বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভের জন্য তোমার কলেজের অধ্যক্ষ/অধ্যক্ষার নিকট একটি আবেদন পত্র লেখ ।
০৩ মার্চ, ২০২৪
বরাবর,
অধ্যক্ষ/অধ্যক্ষা,
কবি নজরুল কলেজ,
লক্ষ্মীবাজার, ঢাকা ।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের অনুমতি প্রসঙ্গে ।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্র। প্রথম বর্ষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্নাতক শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার বাবা সামান্য একজন করণিক। আমার পরিবারের লোকসংখ্যা ছয় জন। এ ছয় জন লোকের একটি পরিবারের ভরণ পোষণ মিটিয়ে আমাদের ভাইবোনদের লেখাপড়ার খরচ তিনি বহন করতে পারছেন না। তাই আমার লেখাপড়া বন্ধ হতে চলেছে ৷
অতএব, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগদানে বাধিত করে আমার ভবিষ্যৎ লেখাপড়ার পথ সুগম করতে আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
আহনাফ ফাইয়াজ
স্নাতক শ্রেণি (মানবিক)
রোল নং-০১ ।