বিয়ের কার্ডে কি কি লিখতে হয় | বিয়ের কার্ড লেখার নিয়ম

বিয়ের কার্ডে কি কি লিখতে হয় | বিয়ের কার্ড লেখার নিয়ম | মুসলিম বিয়ের কার্ড লেখার নিয়ম

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক পাঠিকা আজকে আমরা তোমাদের বিয়ের অনুষ্ঠানে কিভাবে কার্ডে লিখবেন এই কার্ডে কি কি লিখতে হয় এই নিয়ে আমাদের আজকের আর্টিকেল। 

বন্ধুরা বিয়েতে মূলত বর ও কনের নাম তাদের মাতা পিতার নাম ও ঠিকানা দিতে হয়। এবং বিয়ের অনুষ্টানের তারিখ ও বরপক্ষ হলে বৌভাতের তারিখ উল্লেখ করতে হবে। নিচে আমরা ডেমু হিসাবে কি কি লিখতে হবে সেটা তুলে ধরেছি। এবং বিয়ের কার্ড ডিজাইন দেখার জন্য আমাদের আরো একটু আর্টিকেল আছে এটি দেখতে পারেন।

আরো দেখুন 

বিয়ের কার্ডে কি কি লিখতে হয়

আল্লাহ সর্বশক্তিমান

 ।।পরিচিতি।।

বর: মো:- জুবায়ের আহমদ           কনে: সালমা বেগম

পিতা: হোসেন আলী                         পিতা: রহমান মিয়া

মাতা: জোসনা                            মাতা: সায়েরা বেগম

ঠিকানা: চৌধুরীবাড়ী                  ঠিকানা: অলেখাচর

  ।।অনুষ্ঠানসূচি।।

     বিয়ে                            বৌভাত

তারিখ: ১৫ ডিসেম্বর, ২০২৩ইং     তারিখ:১৬ ডিসেম্বর ২০২৩

রোজ: বুধবার               রোজ: বৃহ:বার

সময়: সকাল ১১ টা             সময়: দুপুর ১ টা

স্থান: কনের পিত্রালয়         স্থান: বরের পিত্রালয়

              বিসমিল্লাহির রহমানির রহিম

জনাব/জনাবা,

আসসালামু আলাইকুম,

আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ ইং রোজ বুধবার আল্লাহ তা’আলার বিশেষ রহমতে, আমাদের ২য় পুত্র জুবায়ের আহমেদ এর বিবাহের ও ১৬ ডিসেম্বর, ২০২৩ ইং রোজ বৃহ:বার বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে।

উক্ত শুভ বিবাহে এবং বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে আপনি / আপনাদের সদয় উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি।

                                                                                     নিবেদক- হোসেন ও জোসনা                                

শুভেচ্ছান্তে,

কারো নাম দিয়েন

বিশেষ প্রয়োজনে- ০১……….. 

Tag:বিয়ের কার্ডে কি কি লিখতে হয়,বিয়ের কার্ড লেখার নিয়ম,মুসলিম বিয়ের কার্ড লেখার নিয়ম

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)

Leave a Comment