তোমার বোনের বিয়ে উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা কর।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জনাব,
আগামী ১১ অক্টোবর, ২০২০ আমার একমাত্র বোন নাজনীন সুলতানার বিবাহের
দিন ধার্য করা হয়েছে। উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে বর-কনেকে দোয়া করার
অনুরোধ জানাচ্ছি।
বিনীত
করিম শিমুল
পরিচিতি
বর : মেহেদি হাসান
পিতা : আব্দুল মজিদ
ঠিকানা :
বাড়ি-ঙ/ক, রোড নং- ১০, ধামরাই, ঢাকা।
কনে : ইসরাত জাহান
ইরা
পিতা : জয়নাল তালুকদার
ঠিকানা : বাড়ি নং- ১৬২,
কোম্পানীগঞ্জ, কুমিল্লা
অনুষ্ঠানসূচি
বরের আগমন : দুপুর ১:৩০ মি.
আক্দ : দুপুর ১:৪৫
মি.
প্রীতিভোজ : দুপুর ২:০০ মি.
স্থান
নিলীমা কমিউনিটি সেন্টার, বাড়ি নং- ২৫, রোড নং ৬/এ, কুমিল্লা।