ভাব সম্প্রসারণ – রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

ভাব সম্প্রসারণ - রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে বলতে কি বোঝায়, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে কেন বলা হয়েছে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে English Translate

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

সুখ – দুঃখ , হাসি – কান্না , আনন্দ – বেদনা সবকিছু নিয়েই মানবজীবন । মানবজীবনে দুঃখ যেমন আছে তেমনি দুঃখের কালাে মেঘ ভেদ করে একসময় দেখা দেয় সুখের সূর্য । কাজেই দুঃখ – দৈন্যে হতাশ না হয়ে , ধৈর্যের সাথে সাধনা করতে হবে সুখ – সমৃদ্ধির জন্য । পৃথিবীতে মানুষ নিরন্তর সংগ্রাম করে চলেছে কখনাে দুঃখকে অতিক্রম করার জন্য , আবার কখনাে সুখের সন্ধানে । আমরা জানি , সুখ – দুঃখ পালাক্রমে আসে মানুষের জীবনে।

একটানা দুঃখ যেমন মানুষের জীবনকে দুর্বিষহ করে , তেমনি একটানা সুখও একঘেয়ে ও বৈচিত্র্যহীন । এ দুটো বিষয় আছে বলেই মানুষ জীবনকে যথার্থভাবে উপভােগ করতে পারছে । যেমন : রাতের পর দিন , আলাের পর অন্ধকার । রাতের ভয়ভীতি দিনের আলােয় দূর হয় , অন্ধকারের পর আলাে মনে প্রফুল্লতা সৃষ্টি করে । কাজে গতি আসে । কোনাে অন্ধকারই চিরস্থায়ী নয় , সাময়িক । তেমনি দুঃখও চিরস্থায়ী নয় । দুঃখ – যন্ত্রণায় পুড়ে যে সুখ পাওয়া যায় সেটা খাঁটি সুখ অর্থাৎ প্রকৃত সুখ । রাতের আঁধার শেষে একসময় প্রভাতের আলাে দেখা দেয়।

এটি যেমন সত্য তেমনি জীবনে দুঃখকে দেখে হতাশ হওয়া উচিত নয় । প্রভাতের মতাে একসময় সুখ এসে সেখানে উঁকি দেবে । এদের একটির অবস্থান । অপরটির বিপরীতে । দুঃখের ভয় আছে বলেই মানুষ তাকে এড়িয়ে চলার চেষ্টা করে । সাধনা করে সুখের সােনালি প্রভাতের । দুঃখের উপস্থিতিই মানুষকে সুখের মূল্য বােঝায় । তবুও অবুঝ মানুষ চিরসুখের অযৌক্তিক কামনা নিয়ে ভাবে সুখ বুঝি তার দুয়ারে এলাে না।

মানুষ ভুলে যায় যে , পতঙ্গ আনন্দ বিহারে যতই উর্ধ্বগগনে উড়তে থাকে , তার পতনের মুহূর্তও ততই নিকটবর্তী হয় । দিন আবর্তিত হয় রাতকে ঘিরে , রাত দিনকে ঘিরে । তাই রাত যত গভীর হয় ততই প্রভাত এগিয়ে আসে । সুখ – দুঃখ তেমনি এক রহস্য । জীবনে দুঃখ – যন্ত্রণা দেখে কাপুরুষের মতাে মুষড়ে পড়া মােটেই কাম্য নয় । প্রকৃতির নিয়মে রাত দিনের আলােকে । গ্রাস করে চিরস্থায়ী হতে পারে না । তেমনি সুখ ও দুঃখও কখনাে চিরস্থায়ী নয়।

Tag: ভাব সম্প্রসারণ – রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে বলতে কি বোঝায়, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে কেন বলা হয়েছে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে English Translate 

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment