বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম।
আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, বিনা বেতনে অধ্যয়নের জন্য স্কুল অধ্যক্ষের নিকট একটি পত্র এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
বিনা বেতনে অধ্যয়নের জন্য স্কুল অধ্যক্ষের নিকট একটি পত্র
তারিখঃ—
বরাবর,
প্রধান শিক্ষ
গাজীপুর ক্যাডেট স্কুল
ঢাকা,গাজীপুর।
বিষয় : বিনা বেতন অব্যয়নর জন্য আবেদন ।
জনাব ,
সবিনয় নিবেদন এই যে , আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র । আমার বাবা একজন কৃষক । কৃষিকাজের মাধ্যমেই তিনি আমাদের সংসারসহ আমাদের তিন ভাইবোনের পড়াশোনার খরচ চালান। আমাদের পরিবারে মোট সদস্য ৭ জন।আমাদের পরিবারে বাবাই একমাত্র উপার্জনকারী ব্যাক্তি । আমার বড় ভাই আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আমার বড় বোন বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।যেখানে সংসারের অন্নবস্ত্র জোগাতেই বাবার কষ্ট হয়, সেখানে আমাদের তিনজনের পড়াশোনার খরচ চালানো তারপক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
অতএব, জনাবের কাছে আকুল আবেদন, উক্ত বিষয় বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিলে চিরকৃতজ্ঞ থাকবো।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মোঃ মুহিব ইসলাম
শ্রেণিঃসপ্তম
রোলঃ০১
Tag: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, বিনা বেতনে অধ্যয়নের জন্য স্কুল অধ্যক্ষের নিকট একটি পত্র
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)