বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার লক্ষ্যে জীবনের বেশীর ভাগ সময় কারাভোগ করেছেন। দেশ ও জনগণের স্বার্থে সীমাহীন ত্যাগ একটি স্বাধীন দেশের জন্য বড় বেদনাদায়ক। ৪৩৯৭ দিন তথা ১২ বছর প্রায় দুই মাস মতান্তরে ১৪ বছর ৩ মাস ২৭ দিন তথা ৫ হাজার দুইশত ৩৪ দিন কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু। ইতিহাস ঘেঁটে জানা যায়, ফের ১৯ বার বঙ্গবন্ধুকে পাক সামরিক জান্তা কারাগারে পাঠিয়েছেন।
সাল |
মাস/বছর |
দিন |
১৯৩৮ |
|
৭ দিন |
১৯৪৮ |
৪ মাস |
১২০ দিন |
১৯৪৯ |
৯ মাস |
২৭০ দিন |
১৯৫০ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৫২ |
২ মাস |
৬০ দিন |
১৯৫৪ |
৮ মাস |
২৪০ দিন |
১৯৫৮ |
৮ মাস |
২৪০ দিন |
১৯৫৯ |
৩ মাস |
৯০ দিন |
১৯৬০ |
১ বছর (কার্যত |
৩৬৫ দিন |
১৯৬১ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬২ |
৬ মাস |
১৮২ দিন |
১৯৬৪ |
১০ মাস |
৩০০ দিন |
১৯৬৫ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬৬ |
১১ মাস |
৩৩০ দিন |
১৯৬৭ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬৮ |
১ বছর |
৩৬৫ দিন |
১৯৬৯ |
২ মাস |
৬০ দিন |
১৯৭১ |
১০ মাস |
৩০০ দিন |
১৯৭২ |
|
৮ দিন |
কার জন্য ছিল এই ত্যাগ? বিনিময়ে কিছু পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল বাঙালি তাঁকে ১৯৭৫ এর ১৫ই আগস্টে উপহার দিয়েছে ১৮টি বুলেট। সত্যিকারেই অকৃতজ্ঞ জাতি আমরা।