বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের ত্রাণসামগ্রীর জন্য আবেদনপত্র ~ Exam Cares

তোমার এলাকায় ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাহায্যার্থে জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লেখো।

[চ. বো. ০৮, সি. বো. ১১]

বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের ত্রাণসামগ্রীর জন্য আবেদনপত্র

তারিখ: ২৫/০৮/২০২৪

মাননীয়

জেলা প্রশাসক

মানিকগঞ্জ।

বিষয়: ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত সাটুরিয়ার জনসাধারণের জন্য ত্রাণসামগ্রীর আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আপনি নিশ্চয়ই অবগত আছেন গত ১৫ জুলাই এক ভয়াবহ টর্নেডোতে সাটুরিয়া উপজেলার ৬টি গ্রামসহ বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। টর্নেডোর তাণ্ডবে অন্তত ২০ ব্যক্তি প্রাণ হারিয়েছে। মারা গেছে বহু গবাদি পশু। সর্বস্বান্ত হয়ে পড়েছে শত শত মানুষ। স্বজনহারাদের কান্না আজও থামেনি। অনাহারে অর্ধাহারে বহু মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। গ্রামগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি ও বাসস্থানের সংকট প্রকট আকার ধারণ করেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার অভাবে তাদের অনেকের জীবন সংকটাপন্ন। এমতাবস্থায় উপদ্রুত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী প্রদানের জন্য আকুল আবেদন জানাচ্ছি।

অতএব, বিনীত আরজ সাটুরিয়া উপজেলার টর্নেডো-উপদ্রুত এলাকার মানুষের অসহায় অবস্থা বিবেচনা করে দ্রুত ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে বাধিত করবেন।

নিবেদক

সাটুরিয়া এলাকাবাসীর পক্ষে

হাসান ফারুক

বরাইদ, সাটুরিয়া।

Leave a Comment