিশ্রম ও নিষ্ঠার প্রয়ােজন হয় । স্বাধীনতা কথাটি যতই মধুর হােক না কেন , সহজ পথে তা লাভ করা যায় না । অনেক ত্যাগ , রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে হয় । একে পাওয়ার জন্যই যুগ যুগান্তর ধরে মানুষ সংগ্রাম করে আসছে ।
পৃথিবীতে কোনাে জাতিই বিনা কষ্টে স্বাধীনতা অর্জন করতে পারেনি । তবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন , বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আরাে কঠিন । কারণ স্বাধীনতার শত্রুরা কখনােই অর্জিত স্বাধীনতার স্বাদ ভােগ করতে দেয় না । তা ছাড়া দেশের পুনর্গঠন ও উন্নয়ন এবং একে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাও অত্যন্ত দুরূহ কাজ । স্বাধীনতা লাভের পর তাই স্বেচ্ছাচারীর মতাে জীবনযাপন ত্যাগ করে স্বাধীনতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে ।
কষ্টার্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে গঠনমূলক কাজে আন্তরিকতার সঙ্গে নিজেকে নিয়ােজিত করতে হবে । দেশের সকল নাগরিক যদি একতাবদ্ধভাবে দেশের অগ্রগতির জন্য কাজ করে তবে স্বাধীনতা বিপন্ন হওয়ার ভয় থাকে না । স্বাধীনতা লাভের পর যদি দেশ অর্থনৈতিকভাবে দুর্বল থাকে , দেশের জনগণ সচেতন না হয় , যদি জনগণ দেশপ্রেমিক না হয় তবেই স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে ।
একতাবদ্ধ নাগরিক দেশের যেকোনাে বিপদ দৃঢ়ভাবে মােকাবিলা করতে পারে । প্রয়ােজনে রক্ত ও জীবন বিসর্জন দিতে এরা দ্বিধা করে না । স্বাধীনতা লাভ করলেই কর্তব্য শেষ হয় না , একে মর্যাদার সঙ্গে রক্ষা করে পূর্ণতা দিতে পারলেই স্বাধীনতা লাভ অর্থবহ হয় । স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সকলকেই পরিশ্রমী , দায়িত্বশীল , কর্তব্যপরায়ণ ও দেশপ্রেমিক হতে হবে।
Tag: ভাব সম্প্রসারণ – স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বলতে কি বোঝায়, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কেন বলা হয়েছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন English Translate
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)