বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া pdf download ~ Exam Cares

চতুর্থ পরিচ্ছেদ:

সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ

১. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? [য.বো. ০২; রা.বো. ০৬; সি.বো. ০৬; চ.বো. ০৮; ব.বো. ১৩] (উত্তর: ক)

(ক) বচনভেদে

(খ) বর্ণনাভেদে

(গ) অর্থভেদে

(ঘ) প্রয়োগভেদে

২. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়? [ব.বো. ০৭; সি.বো. ০৫; ব.বো. ১৩] (উত্তর: ঘ)

(ক) ইয়া > এ

(খ) ইলে > লে

(গ) ইতে > তে

(ঘ) ইনে > নে

৩. সমাপিকা ক্রিয়া গঠিত হয়- [চ.বো. ০৪; কু.বো. ০২] (উত্তর: ক)

(ক) ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে

(খ) ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে

(গ) ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়

(ঘ) ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে

৪. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার? [চ.বো. ০৪; কু.বো. ০২]

বা,অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?

[রা.বো. ০৬] (উত্তর: খ)

(ক) বারো প্রকার

(খ) তিন প্রকার

(গ) দুই প্রকার

(ঘ) ছয় প্রকার

৫. ‘বৃষ্টি থেমে গেল’- যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে? [কু.বো. ০২] (উত্তর: গ)

(ক) অবিরাম অর্থ

(খ) ক্রমশ অর্থ

(গ) সমাপ্তি অর্থ

(ঘ) সম্ভাবনা অর্থ

৬. ‘সাপেক্ষতা’- অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি? [য.বো. ১১; রা.বো. ০২] (উত্তর: খ)

(ক) আজ গেলেও যা, কাল গেলেও তা

(খ) তিনি গেলে কাজ হবে

(গ) চারটা বাজলে স্কুল ছুটি হবে

(ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

৭. বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলে- [য.বো. ০২] (উত্তর: গ)

(ক) বিধেয় কর্ম

(খ) প্রযোজক কর্ম

(গ) ধাত্বর্থক কর্ম

(ঘ) দ্বিকর্মক ক্রিয়ার কর্ম

৮. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে? [চ.বো. ০২; সি.বো. ০৭] (উত্তর: ঘ)

(ক) এখন আমি যেতে চাই

(খ) এখন ট্রেন ধরতে হবে

(গ) পদ্মফুল দেখতে সুন্দর

(ঘ) মেলা দেখতে ঢাকা যাবো

৯. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’- এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে? [দি.বো. ১২; রা.বো. ০৯, ০৪; ঢা.বো. ১৪] (উত্তর: খ)

(ক) সমকাল

(খ) নিরন্তরতা

(গ) সমাপ্তি

(ঘ) সূচনা

১০. ‘কথাটা ছড়িয়ে পড়েছে।’- যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ০১] (উত্তর: ঘ)

(ক) সমাপ্তি

(খ) আকস্মিকতা

(গ) ক্রমশ

(ঘ) ব্যাপ্তি

১১. কোন বাক্যে ‘পরীক্ষা’ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [ব.বো. ০২; য.বো. ১০] (উত্তর: ক)

(ক) কষ্টি পাথরে সোনা ঘষে নাও

(খ) আমরা পরীক্ষা দিয়ে আসছি

(গ) এখন ভাবতে থাকো

(ঘ) আমাকে করতে দাও

১২. কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া আছে? [য.বো. ০৩] (উত্তর: খ)

(ক) এ নদীতে প্রচুর মাছ আছে

(খ) আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব

(গ) রূপকথার গল্প শোনো

(ঘ) তুমি কোথায় যাচ্ছ

১৩. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? [ঢা.বো. ১১; কু.বো. ১১; য.বো. ০৬] (উত্তর: গ)

(ক) তোমরা বাড়ি এলে আমরা রওনা হব

(খ) তুমি চাকরি পেলে কি আর দেশে আসবে

(গ) সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল

(ঘ) যত্ন করলে রত্ন মেলে

১৪. কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়? [ব.বো. ০১] (উত্তর: গ)

(ক) সকর্মক ক্রিয়া

(খ) অকর্মক ক্রিয়া

(গ) প্রযোজক ক্রিয়া

(ঘ) যৌগিক ক্রিয়া

১৫. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়? [য.বো. ০২] (উত্তর: গ)

(ক) যৌগিক ক্রিয়া

(খ) অসমাপিকা ক্রিয়া

(গ) সমাপিকা ক্রিয়া

(ঘ) কোনোটিই নয়

১৬. ‘আমার আর থাকা হয়ে উঠল না’- বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০২] (উত্তর: ক)

(ক) সম্ভাবনা অর্থে

(খ) সামান্য অর্থে

(গ) অবিরাম অর্থে

(ঘ) অভ্যাস অর্থে

১৭. কোন বাক্যে অসমান কর্তা আছে? [চ.বো. ১০] (উত্তর: ঘ)

(ক) সে যেতে যেতে থেমে গেল

(খ) এমন চাওয়া চাইতে নেই

(গ) বালিকাটি গান করে চলে গেলে

(ঘ) তোমরা বাড়ি এলে আমি রওনা হব

১৮. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? [চ.বো. ১০] (উত্তর: ক)

(ক) আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে

(খ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

(গ) বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না

(ঘ) তুমি যদি যাও তবে সে যাবে

১৯. চন্দ্র আলো ছড়ালে চকোর পাখা মেলে।- অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে? [ব.বো. ০৬] (উত্তর: খ)

(ক) এক কর্তা

(খ) নিরপেক্ষ কর্তা

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) প্রযোজক কর্তা

২০. কোন বাক্যটিতে ‘এ’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে? [চ.বো. ০৭] (উত্তর: খ)

(ক) আমি যেতে চাই

(খ) চেঁচিয়ে কথা বলো না

(গ) দেখিতে বাসনা মাগো তোমার চরণ

(ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

২১. ‘খোকা এখন হাঁটতে পারে’- বাক্যে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহৃত হয়েছে? [দি.বো. ১৪, ১১] (উত্তর: খ)

(ক) জানা

(খ) সামর্থ্য

(গ) সূচনা

(ঘ) ইচ্ছা

২২. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’- এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে? [চ.বো. ১১] (উত্তর: খ)

(ক) উপসর্গরূপে

(খ) অনুসর্গরূপে

(গ) ক্রিয়াবাচক বিশেষ্য রূপে

(ঘ) প্রকৃতি ও প্রত্যয়রূপে

২৩. “এখন শুয়ে পড়।”- এখানে ‘পড়’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] (উত্তর: খ)

(ক) ক্রমশ অর্থে

(খ) ব্যাপ্তি অর্থে

(গ) আকস্মিক অর্থে

(ঘ) সমাপ্তি অর্থে

২৪. ‘নিরন্তরতা অর্থে যৌগিক ক্রিয়া কোনটি] (উত্তর: খ)

(ক) ঘটনাটা শুনে রাখ

(খ) তিনি বলতে লাগলেন

(গ) ছেলেমেয়েরা শুয়ে পড়ল

(ঘ) সাইরেন বেজে উঠল

২৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে? [ব.বো. ০৯] (উত্তর: ক)

(ক) পরীক্ষা দিতে ঢাকা যাব

(খ) দেখতে দেখতে সে এসে গেল

(গ) মেয়েটি গাইতে জানে

(ঘ) রুমা খেতে ভালোবাসে

২৬. কোন বাক্যে সামর্থ্য বোঝাতে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া বিদ্যমান? [দি.বো. ০৯] (উত্তর: খ)

(ক) রমলা গাইতে জানে

(খ) রাণী এখন হাঁটতে পারে

(গ) খোকা এখন বাংলা পড়তে শিখেছে

(ঘ) খুকিকে দৌড়াতে দেখলাম

২৭. অনুসর্গরূপে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে? [ঢা.বো. ০২] (উত্তর: ক)

(ক) কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল?

(খ) বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়

(গ) কাটিতে কাটিতে ধান এল বরষা

(ঘ) এখনই ট্রেন ধরতে হবে

২৮. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গরূপে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০২] (উত্তর: ক)

(ক) জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ

(খ) এমন চাওয়া চাইতে নেই

(গ) সে আমার দিকে চাইতে থাকে

(ঘ) তোমার কী চাইতে ইচ্ছা করে?

২৯. কোন বাক্যের যৌগিক ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করেছে? [রা.বো. ১০] (উত্তর: খ)

(ক) এক্ষুণি বৃষ্টি এসে পড়বে

(খ) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

(গ) বৃষ্টি থেমে গেল

(ঘ) সে গান করতে পারে

৩০. কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [চ.বো. ০৭] (উত্তর: গ)

(ক) তিনি হয়তো বসে থাকবেন

(খ) এবার ভাবতে থাক

(গ) অনেক কাজ করেছ, এখন বসে থাক

(ঘ) তুমি কি এখন বসে থাকবে?

পঞ্চম পরিচ্ছেদ: বাংলা অনুজ্ঞা

১. ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন’- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [রা.বো. ০৭; ০৮]

বা, ‘আল্লাহ আপনার মঙ্গল করুন’- এ বাক্যে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [ব.বো. ০৯; চ.বো. ০৫] (উত্তর: খ)

(ক) আদেশ

(খ) প্রার্থনা

(গ) উপদেশ

(ঘ) অনুরোধ

২. ‘রোগ হলে ওষুধ খাবে’- ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে? [ঢা.বো. ১১; রা.বো. ০২; চ.বো. ১০, ০২; সি.বো. ০৬; কু.বো. ১৩] (উত্তর: ক)

(ক) বিধান

(খ) আদেশ

(গ) অনুরোধ

(ঘ) অনুনয়

৩. তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎ কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? [কু.বো. ১০] (উত্তর: খ)

(ক) -ইস

(খ) -স

(গ) -ও

(ঘ) -ইও

৪. সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? [রা.বো. ০৯] (উত্তর: গ)

(ক) -উন

(খ) -ন

(গ) -ও

(ঘ) শূন্য

৫. ‘ওখানে যাস না’- কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [য.বো. ১০] (উত্তর: খ)

(ক) আদেশ

(খ) উপদেশ

(গ) অনুরোধ

(ঘ) বিধান

৬. ‘কাল একবার এসো’- নিচের কোনটির উদাহরণ? [দি.বো. ১২; রা.বো. ০৪; য.বো. ১০] (উত্তর: ঘ)

(ক) বর্তমান অনুজ্ঞা

(খ) ঘটমান বর্তমান

(গ) নিত্যবৃত্ত বর্তমান

(ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা

৭. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? [ঢা.বো. ০৪; চ.বো. ০১; ব.বো. ০৩] (উত্তর: ক)

(ক) আমটা খাও

(খ) সবাই এখানে আসুন

(গ) সুখী হও

(ঘ) স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখো

৮. অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়? [কু.বো. ০৯; ঢা.বো. ০১; ব.বো. ০১; রা.বো. ০৬] (উত্তর: ক)

(ক) বর্তমান ও ভবিষ্যৎ

(খ) ভবিষ্যৎ ও অতীত

(গ) বর্তমান ও অতীত

(ঘ) নিত্যবৃত্ত ও ঘটমান অতীত

৯. অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি? [য.বো. ০৭; কু.বো. ১১, ০৩; রা.বো. ০৫; চ.বো. ১৩] (উত্তর: গ)

(ক) মন দিয়ে পড়ো

(খ) মিথ্যা কথা বলবে না

(গ) একটি গান শোনাও

(ঘ) চুপ করো

১০. ‘একটা গান শোনাও’- এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে? [য.বো. ০৯; ০৬] (উত্তর: গ)

(ক) আদেশ

(খ) উপদেশ

(গ) অনুরোধ

(ঘ) অভিশাপ

১১. ‘পাতিসনে শিলাতলে পদ্মপাতা’- বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [ব.বো. ০৫; য.বো. ১৩] (উত্তর: খ)

(ক) আদেশ

(খ) উপদেশ

(গ) অনুরোধ

(ঘ) অভিশাপ

১২. ‘গধশব মড়ড়ফ’ -এর সঠিক অনুবাদ কোনটি? [চ.বো. ১১] (উত্তর: ক)

(ক) ক্ষতিপূরণ

(খ) ভালো কাজ

(গ) ভালো তৈরি কর

(ঘ) ভালো হওয়া

১৩. ‘আমাকে সাহায্য করুন’- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [সি.বো. ০৯] (উত্তর: ক)

(ক) অনুরোধ

(খ) প্রার্থনা

(গ) আদেশ

(ঘ) উপদেশ

১৪. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়? [য.বো. ০১] (উত্তর: গ)

(ক) উত্তম পুরুষের

(খ) নাম পুরুষের

(গ) মধ্যম পুরুষের

(ঘ) উত্তম ও নাম পুরুষের

১৫. কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই? [চ.বো. ০৯]

বা, কোন কালে অনুজ্ঞা পদের ব্যবহার হয় না? [ব.বো. ১৩] (উত্তর: খ)

(ক) বর্তমান

(খ) অতীত

(গ) ভবিষ্যৎ

(ঘ) ঘটমান অতীত

১৬. “তোমার মঙ্গল হোক”- বাক্যটির ক্রিয়া কোন ভাব প্রকাশক? [য.বো. ০৮] (উত্তর: খ)

(ক) নির্দেশক

(খ) অবজ্ঞাসূচক

(গ) সাপেক্ষ

(ঘ) আকাঙক্ষা প্রকাশক

১৭. কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপ আর ধাতুর রূপ একা বা অভিন্ন হয়? [ব.বো. ০৬] (উত্তর: ক)

(ক) বর্তমান কালের অনুজ্ঞায় ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ক্ষেত্রে

(খ) বর্তমান কালের অনুজ্ঞায় সম্ভ্রান্তক মধ্যম পুরুষের ক্ষেত্রে

(গ) বর্তমান কালের অনুজ্ঞায় সাধারণ মধ্যম পুরুষের ক্ষেত্রে

(ঘ) ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্ষেত্রে

১৮. ‘আমার দরখাস্তটা পড়ুন’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [ঢা.বো. ১২; চ.বো. ১০] (উত্তর: খ)

(ক) অনুরোধ

(খ) প্রার্থনা

(গ) আদেশ

(ঘ) উপদেশ

১৯. কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় সম্ভাবনা বোঝাচ্ছে? [য.বো. ০৫] (উত্তর: গ)

(ক) রোগ হলে ওষুধ খেতে হবে

(খ) সত্য সত্য কথা বলতে হবে

(গ) চেষ্ট কর, বুঝতে পারবে

(ঘ) কাল এসো

২০. নাম পুরুষের সম্ভ্রান্তক রূপের সর্বনাম কোনটি? [কু.বো. ০৪] (উত্তর: খ)

(ক) তারা

(খ) তাঁকে

(গ) আপনি

(ঘ) মম

২১. প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনটি যোগ করার নিয়ম ছিল? [ব.বো. ০৬] (উত্তর: গ)

(ক) ‘অ’

(খ) ‘ও’

(গ) ‘হ’

(ঘ) ‘য়’

২২. কোনটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা? [কু.বো. ০১] (উত্তর: ক)

(ক) গুরুজনে করহ নতি

(খ) সদা সত্য কথা বলবে

(গ) একটি গান শোনাও

(ঘ) কাল একবার এসো

২৩. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি কোন পুরুষ? [য.বো. ০৭] (উত্তর: খ)

(ক) উত্তম পুরুষ

(খ) মধ্যম পুরুষ

(গ) নাম পুরুষ

(ঘ) ক্রিয়ার পুরুষ

২৪. অপ্রত্যক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞা হয় না? [য.বো. ০৮] (উত্তর: গ)

(ক) উত্তম পুরুষ

(খ) মধ্যম পুরুষ

(গ) নাম পুরুষ

(ঘ) উত্তম পুরুষ ও নাম পুরুষ

২৫. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না? [দি.বো. ১১; রা.বো. ০৩; ঢা.বো. ০৬; চ.বো. ১৩] (উত্তর: ক)

(ক) উত্তম পুরুষ

(খ) মধ্যম পুরুষ

(গ) নাম পুরুষ

(ঘ) কোনোটিই নয়

২৬. অনুজ্ঞায় বাক্য গঠনে ‘সদা সত্য কথা বলবে’ কোন কালের উদাহরণ? [কু.বো. ০৬] (উত্তর: খ)

(ক) বর্তমান কালের

(খ) ভবিষ্যৎ কালের

(গ) অতীত কালের

(ঘ) ঘটমান ভবিষ্যৎ কালের

২৭. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? [চ.বো. ০৪] (উত্তর: ঘ)

(ক) মধ্যম পুরুষের সাধারণ রূপ

(খ) মধ্যম পুরুষের সম্ভ্রান্তক রূপ

(গ) নাম পুরুষের সাধারণ রূপ

(ঘ) নাম পুরুষের সম্ভ্রান্তক রূপ

২৮. সম্ভ্রান্তক মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চলিতরীতির সাধুরীতির ক্রিয়া বিভক্তির উদাহরণ কোনটি? [কু.বো. ০৫] (উত্তর: খ)

(ক) ইও, ইবে

(খ) উন, ন

(গ) বেন, এন

(ঘ) অ, ও

২৯. উপদেশাত্মক অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি? [ঢা.বো. ৯৬; চ.বো. ০৬] (উত্তর: খ)

(ক) আমটা খাও

(খ) মানুষ হও

(গ) কাল দেখা করো

(ঘ) আপনারা আসবেন

৩০. ‘মন দিয়ে পড়’- বাক্যের অনুজ্ঞা ভাব কোন অর্থদায়ক? [দি.বো. ০৯] (উত্তর: খ)

(ক) অনুরোধসূচক

(খ) উপদেশাত্মক

(গ) আদেশাত্মক

(ঘ) আশীর্বাদক

৩১. কোনটি বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ? [ঢা.বো. ২০০০; রা.বো. ০৯] (উত্তর: খ)

(ক) রোগ হলে ওষুধ খাবে

(খ) সে বই পড়ে

(গ) কাল একবার আসিও

(ঘ) কড়া রোদে ঘোরাফেরা করো না

৩২. অনুরোধে বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি? [য.বো. ২০০০] (উত্তর: খ)

(ক) খোদা তোমার হায়াত দারাজ করুন

(খ) ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে

(গ) রোগ হলে ওষুধ খাবে

(ঘ) কাজটি করে ফেল

৩৩. রোগ হলে ওষুধ খাবে।- কোন কালের অনুজ্ঞা? [রা.বো. ১১; ব.বো. ০২] (উত্তর: গ)

(ক) শীতকাল

(খ) বর্তমান কাল

(গ) ভবিষ্যৎকাল

(ঘ) অতীত কাল

৩৪. মা বললেন, “রোদে ঘোরাফেরা করবে না”- কোন অর্থে অনুজ্ঞা? [কু.বো. ০৪] (উত্তর: ঘ)

(ক) আদেশ অর্থে

(খ) প্রার্থনা অর্থে

(গ) অনুরোধ অর্থে

(ঘ) নিষেধ অর্থে

৩৫. ‘কাল একবার বেড়াতে এসো’- কোন কাল এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [য.বো. ১০] (উত্তর: ঘ)

(ক) ভবিষ্যৎ কালের সম্ভাবনায়

(খ) বর্তমান কালের উপদেশে

(গ) বর্তমান কালের আদেশে

(ঘ) ভবিষ্যৎ কালের অনুরোধে

ষষ্ঠ পরিচ্ছেদ: ক্রিয়া-বিভক্তি: সাধু ও চলিত

১. বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে? [সি.বো. ১৩; ব.বো. ০৯, ০৭; কু.বো. ১৩, ১১, ০৫; রা.বো. ০৪; ঢা.বো. ০৩, ০৬; চ.বো. ১৩; য.বো. ১২, ০৪, ০২; দি.বো. ১২, ০৯] (উত্তর: গ)

(ক) বাইশটি

(খ) একুশটি

(গ) বিশটি

(ঘ) উনিশটি

২. ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়? [কু.বো. ০৩; চ.বো. ০৯; সি.বো. ১০; য.বো. ০৫] (উত্তর: ক)

(ক) ধাতুর বানানের ধরন

(খ) ক্রিয়াপদ গঠনের নিয়ম

(গ) ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম

(ঘ) ধাতুর গঠন অনুসারে শ্রেণিবিন্যাস

৩. ‘ঘুরা’ এর আদিগণ কোনটি? [চ.বো. ০১; ব.বো. ১১] (উত্তর: গ)

(ক) ঝিমা

(খ) খোঁচা

(গ) উঁচা

(ঘ) দৌড়া

৪. ‘নহ্’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি? [চ.বো. ১১; ব.বো. ০৯] (উত্তর: গ)

(ক) নহি

(খ) নহে

(গ) নই

(ঘ) নয়

৫. বাংলা ভাষায় যে কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাদের কী বলে? [কু.বো. ০৪] (উত্তর: গ)

(ক) ণিজন্ত ধাতু

(খ) অজ্ঞাতমূল ধাতু

(গ) অসম্পূর্ণ ধাতু

(ঘ) প্রযোজক ধাতু

৬. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়? [দি.বো. ১৩, ১১; সি.বো. ০৬; ঢা.বো. ১০; রা.বো. ১৩] (উত্তর: গ)

(ক) ৪টি

(খ) ৩টি

(গ) ২টি

(ঘ) ৫টি

৭. ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলে- [চ.বো. ০৩] (উত্তর: ঘ)

(ক) অনুসর্গ

(খ) প্রত্যয়

(গ) কৃৎ প্রত্যয়

(ঘ) ক্রিয়া বিভক্তি

৮. অনুরোধে বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি? [য.বো. ২০০০] (উত্তর: ঘ)

(ক) খোদা তোমার হায়াত দারাজ করুন

(খ) ওগো আজ তোরা যাসেেন ঘরের বাহিরে

(গ) রোগ হলে ওষুধ খাবে

(ঘ) কাজটি করে ফেলো

৯. উঁচা, লুকা, ফুড়া- কোন আদিগণের উদাহরণ? [কু.বো. ১০] (উত্তর: খ)

(ক) ধোঁয়া

(খ) ঘুরা

(গ) দৌড়া

(ঘ) ফিরা

১০. ‘গণ’ শব্দের অর্থ কী? [কু.বো. ০৪] (উত্তর: খ)

(ক) গুচ্ছ

(খ) শ্রেণি

(গ) প্রকার

(ঘ) দল

১১. ছিটা, ঝিমা, চিরা, শিখা ধাতুগুলো কোন আদিগণভুক্ত? [ব.বো. ০৬; রা.বো. ১০] (উত্তর: ঘ)

(ক) ঘুরা

(খ) নি

(গ) লাফা

(ঘ) ফিরা

১২. কোনটি অসম্পূর্ণ ধাতু? [রা.বো. ০১] (উত্তর: গ)

(ক) রাখ্

(খ) উঠ্

(গ) বট্

(ঘ) র্ক

১৩. ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলে- [চ.বো. ০৩] (উত্তর: গ)

(ক) অনুসর্গ

(খ) প্রত্যয়

(গ) ক্রিয়া-বিভক্তি

(ঘ) কৃৎপ্রত্যয়

১৪. কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না? [চ.বো. ০৮] (উত্তর: ঘ)

(ক) কালভেদে

(খ) পুরুষভেদে

(গ) বাচ্যভেদে

(ঘ) বচনভেদে

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া

Leave a Comment