অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার আসর চলছে। সেখানে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল।
আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই আগুন। কাতার বিশ্বকাপে অনেকে অপেক্ষার পর ও ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখতে পারে নাই ফুটবল প্রেমিরা। কিন্তু এখন আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ দেখার সুযোগ পাবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রেমিরা কিন্তু এই লড়াই দুই দেশের মধ্যে হলেও এখানে জাতীয় দলের খেলোয়ার বা সিনিয়ররা খেলবেন না। ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে অংশ নিয়ে ফুটবলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই দুই দেশের অনূর্ধ্ব-২০ বা জুনিয়র খেলোয়াররা (U20) অংশ নেবে। ব্রাজিল-আর্জেন্টিনা দলের ম্যাচটি হবে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে ভোর সাড়ে ৬টায়।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা ২০২৩ অনূর্ধ্ব-২০ খেলা কবে,কখন
ম্যাচ: ব্রাজিল বনাম আর্জেন্টিনা ২০২৩ অনূর্ধ্ব-২০।
ম্যাচের ধরন: অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকা।
তারিখ: ২৪ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ।
সময়: সকাল ৬.৩০ মিনিট। বাংলাদেশ সময়
ম্যাচ রেজাল্টঃ- আর্জেন্টিনা ১ ব্রাজিল ৩
ব্রাজিল বনাম আর্জেন্টিনা ২০২৩ অনূর্ধ্ব-২০ লাইভ কিভাবে দেখবেন
ব্রাজিল বনাম আর্জেন্টিনা এই খেলাটি আপনি বিশ্বের ভিবিন্ন স্পোর্টস চ্যানেলে দেখতে পারবেন।
যেমনঃ- Sportstv,Tyc Sports Argentina,Globo Sporta Brazil,BeIN Sport,All sports,ESPNHD DEPORTES
এ ছাড়া আপনি খেলা চলাকালীন অবস্তায় ফেসবুকে সার্চ বক্সে গিয়ে Brazil Vs Argentina U20 Live লিখে সার্চ করলে সরাসরি লাইভ খেলাটি উপভোগ করতে পারবেন।
গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচগুলোর সিডিউল জেনেনিন:-
১ম ম্যাচ- ব্রাজিল বনাম পেরু- ২০ তারিখ- ভোর ৪টায়
২য় ম্যাচ- আর্জেন্টিনা বনাম ব্রাজিল- ২৪ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
৩য় ম্যাচ- ব্রাজিল বনাম কলম্বিয়া- ২৬ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
৪র্থ ম্যাচ- ব্রাজিল বনাম প্যারাগুয়ে- ২৮ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচগুলোর সিডিউল জেনেনিন:-
১ম ম্যাচ- প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা- ২২ তারিখ ভোর ৩টা
২য় ম্যাচ- আর্জেন্টিনা বনাম ব্রাজিল- ২৪ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
৩য় ম্যাচ- আর্জেন্টিনা বনাম পেরু- ২৬ তারিখ- ভোর ৪টা
৪র্থ ম্যাচ- কলম্বিয়া বনাম আর্জেন্টিনা- ২৮ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
Brazil Squad
Goalkeepers: Kaíque, Kauã Santos, Mycael
Defenders: Arthur, Kaiki Bruno, Patryck, André Dhominique, Douglas Mendes, Robert Renan, Weverton, Jean Pedroso
Midfielders: Andrey Santos, Marlon Gomes, Alexsander, Ronald, Guilherme Biro
Forwards: Pedro Henrique, Stênio Zanetti, Giovane, Renan Viana, Sávio, Vitor Roque, Luis Guilherme
Argentina Squad
Goalkeepers: Federico Gomes Gerth, Franco Herrera, Francisco Gómez
Defenders: Lautaro Di Lollo, Nahuel Génez, Julián Aude, Brian Aguilar, Agustín Giay, Valentín Gómez, Francisco Marco, Ulises Ciccioli
Midfielders: Maximiliano González, Máximo Perrone, Axel Encinas, Facundo Buonanotte, Gino Infantino, Nico Paz, Brian Aguirre
Forwards: Ignacio Maestro Puch, Alejo Véliz, Santiago Castro, Nicolás Vallejo, Julián Fernández
Tag:ব্রাজিল বনাম আর্জেন্টিনা ২০২৩ অনূর্ধ্ব-২০ খেলা কবে,কখন,কোথায় দেখবেন, আর্জেন্টিনা বনাম ব্রাজিল ২০২৩ লাইভ অনূর্ধ্ব-২০
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)