স্কুলে প্রথম দিন
ভূমিকা : মানবজীবন সুখ-দুঃখের সম্মিলনেই সৃষ্টি। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমাদেরকে আশায় উজ্জীবিত করে। জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি মানুষ কখনই ভুলতে পারে না। স্কুলজীবনের প্রথম দিনের সুখকর স্মৃতির কথা আমি কথনই ভুলতে পারব না। আজও সেই স্মৃতি আমাকে পুলকিত করে ।
স্কুলে ভর্তি : আমার স্কুলে ভর্তির দিনটি যথেষ্ট স্মরণীয়। স্কুলে গেলাম আমরা তিনিজন। আমি, বাবা এবং মা। ডিসেম্বরের শীতে উঁকি দেওয়া মিষ্টি রোদ সঙ্গে নিয়ে আমরা স্কুলের বারান্দায় হাজির হই। প্রধান শিক্ষক ভর্তি ফরম দিলে বাবা তা পূরণ করে জমা দেন। এবার প্রধান শিক্ষক আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি সেগুলোর সঠিক জবাব দিই। জানুয়ারি ১ তারিখ থেকে ক্লাস শুরু হবে এই সংবাদ নিয়ে বাসায় ফিরে আসি। রোমহর্ষক মুহূর্ত ; আমি স্কুলে প্রথম দিনটির জন্য সাগ্রহে অপেক্ষা করছিলাম। বাবা আগেই আমার স্কুল ড্রেস তৈরি করতে দিয়েছিলেন। রাতে নতুন স্কুল ড্রেস, জতো, ব্যাগ, বই-খাতা, পেনসিল ইত্যাদি গুছিয়ে রেখেছিলাম। অপেক্ষার প্রহর শেষ করে এলো সেই কাঙ্ক্ষিত দিন। আমাকে মা ঘুম থেকে ডেকে তুললেন । আমি নাশতা করে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর বাবা-মা দুজনের সঙ্গে বের হলাম স্কুলের পথে।
প্রথম ক্লাস : ক্লাস শুরু হবে সকাল ৮টায়। আমরা সবাই বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। এক চাপা উৎকণ্ঠা বিরাজ করছিল আমার মধ্যে। প্রথম ক্লাস হওয়ায় এক অজানা ভয়ও ছিল আমার মধ্যে। ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে মা ক্লাসে নিয়ে বসিয়ে দিলেন। মা আমার মনের অবস্থা বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দিলেন। মা বললেন, তুমি চিন্তা করো না। আমি স্কুলের মাঠে তোমার জন্য অপেক্ষা করব। তোমার ছুটি হলে আমরা একসঙ্গে বাসায় যাব। মা বইরে চলে গেলেন। আমাকে স্থির হয়ে বসতে বললেন। ক্লাসরুমটি ছিল অনেক রঙিন। আমি অবাক হয়ে চারপাশ দেখছিলাম। কিছুক্ষণের মধ্যে হাসিখুশি এক ম্যাডাম আমাদের ক্লাসে এলেন। আমরা সবাই কেমন আছি জিজ্ঞেস করাতে আমরা একসঙ্গে উত্তর দেই— ‘ভালো আছি ম্যাডাম’ । তিনি খুশি হয়ে আমাদের বাংলা বই বের করতে বললেন।
স্কুলের পরিবেশ : প্রথম দিনেই বিদ্যালয়ের পরিবেশ আমার ভালো লেগে যায়। স্কুলের সামনেই রয়েছে বিশাল সবুজ মাঠ। আর বিদ্যালয়টি খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। স্কুলের ম্যাডামদের ব্যবহারও ছিল খুবই আন্তরিক। অপূর্ব প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। ঠিক বেলা ১১টায় ঘণ্টা বাজার সঙ্গে আমরা সবাই স্কুল থেকে সুশৃঙ্খলভাবে বের হয়ে আসি। স্কুল সম্পর্কে অজানা যে ভীতি আমার মধ্যে ছিল তা দূর হয়ে যায়। এক দারুণ অনুভূতি নিয়ে আমি মায়ের সঙ্গে বাসায় ফিরে আসি ।
স্কুলে প্রথম দিনের অনুভূতি : বাসায় ফিরে অনেক আগ্রহ নিয়ে মায়ের কাছে স্কুলের প্রথম দিনের অনুভূতির কথা বলছিলাম। বাবা বাসায় ফিরে এলে তাঁর কাছেও বলি। সবাই খুব খুশি হয় আমার প্রথম দিনের অনুভূতির কথা শুনে। ভালো লাগা এক অনুভূতি নিয়ে, আগামি দিন স্কুলে যাওয়ার প্রত্যাশায় আমি ঘুমাতে যাই ।
উপসংহার : স্কুলজীবনের স্মৃতি সারা জীবন মানুষের আনন্দের উৎস হয়ে থাকে। জীবনের শত বিচিত্র অভিজ্ঞতার মাঝেও মানুষ স্মৃতিবিজড়িত স্কুলের প্রথম দিনের কথা ভুলতে পারে না। আর এ কারণেই মনের জানালায় বার বার উঁকি দেয় প্রথম স্কুল জীবনের স্মৃতি। স্মৃতিবিজড়িত কণ্ঠে তাই আনমনে আবৃত্তি করি ー
“সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন—
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন।”