বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদনপত্র ~ Exam Cares

মনে করো, তোমার বাবা একটি সরকারি ব্যাংকে চাকরি করেন। সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে। তাই তোমাকেও তাঁর সাথে চলে যেতে হবে। এজন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করো।

[ঢা. বো. ১৪]

বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদনপত্র

বরাবর,

প্রধান শিক্ষক,

রাঙামাটি মাধ্যমিক বিদ্যালয়

রাঙামাটি।

বিষয়: বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন ছাত্র। আমার বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি তাঁকে কক্সবাজার জেলা শহরে বদলি করা হয়েছে। তাই পরিবারের সবার সঙ্গে আমাকেও কক্সবাজার যেতে হচ্ছে। সেখানে নতুন করে ভর্তির জন্য এই বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন।

অতএব, অনুগ্রহপূর্বক আমাকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দিয়ে বাধিত করবেন।

নিবেদক,

তাহসিন আহমেদ

রোল নং – ১২, ৯ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ

রাঙামাটি মাধ্যমিক বিদ্যালয়, রাঙামাটি।

তারিখ: ১৪.০৬.২০২৪

Leave a Comment