পুনরুক্তি বা বাহুল্যজনিত দুর্বল প্রয়োগ
অশুদ্ধ: ছেলেটি দারুণ সুবুদ্ধিমান।
শুদ্ধ: ছেলেটি দারুণ বুদ্ধিমান।
অশুদ্ধ: সশঙ্কিতচিত্তে সে কথাটা বলল।
শুদ্ধ: সশঙ্কচিত্তে (বাশঙ্কিতচিত্তে) সে কথাটা বলল।
অশুদ্ধ: শুধুমাত্র গায়ের জোড়ে কাজ হয় না।
শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।
অশুদ্ধ: কেবলমাত্র দুর্নীতিই এ সঙ্কটের জন্যে দায়ী।
শুদ্ধ: আমাদের দেশ এক সময় ব্রিটিশের অধীনস্থ ছিল।
অশুদ্ধ: তৎকালীন সময়ে সরকারের ভুমিকা সমালোচিত হয়।
শুদ্ধ: তৎকালে (বা সে সময়ে) সরকারের ভূমিকা সমালোচিত হয়।
অশুদ্ধ: আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
শুদ্ধ: আকণ্ঠ (বা কণ্ঠ পর্যন্ত) ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি সমূলে (বা মূলসহ) উৎপাটিত হয়েছে।
লিঙ্গ-সংগতিজনিত ভুল
অশুদ্ধ: এই মহান মহিলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
শুদ্ধ: এই মহীয়সী মহিলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
অশুদ্ধ: ওর মতো বুদ্ধিমান বালিকা এ পাড়ায় নেই।
শুদ্ধ: ওর মতো বুদ্ধিমতী বালিকা এ পাড়ায় নেই।
অশুদ্ধ : বর্তমানে বদ্বিান মহিলার সংখ্যা উল্লেখযোগ্য।
শুদ্ধ: বর্তমানে বিদুষী মহিলার সংখ্যা উল্লেখযোগ্য।
অশুদ্ধ: বেগম বদরুন্নেসা এই বাড়ির কর্ত্রা।
শুদ্ধ: বেগম বদরুন্নেসা এই বাড়ির কর্ত্রী।
অশুদ্ধ: রাজা পাপিষ্ঠ রাণীকে শাস্তি দিলেন।
শুদ্ধ: রাজা পাপিষ্ঠা রাণীকে শাস্তি দিলেন।
প্রবাদ-প্রবচনের বিকৃতিজনিত ভুল
অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।
অশুদ্ধ: যেমন বুনো কচু তেমনি বাঘা তেতুঁল।
শুদ্ধ: যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুঁল।
অশুদ্ধ: পরীক্ষা এলেই কেউ কেউ চোখে হলুদ ফুল দেখে।
শুদ্ধ: পরীক্ষা এরেই কেউ কেউ চোখে সর্ষে ফুল দেখে।
অশুদ্ধ: আমি কারো সাতেও নেই সতেরোতেও নেই।
শুদ্ধ: আমি কারো সাতেও নেই পাঁচেও নেই।
অশুদ্ধ: ও তো ঢোলের বাঁয়া, সঙ্গে থাকাও যা, না থাকাও তা।
শুদ্ধ: ও তো ঢাকের বাঁয়া, সঙ্গে থাকাও যা, না থাকাও তা।
অশুদ্ধ: ওরা এক ঝাঁকের মাছ তো, তাই চালচলনও এক রকম।
শুদ্ধ: ওরা এক ঝাঁকের কই তো, তাই চালচলনও এক রকম।
বিশেষ্যের স্থানে বিশেষণের প্রয়োগজনিত ভুল
অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসিতে পারেন নাই।
শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসিতে পারেন নাই।
অশুদ্ধ: তিনি উদ্ধতপূর্ণ আচরণ করছেন।
শুদ্ধ: তিনি ঔদ্ধত্যপূর্ণ (বা উদ্ধত) আচরণ করছেন।
অশুদ্ধ: ইহার আবশ্যক নাই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নাই।
অশুদ্ধ: সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়।
শুদ্ধ: সদা/সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়।
অশুদ্ধ: অসুস্থবশত সে কলেজে আসতে পারে নি।
শুদ্ধ: অসুস্থতাবশত সে কলেজে আসতে পারে নি।
যথার্থ শব্দ প্রেয়োগ না করায় ভুল
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অশুদ্ধ: কুপুরুষের মতো কথা বলো না।
শুদ্ধ: কাপুরুষের মতো কথা বলো না।
অশুদ্ধ: আসামির অনুপস্থিতে বিচার চলছে।
শুদ্ধ: আসামির অনুপস্থিতিতে বিচার চলছে।
অশুদ্ধ: তিনি মকদ্দমায় সাক্ষী দেবেন।
শুদ্ধ: তিনি মকদ্দমায় সাক্ষ্য দেবেন।
অশুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার্য
শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার/অনিবার্য
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রীত
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রীত
অশুদ্ধ: এত পরিশ্রম আমার সাধ্যায়ত্ত নয়।
শুদ্ধ: এত পরিশ্রম আমার সাধ্য নয়।
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক সিলেটে থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক সিলেটে থাকেন।
অশুদ্ধ: আগামী সোমবারে তাহারা যাবে।
শুদ্ধ: আগামী সোমবারে তাহারা যাইবে।
অশুদ্ধ: আমার সাবকাশ নেই।
শুদ্ধ: আমার অবকাশ নেই।
অশুদ্ধ: ছেলেটি ভয়ানক মেধাবী।
শুদ্ধ: ছেলেটি অত্যন্ত মেধাবী।
অশুদ্ধ: এটা হচ্ছে ষষ্ঠদশ বার্সিক সাধারণ সভা।
শুদ্ধ: এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।
বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল
অশুদ্ধ: যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা
শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
অশুদ্ধ: সকল ব্যনার্তদের ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
শুদ্ধ: সকল বন্যার্তকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
অশুদ্ধ: অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
শুদ্ধ: অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে।
অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো বড় উৎপাত করিতেছে।
শুদ্ধ: নতুন নতুন ছেলেরা বড় উৎপাত করিতেছে।
বা নতুন নতুন ছেলেগুলো বড় উৎপাত করিতেছে।
অশুদ্ধ: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
অশুদ্ধ: সভায় অনেক সদস্যগণ আসিয়াছিল।
শুদ্ধ: সভায় অনেক সদস্য আসিয়াছিল।
অশুদ্ধ: সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
শুদ্ধ: সমুদয় পক্ষীই নীড় বাঁধে।